Published : 06 Mar 2011, 07:42 PM
১ ফেব্রুয়ারি ২০১১। আর ক'টা দিনের মতো এদিনটাও ছিল স্বাভাবিক। প্রতিদিনের মতো শিক্ষার্থীরা আড্ডায় মশগুল। বটতলায় হৈচৈ আর গল্পগুজবে মত্ত সাংস্কৃতিক কর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীরা। শান্তিপূর্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হঠাৎ প্রচন্ড চেঁচামেচি। ওপর থেকে নীচতলায় নামার ফুসরতটুকু নেই। নীচে নেমে জানা গেল স্বয়ং প্রক্টর স্যার এসেছিলেন । এসেছিলেন অস্ত্রধারী শিক্ষার্থীদর (!) নিয়ে।