পুলিশের উন্নয়নের জন্য বর্তমান সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তাদের মধ্যে পুলিশের সাব-ইন্সপেক্টরদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি ও ইন্সপেক্টরদের দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করা অন্যতম। পুলিশ বিভাগ সরকারের এই উদ্যোগকে নানা কারণে মনে রাখবে।
নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ৩০ জুলাই, ২০১২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বারক নং স্বঃমঃ পুঃ-২/উন্নীতকরণ/১/২০০৮/৬২৪ তারিখ-৩০/০৭/২০১২ মূলে সার্জেন্ট/ সাব-ইন্সপেক্টরদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে এবং স্বারক নং- স্বঃমঃ পুঃ-২/উন্নীতকরণ/১-২০০৮/৬২৫ তারিখ-৩০/০৭/২০১২ মূলে পুলিশ ইন্সপেক্টরদের দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে উন্নীত করা হয়।
উল্লেখ্য পুলিশ-পাবলিক সম্পর্ক সব সময় দ্বিমুখী। পুলিশের বেতন-ভাতা বৃদ্ধিই এই সার্ভিসের গুণগত মান উন্নয়নের জন্য যথেষ্ঠ নয়। আমাদের পুলিশ নানা কারণে আত্মসম্মানহীন হয়ে পড়ছে। বৃটিশ সরকারের সময়ও একজন এসআইকে বিএ পাশ করতে হত। বাংলাদেশে সরকারি চাকুরির ক্যাডার পদে প্রবেশের যোগ্যতার সাথে একজন সাব-ইন্সপেক্টরের যোগ্যতার কোনই পার্থক্য নেই। সামান্য কিছু টেকনিক্যাল/প্রফেশনাল পদের ব্যতীক্রমী ক্ষেত্র ছাড়া বাংলাদেশের তৃতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র পুলিশের সার্জেন্ট/সাব-ইন্সপেক্টর পদের প্রবেশের যোগ্যতা হল কমপক্ষে স্নাতক ডিগ্রি। তবে ইদানীং কালে এই পদে যোগদানকারী অফিসারদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী।
দেশের বিচার ব্যবস্থার প্রবেশদ্বার হল পুলিশ বিভাগ। পুলিশ সদস্যরা ফৌজদারি বিচার-ব্যবস্থার দ্বাররক্ষক। সংসদ পাশকৃত আইনের মাধ্যমে অপরাধের সংজ্ঞা নির্ধারণ করে। কিন্তু মানুষের কোন আচরণটি অপরাধ আর কোনটি নয়, তার প্রাথমিক সত্যতা নির্ধারণ করে পুলিশ। অন্যদিকে,পুলিশের মেরুদণ্ড হল সাব-ইন্সপেক্টরগণ। এরা হল ফৌজদারি অপরাধের তদন্তকারী কর্মকর্তা। বিচার চেয়ে যে এজাহারগুলো পুলিশের কাছে কিংবা কোর্টের কাছে করা হয়, সেগুলোর একটি বড় অংশের সমাপ্তি ঘটে পুলিশের তদন্তের মাধ্যমে। আবার যে মামলাগুলো বিচারের জন্য আদালতে পাঠানো হয় সেগুলোর পরবর্তী কর্মপন্থা আদালত পুলিশের তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই নির্ধারণ করেন।
ব্যতীক্রম ক্ষেত্রভিন্ন পুলিশের প্রতিবেদনের উপর ভিত্তি করেই আদালত কোন অপরাধের বিচার কার্য পরিচালনা করেন। কোন বিচারক যদি কোন ব্যক্তিকে অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন, তবে সেই মৃত্যুদণ্ডের আদেশের পথসূচনা করে পুলিশের সাবইন্সপেক্টর বা তদন্তকারী কর্মকর্তাগণই।
ফৌজদারি বিচার ব্যবস্থায় একজন সাব-ইন্সপেক্টরের গুরুত্ব বিবেচনা করেই তার শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হয়েছিল কমপক্ষে স্নাতক। কিন্তু, কালের পরিক্রমায় বিভিন্ন শক্তির টানাপোড়েনে সাব-ইন্সপেক্টরদের পদমর্যাদা উন্নীত করা হয় নাই। এত দিন যে আমরা এই কাজটি করি নাই, সেটা আমাদের জন্য লজ্জার বিষয় বটে। বর্তমান সরকার জাতীর সেই লজ্জা দূর করেছে।
