পরিদর্শন শেষে উপদেষ্টা কারখানা প্রাঙ্গণে একটি গাছ লাগিয়েছেন এবং সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন কল্যাণমূলক কাজ সম্পর্কে জেনেছেন।
Published : 07 Apr 2025, 04:20 PM
সেনা কল্যাণ সংস্থার আওতাধীন সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ ও সেনা ফ্লাওয়ার মিল পরিদর্শন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শনিবার তিনি কারখানাগুলো পরিদর্শন করেছেন বলে কোম্পানিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জে কারখানাগুলো পরিদর্শনের সময় বাণিজ্য উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন সেনা এডিবল অয়েল ইন্ডাষ্ট্রিজের মহাপরিচালক এয়ার কমডোর মো. রবিউল হাসান এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীন ইকবাল।
উপদেষ্টা সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ এবং সংস্থার অন্যান্য মহাপরিচালকের সাথে নারায়ণগঞ্জে সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রমও পরিদর্শন করেন।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা কারখানা প্রাঙ্গণে একটি গাছ লাগিয়েছেন এবং সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন কল্যাণমূলক কাজ সম্পর্কে জেনেছেন।