এ খাতের অন্যান্য চাকরির প্রশিক্ষণও দিতে চায় বার্জার।
Published : 19 Feb 2024, 04:06 PM
ডেকোরেটিভ পেইন্টারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চুক্তি করেছে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) ও বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্জার জানায়, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সদস্য সচিব) রেহানা পারভিন।
ছিলেন অর্থ বিভাগের যুগ্ম সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন ও ফাইন্যান্স) মোহাম্মদ জহিরুল কাইউমও। বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তানজিন ফেরদৌস আলম ও অধ্যক্ষ সোলায়মান মিয়া।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনএইচআরডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক রেহানা পারভিন বলেন, “বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থায় একটি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এজন্য শুধুমাত্র সরকারের একার উদ্যোগ যথেষ্ঠ নয়, সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
“বার্জার ট্রেনিং ইনস্টিটিউটকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে শরিক হওয়ার জন্য। আমি আশা করি, এনএইচআরডিএফ’র এই প্রকল্পটি পেইন্টিং খাতে আরও দক্ষ জনবল তৈরি করে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।"
বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা ও বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান তানজিন ফেরদৌস আলম বলেন, “বাংলাদেশের সর্ববৃহৎ পেইন্টস্ কোম্পানি বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড পরিচালিত বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের সাথে সরকার প্রথমবারের মতো পেইন্টিং খাতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একসাথে কাজ করার উদ্যোগকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
“এছাড়াও পেইন্টিং সেক্টরে অন্যান্য অকুপেশন যেমন- উড-কোটিং, মেরিন কোটিং, ইন্ডাস্ট্রিয়াল কোটিং ও অটোমোটিভ বডি পেইন্টিং এর মতো বিভিন্ন সেক্টরে আর্ন্তজাতিক মানদণ্ড বজায় রেখে সরকারের সাথে যৌথভাবে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে চাই।"