উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন ধরনের পিৎজার উপর অনির্দিষ্টকালের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
Published : 06 Nov 2023, 04:54 PM
যাত্রা শুরু করল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ এর নতুন পিৎজা ব্র্যান্ড ‘সারা পিৎজা’।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, শনিবার বিকালে রাজধানীর মগবাজারে শোরুম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় সারা পিৎজা’র।
শোরুমটি উদ্বোধন করেন সারা পিৎজা’র নির্বাহী পরিচালক অনিমেষ সাহা। এসময় সারা পিৎজা’র হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম ও হেড অব অপারেশন কাজী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাজধানীর বনশ্রীতেও একটি শোরুম চালু করেছে সারা পিৎজা।
নির্বাহী পরিচালক অনিমেষ বলেন, “পিৎজা ব্যবসায় আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ভোক্তাদের নিকট উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আশা করছি, ক্রমান্বয়ে ঢাকাসহ সারাদেশের ফুডপ্রেমীদের কাছে সারা পিৎজা পৌছে যাবে এবং ফুডপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।”
বর্তমানে সারা পিৎজা’য় বিফ কালা ভুনা, চিকেন কালা ভুনা, মিট হেভেনসহ নয়টি বিশেষ স্বাদের পিৎজা পাওয়া যাচ্ছে। এছাড়া গার্লিক মাশরুম, চিকেন চিজ বল, বাফেলো উইংস, মিট বক্সসহ বিভিন্ন ধরনের এপিটাইজার, পাস্তা ও ড্রিংকস ক্রয় করতে পারবেন ক্রেতারা।
উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন ধরনের পিৎজার উপর অনির্দিষ্টকালের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
স্বল্প সময়ের মধ্যে হোম ডেলিভারির ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। অনলাইনে https://sarapizza.com/ কিংবা ০৯৬১৩১১৩৩৫৫ নম্বরে কল করে পছন্দের পিৎজা’র অর্ডার করতে পারবেন ক্রেতারা।