Published : 01 Sep 2024, 09:48 PM
আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়েন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক রোববার এক আদেশে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মান্নানকে দায়িত্ব দিয়েছে।
আর স্বতন্ত্র পরিচালক করা হয়েছে চার জনকে।
এরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, ডিপার্টেমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফোরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, চার্টাড অ্যাকাউনটেন্ট মো, রাগিব আহসান।
এ নিয়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বদলে দিল বাংলাদেশ ব্যাংক।
ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ দেওয়া হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যাত্রা করে ১৯৯৯ সালের ২৫ অক্টোবর। ব্যাংকটির যাত্রা হয়েছিল প্রচলিত ধারার ব্যাংকিং দিয়ে। পরে ২০০৯ সালের ১ জানুয়ারি এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী ধারার ব্যাংকে রূপান্তর হয়।
এস আলম গ্রুপ ২০০৪ সালে সিকদার গ্রুপের কাছ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এই ব্যাংকের চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম নিজেই ছিলেন।
এস আলম গ্রুপ নিয়ন্ত্রণে নিয়ে ব্যাংকটিকে শরীয়াহভিত্তিক ব্যাংকে রূপান্তর করা হয়।
ব্যাংকটির ঋণ প্রায় ৫৬ হাজার কোটি টাকা। এই ঋণের প্রায় ৪০ হাজার কোটি টাকা এস আলম গ্রুপ ও তার স্বার্থসংশ্লিষ্টদের দখলে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে ইউনিয়ন ব্যাংকের শেয়ার কিনেছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তার পরিবারের এক সদস্যকে ওই ব্যাংকের পরিচালক করা হয়েছিল।
এরশাদের মৃত্যুর পর সেই শেয়ার হস্তান্তর হয়েছে, কিন্তু ঋণ শোধ হয়নি। বছরের পর বছর এসব ঋণ আদায় না হলেও খেলাপি দেখানো হয়নি। অনিয়ম প্রকট হওয়ায় গত বছর ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।