“শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন মুনাফাখোররা কারসাজি করে পার পাবে না”, বলেন তাপস।
Published : 10 Jan 2024, 05:47 PM
নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে কারসাজি করলে নতুন সরকার আরও কঠোর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিন্ডিকেটের কারসাজি রোধ করেছেন। নতুন সরকার গঠনের পর কারসাজির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”
বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তাপস।
তিনি বলেন, “বাজার নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে ওঠে। কারসাজি করে কোনো সময় পেঁয়াজ, কখনও আলু, কখনও ডিমের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করার চেষ্টা করে।
“একমাত্র শেখ হাসিনা টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়ে ন্যায্যমূল্যে খাবার বিতরণ করে সিন্ডিকেটের এ কারসাজিকে প্রতিরোধ করে চলেছেন। শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন মুনাফাখোররা কারসাজি করে পার পাবে না।”
এবারের নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। জোটগতভাবে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মোট ২২৪ জন। এ নিরঙ্কুশ জয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
দ্বাদশ সংসদের নতুন সরকার সিন্ডিকেটের কারসাজি রোধে ব্যবস্থা নেবে বলে জানান তাপস।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।