ঋণ পরিশোধে উৎসাহিত করতে এক শতাংশ হারে প্রণোদনা দিয়ে আসছে বাংলাদশ ব্যাংক।
Published : 08 Jan 2025, 11:51 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের জন্য ঋণের বিপরীতে দেওয়া প্রণোদনা বহাল রাখবে বলেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, তাতে বলা হয়েছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক বিশেষ তহবিল থেকে এ খাতের নারী উদ্যোক্তদের ৫ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।
এই ঋণ যথাসময়ে আদায় বা পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহককে উৎসাহিত করতে এক শতাংশ হারে প্রণোদনা দিয়ে আসছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সিএএসই খাতে নারী উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হয়।
এই ঋণ যথা সময়ে সমন্বয়, আদায় ও পরিশোধের লক্ষ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক প্রত্যেককে এক শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উর্ধতন এক কর্মকর্তা বলেন, তবে ঋণ শ্রেণিকৃত হলে প্রণোদনা দেওয়া হবে না।
তিনি বলেন, ২০২১ সালের জুলাই থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ছিল। তাই এখন সার্কুলার দিয়ে সেটি বহাল রাখা হল।