Published : 04 Aug 2017, 08:36 PM
এদেশের সচেতন মানুষদের অভিযোগ ছিল "ঐক্য নেই বাম দলগুলোতে" সবার মুখে তালা দিয়ে এবার সেই স্বপ্নের বাম ঐক্য বাম মোর্চা আলোর মুখ দেখেছে। দেশ বিদেশের প্রগতিকামি মানুষ এই বাম বিকল্ট জোটের কাছে অনেক বেশি প্রত্যাশা করছেন, অনেকেই ধারনা করছেন, এই ঐক্য আগামী সংসদ নির্বাচনে অন্যতম শক্তি হিসেবে ভূমিকা রাখবেন, ৩০০ আসনের প্রার্থী দেয়ার চিন্তা করছেন বাম নেত্রীবৃন্দ।
এবার দেখার বিষয় কতটা সফল হয় বিকল্প বাম জোট, জনতা সেই প্রত্যাশায় পথ চেয়ে আছে। উল্লেখ্য, ১লা আগষ্ট থেকে "বাম দলগুলোর 'বিকল্প জোট' মহাজোট ও জোট সরকারের বিকল্প হিসেবে বাম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে।
ছবি: সিপিবি-বাসদসহ বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ গণমিছিলের দৃশ্য