বাণিজ্য মেলায় ২০০ নতুন পণ্য এনেছে প্রাণ

এ কোম্পানির প্যাভিলিয়নগুলোতে প্রায় সব পণ্যে মূল্য ছাড়সহ বিভিন্ন ধরনের অফার রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 12:15 PM
Updated : 14 Jan 2023, 12:15 PM

চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২০০টি নতুন পণ্য প্রদর্শন করছে শিল্পগ্রুপ প্রাণ।

নতুন এসব পণ্যসহ মেলায় কোম্পানিটির আটটি প্যাভিলিয়নে মোট ৮০০ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, মেলা উপলক্ষে প্রাণের প্যাভিলিয়নগুলোতে প্রায় সব পণ্যেই মূল্য ছাড়সহ বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়েছে।

মেলায় তিন তলা প্রাণ প্যাভিলিয়নে পাঁচ শতাধিক পণ্য রয়েছে। কেক, বিস্কুট, গুড়া মশলা, নুডলস, জুস ও বেভারেজ, ডেইরি পণ্য, স্ন্যাকস, ফ্রোজেন ফুডসসহ বিভিন্ন ধরনের পণ্যে ক্রেতাদের ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

এছাড়া প্যাভিলিয়নের তৃতীয় তলায় বাচ্চাদের বিনোদনের জন্য করা হয়েছে ‘কিডস ফান জোন’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর বাইরে বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে প্রাণ এর মি. নুডলস। প্যাভিলিয়নে ক্রেতাদের নুডলস খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া নতুন নুডলস ব্র্যান্ড কোরিয়ান স্পাইসি নুডলস অনেকের দৃষ্টি কেড়েছে।

মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সাশ্রয়ী মূল্যে খাবারের চিন্তা দূর করছে টেস্টি ট্রিট, মিঠাই ও ফ্রোজেন ফুডস ব্র্যান্ড ‘ঝটপট’। পাওয়া যাচ্ছে শিশুদের নতুন প্রিমিয়াম চকলেট।

এছাড়া মেলায় প্রাণের ফ্যাশন ব্র্যান্ড ‘উইনার’ বিভিন্ন ধরনের পোশাক প্রদর্শন করছে।

মেলা সম্পর্কে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “পূর্বাচলের বাণিজ্য মেলায় প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী হচ্ছে।

“এরই মধ্যে বিদেশি ক্রেতারাও আমাদের স্টলগুলো পরিদর্শন করছেন এবং ক্রয়াদেশ দিতে আগ্রহ দেখাচ্ছেন।”