এবারের আসরের থিম হচ্ছে, ‘বাংলাদেশ রাইজিং উইথ ইউ!’
Published : 19 Oct 2022, 12:08 AM
বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের বাণিজ্যিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা বিজমায়েস্ট্রো‘র ত্রয়োদশ আসর শুরু হয়েছে।
পণ্য বিপণনে সমসাময়িক সমস্যার সমাধান দিয়ে ব্যবসা পরিস্থিতির উন্নতি ঘটানোর কৌশল নিয়ে ২০১০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ পর্বের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে ইউনিলিভার।
সম্প্রতি ঢাকায় ইউনিলিভারের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসি হান্ডা বলেন, এবারের আসরের থিম হচ্ছে, ‘বাংলাদেশ রাইজিং উইথ ইউ!’
এতোদিন এ প্রতিযোগিতায় একই বিশ্ববিদ্যালয় থেকে গ্রুপ করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল। এবারের প্রতিযোগিতার বিশেষ দিক হচ্ছে- একাধিক বিশ্ববিদ্যালয়ের সমমনা শিক্ষার্থীরা গ্রুপ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, চার ধাপের এই প্রতিযোগিতার প্রথম পর্ব গত ৮ অক্টোবর শুরু হয়েছে। রেজিস্ট্রেশন এবং কেস সাবমিশনের এই পর্ব শেষ হয় ১৭ অক্টোবর। দ্বিতীয় পর্বে প্রতিযোগীরা সরাসরি প্রেজেন্টেশন দেবেন। ২২ অক্টোবর শুরু হয়ে এই পর্ব শেষ হবে ২৯ অক্টোবর।
তৃতীয় পর্বে বাছাই করা ছয়টি কেস নিয়ে প্রতিযোগিতা হবে, যা শেষ হবে ১৫ নভেম্বরের মধ্যে। আগামী ২২ নভেম্বর এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। গত ১১ বছরে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল বৈশ্বিক প্রতিযোগিতায় দুবার ‘চ্যাম্পিয়ন’ ও তিনবার রানার আপ হয়েছে।