আরামদায়ক এবং ট্রেন্ডি পোশাক-জুতার সমন্বয়ই পারে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে।
Published : 19 Mar 2025, 03:49 PM
ঈদ মানেই উৎসব, আনন্দ আর নতুন পোশাক-জুতার সাজসজ্জা। কিন্তু শুধুই স্টাইল নয়, আরামও যেন থাকে সমান গুরুত্বের তালিকায়। দীর্ঘসময় নামাজ, দাওয়াত, আড্ডা কিংবা ঘোরাঘুরির জন্য চাই এমন পোশাক ও জুতা, যা দেখতে আকর্ষণীয়, আবার আরামদায়কও। তাই এবারের ঈদে কীভাবে স্টাইল এবং কমফোর্ট দুটোই নিশ্চিত করা যায়, সে নিয়েই থাকছে আমাদের বিশেষ পরামর্শ।
১. পোশাক ও জুতার সংমিশ্রণ
স্টাইলিশ অথচ আরামদায়ক পোশাকের জন্য কটন, লিনেন, কিংবা হালকা সিল্কের পোশাক বেছে নেওয়া যেতে পারে। তবে পোশাকের সাথে মিলিয়ে জুতা নির্বাচন করাটাও গুরুত্বপূর্ণ। ফরমাল কিংবা ট্র্যাডিশনাল পোশাকের সাথে মানানসই জুতা বেছে নেওয়া ঈদের সাজকে আরও পরিপূর্ণ করে তুলবে।
২. ঈদের দিনে দীর্ঘসময় আরামের জন্য জুতার ভূমিকা
ঈদের দিন সাধারণত অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হয়—নামাজ পড়া, আত্মীয়-স্বজনের বাসায় যাওয়া ইত্যাদি। তাই এমন জুতা নির্বাচন করা উচিত, যা দীর্ঘক্ষণ পরে থাকলেও আরামদায়ক অনুভূতি দেয়। হালকা ওজনের, নরম ইনসোল এবং ভালো গ্রিপের জুতা হলে তা পায়ে চাপ ফেলে না এবং স্বাচ্ছন্দ্য দেয়।
৩. সঠিক সাইজ এবং ফিটিং
অনেক সময় নতুন জুতা পরলে কষ্টকর মনে হয়। তাই কেনার আগে অবশ্যই সঠিক সাইজ ও ফিটিং চেক করে নেওয়া জরুরি। নরম লেদার বা ব্রেথেবল ম্যাটেরিয়ালের জুতা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ, যাতে ঈদের দিন পায়ে কোনো অস্বস্তি না হয়।
৪. ট্রেন্ডি অথচ আরামদায়ক স্টাইল
এই বছর ট্রেন্ডিং জুতার মধ্যে রয়েছে ক্লাসিক লোফার, মিনিমালিস্ট স্যান্ডেল ও স্মার্ট স্নিকার্স। যারা ট্র্যাডিশনাল পাঞ্জাবি বা শাড়ি পরতে ভালোবাসেন, তারা নরম সুয়েড লেদার বা লেদার লোফার ট্রাই করতে পারেন। আবার ক্যাজুয়াল লুকের জন্য হালকা ওয়েজ সোলের স্নিকার্স বা স্যান্ডেল হতে পারে দুর্দান্ত চয়েস।
৫. আরামদায়ক জুতার দীর্ঘস্থায়ী ব্যবহার
ঈদের জন্য কেনা জুতাগুলো যেন শুধু একদিনের জন্য না হয়ে যায়, তাই সেগুলোর যত্ন নেওয়াটাও গুরুত্বপূর্ণ। শু ক্লিনার ও প্রপার স্টোরেজের মাধ্যমে জুতাগুলো অনেকদিন ভালো রাখা যায়। তাছাড়া, ভালো ব্র্যান্ডের নির্ভরযোগ্য জুতা বেছে নিলে তা দীর্ঘদিন টেকসই থাকবে।
শেষ কথা
ঈদে শুধু স্টাইল নয়, নিজের আরামের কথাও মাথায় রাখা জরুরি। আরামদায়ক এবং ট্রেন্ডি পোশাক-জুতার সমন্বয়ই পারে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে। তাই এবারের ঈদে ফ্যাশন ও কমফোর্ট দুটোই নিশ্চিত করুন স্মার্ট শপিংয়ের মাধ্যমে!
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।