Published : 08 Feb 2024, 05:09 PM
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে খাবার উৎসব আয়োজন করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও ফুড। এতে মিলছে বাই ওয়ান গেট ওয়ান অফার, জনপ্রিয় ব্র্যান্ডের বিশেষ ভাউচার, টিকেট ও আকর্ষণীয় উপহার।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ উৎসব আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠাও ফুড জানিয়েছে, এ অফার চলাকালে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বোচ্চ অর্ডারকারী দম্পতি জিতে নিতে পারবেন দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’তে প্রবেশের ফ্রি টিকেট। এক্ষেত্রে ন্যূনতম পাঁচবার অর্ডার করতে হবে।
এছাড়া ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বোচ্চ খাবার অর্ডারকারী গ্রাহক পাবেন এপেক্স ফুটওয়্যার ও পাঠাও ফুড থেকে বিশেষ ভাউচার।
এছাড়া মাস জুড়ে চিলক্স, আমেরিকান বার্গার, কেএফসি, কাচ্চি ভাই, বার্গার কিং, সিক্রেট রেসিপি ও পিৎজা হাটের মতো জনপ্রিয় রেস্তোরাঁর খাবারে বড় ছাড় মিলবে। আর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গ্রাহকদের মাত্র ১৪টাকা ডেলিভারি ফি গুনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।