চট্টগ্রাম ইপিজেড মোড়ে পারাপারের জন্য রয়েছে কাছাকাছি তিনটি ফুটওভার ব্রিজ। প্রতিদিন ভোর থেকে গভীর রাত
পর্যন্ত ইপিজেড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মী ও কর্মকর্তারা এসব ফুটওভার ব্রিজ দিয়েই যাওয়া-আসা করেন।
সকাল বেলা কর্মজীবী মানুষের ফুটওভার ব্রিজ দিয়ে গায়ে গায়ে লাগিয়ে হেঁটে যেতে হয় কর্মস্থলে।
ফুটওভার ব্রিজের উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। হয়ত এ কারণেই ব্রিজের দুপাশে দেখা যায় তারের জটলা। কয়েক হাত উপর দিয়েও গেছে বৈদ্যুতিক তারের লাইন।
অবশ্য নিরাপত্তার জন্য জাল বসানো হয়েছে। ফুটওভার ব্রিজ দিয়ে চলাচলকারী মানুষের মাথা ছুঁই ছুঁই এই জাল।
সাধারণ জনগণ এভাবে চলাচলে কতটুকু নিরাপদ?
ফুটওভারব্রীজ দিয়ে নিয়মিত চলাচলকারী মো. আজিজুল হক চট্টগ্রাম ইপিজেডের একটি প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপক।
তিনি বলেন, “আমরা গ্রীষ্ম-বর্ষা সবসময় এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেই ফ্যাক্টরিতে যাতায়াত করি। বিদ্যুতের তারগুলো এত নিচে… যেভাবে মানুষ গিজগিজ করে যাওয়া-আসা করে, কখন কোন গোলযোগের কারণে বিপদে পড়তে হয় কে জানে।
“শহরের একটি ঘনবসতি ও গুরুত্বপূর্ণ অঞ্চল এটি। অথচ এ সমস্ত বিষয় দেখা বা ভাবার যেন কেউ নেই।”
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি citizen.journalism@bdnews24.com ঠিকানায় ইমেইল করুন।