Published : 12 Feb 2015, 05:08 PM
পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাগর-রুনি হত্যাকাণ্ডটিও একটি যার রহস্য উদ্ঘাটনে পুলিশ এখনও হিমসিম খাচ্ছে। তবে এখনও রহস্য উদ্ঘাটিত হয়নি বলে যে কখনই তা হবে না- এমনটি ভাবার কোন কারণ নেই। অনেক জটিল মামলার রহস্য বহুদিন অনুদ্ঘাটিত থাকার পর সেগুলো শেষ পর্যন্ত উদ্ঘাটিত হয়েছিল।
একজন সামান্য বোমা-স্থাপনকারীকে (উনাবোম্বার) শনাক্ত করতে আমেরিকা যুক্তরাষ্ট্রের এফবিআইসহ সকল রাষ্ট্র ও স্থানীয় পুলিশের ২০ বছর সময় লেগেছিল। রাশিয়ার সিরিয়াল কিলার চিকাটিলোকে শনাক্ত করে গ্রেফতারে রাশিয়ার ১৮ বছর সময় লেগেছিল।
সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো বহু হত্যাকাণ্ড পুলিশের খাতায় তদন্তাধীন রয়েছে। দিনের পর দিন প্রাপ্ত সূত্রগুলো যাচাই করে কোন প্রামাণ্য আলামত না পেয়ে নতুন সূত্রের সন্ধান করা হচ্ছে। দীর্ঘ দিনের মুলতবি এসব মামলার অনেগুলোই অভিযোগপত্রের মাধ্যমে শেষ হয়। এগুলোর প্রেক্ষিতে আসামিদের শাস্তিও হয়। তাই সাগর-রুনি মামলার তদন্ত নিয়ে আমাদের আশাবাদি হওয়াই উচিৎ।