Published : 01 Aug 2014, 06:04 PM
আমাদের সহ ব্লগার জুলফিকার জুবায়ের আমার একটা পোষ্টে মন্তব্য করতে যেয়ে বলেছেন, ব্লগে লেখা একটা 'মহৎ কাজ'! বিষয়টা কি তাই? ব্লগে লেখাটা কি আসলেই একটা মহৎ কাজ- যা সমাজের তথা দেশ ও মানব কল্যাণে লাগে? মহৎ কাজ বলতে তো আমরা তাই বুঝি?
এই বিষয়ে আমার সহ ব্লগারদের মন্তব্য আশা করছি; পাশাপাশি দাবী জানাচ্ছি ব্লগার জুলফিকার জুবায়েরও তার বক্তব্য এখানে তুলে ধরবেন!
০১/০৮/২০১৪, ৩.৪০ বিকাল