এর আগে সবশেষ অক্টোবরে দাম নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার; তখন এ দুই জ্বালানি পণ্যে কমানো হয়েছিল লিটারে ৫০ পয়সা।
Published : 31 Dec 2024, 10:46 PM
পেট্রোল ও অকটেনের দাম আগের মত রেখে এবার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা করে কমানো হয়েছে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে জানুয়ারি মাসের জন্য এ দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে নতুন মূল্য ঘোষণা করা হয়। এদিন মধ্যরাত থেকে নতুন দামে পাম্পগুলোয় তেল মিলবে।
নভেম্বর মাসের নির্ধারিত দরের চেয়ে এবার এক টাকা কমে ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য ১০৪ টাকা করা হয়েছে। আগের মত পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে সবশেষ অক্টোবরে দাম নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। তখন প্রতিলিটার ডিজেল ও কেরোসিন দাম লিটারে ৫০ পয়সা করে কমিয়ে ১০৫ টাকা করা হয়েছিল। সেবারও পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল।
জ্বালানি বিভাগ তখন নভেম্বরের জন্য ওই দর নির্ধারণ করেছিল। দুই মাস পর এবার জানুয়ারির জন্য নতুন দর ঠিক করা হল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী ঘোষিত মূল্য কাঠামো অনুযায়ী নতুন দর নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখ গত মার্চ থেকে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করে আসছে সরকার।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্বে এসে অন্তর্বর্তী সরকার ৩১ অগাস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছিল। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছে।
আরও পড়ুন-
ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমল
পেট্রোল-অকটেনের দাম ৬ টাকা, ডিজেল-কেরোসিন ১ টাকা ২৫ পয়সা কমল