বলাবাহুল্য, যখন কোন লোকালয়ে থানা ভিন্ন অন্য কোন সরকারি স্থাপনা ছিল না, তখনও সেই থানার দারোগাগণ ছিলেন তৃতীয় শ্রেণির সরকাররি কর্মকর্তা। ইন্সপেক্টরগণ ছিলেন দ্বিতীয় শ্রেণির। এখন একটি লোকালয়ে থানার বাইরেও উপজেলা হয়েছে। উপজেলায় মাঠ প্রশাসনের প্রায় সকল অফিসেরই শাখা বা নিম্নতম ইউনিটি রয়েছে। মাঠ প্রশাসনের অন্যান্য সকল অফিসের প্রধানগণ বিসিএস ক্যাডারভূক্ত না হলেও প্রথম শ্রেণির কর্মকর্তা। কিন্তু থানা চলত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে। উপজেলার একদা অস্তিত্বহীন বিভাগের কর্মকর্তাগণ অস্তিত্ব পেয়েই প্রথম শ্রেণি হয়েছেন কিংবা দ্রুততম সময়ে তৃতীয় থেকে দ্বিতীয় হয়ে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। দ্বিতীয় শ্রেণির সাব-রেজিস্ট্রারগণ প্রথম শ্রেণি হয়েছেন। এমনকি শ্রেণিহীন নার্সগণও প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছেন। কিন্ত বৃটিশ আমলের ইন্সপেক্টরগণের শ্রেণির উন্নয়ন হয় নাই।
উপজেলার বিভিন্ন ধরণের মিটিং, কনফারেন্স, সমন্বয় সভায় উপস্থিত সরকারী কর্মকর্তাদের প্রায় সকলই প্রথম শ্রেণির। কিন্তু একমাত্র পুলিশের ইন্সপেক্টর বা থানার অফিসার-ইন-চার্জগণই ছিলেন দ্বিতীয় শ্রেণির। একটি উপজেলার সাধারণ প্রশাসনের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে, থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও ফৌজদারি বিচার ব্যবস্থার একটা সিংহভাগই নিয়ন্ত্রণ বা পরিচালনা করেন থানার অফিসার-ইন-চার্জ। অন্তর্নিহিত গুরুত্বের কারণেই উপজেলার সরকারী প্রশাসনের দ্বিতীয় ব্যক্তি হিসেবে থানার অফিসার-ইন-চার্জ জনসাধারণের কাছে পরিচিত। অথচ স্টাটাসের দিক দিয়ে তাকে রাখা হয়েছিল দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা করে। বিষয়টি শুধু দৃষ্টিকটূই ছিল না, এটা ছিল রীতিমত বিব্রতকর । বিষয়টি অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্যবহারিক সমস্যার জন্মও দিত। তাই পুলিশ ইন্সপেক্টরদের দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করার ফলে এই সব অবস্থার অবসান ঘটেছে।
পুলিশ জনগণের সাথে সৌহার্দ্রপূর্ণ আচরণ করে না বলে জনগণের মধ্যে ব্যাপক বিশ্বাস রয়েছে। কিন্তু যে পুলিশের কাছ থেকে আমরা সম্মান চাই, সেই পুলিশ নিজেরা কতটুকু সম্মান পায়, তাও বিবেচনায় আনতে হবে। পুলিশকে মর্যাদা দিব না, অথচ পুলিশের কাছ থেকে মর্যাদা চাইব — এটা উৎকৃষ্ট মানের স্ববিরোধীতা নয় কি? মান-সম্মান, শ্রদ্ধা-ভালবাসা কি এক তরফা হয় কখনো? আমার যা নাই, আমি আপনাকে তা কিভাবে দিব? আমার নিজেরই যখন সম্মান নাই, তখন আমার কাছ থেকে আপনি কিভাবে সম্মান আশা করেন?
পুলিশের মাঠ পর্যায়ের এই অফিসারদের শ্রেণিগত মর্যাদা বৃদ্ধির ফলে সরকারের আর্থিক ব্যয়ভারে তেমন কোন পরিবর্তন আসবে না। এর ফলে পুলিশের সামগ্রিক বাজেট থেকে মাত্র ১৩ কোটি ১৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে। পুলিশকে প্রদত্ব বাজেটের আকার হল প্রায় ৫ হাজার কোটি টাকা ।(২০১১-১২ অর্থ বছরে ছিল ৪ হাজার ৭৩৪ কোটি টাকা )। পদমর্যাদা বৃদ্ধির ফলে মাঠ পর্যায়ে পুলিশের সিংহভাগ দায়িত্বপালনকারী এই সব অফিসারদের মধ্যে যে কর্মসন্তুষ্টি আসবে, সেই তুলনায় ১৩ কোটি টাকার ব্যয় বৃদ্ধি খুবই নগণ্য।
তবে এই পদক্ষেপের ফলে পুলিশকে বেশ কিছু গৃহকর্ম সম্পাদন করতে হবে। নন-গেজেটেড থেকে গেজেটেড ও দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করার ফলে এই দুই পদের নিয়োগ, পদোন্নতি, পদায়ন, শৃঙ্খলা, পুরস্কার, শাস্তি এবং বিভাগীয় নিয়ন্ত্রণ সম্পর্কে বেশ কিছু বিধিবিধান পূনর্বিবেচনা করতে হবে। এই সব ক্ষেত্রেও বিভিন্ন টানাপোড়েন সৃষ্টি হতে পারে। এর ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সুনির্দিষ্ট নীতিমালা ও বিধি বিধানের অভাবে বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে আশু দৃষ্টি দিতে হবে।
অস্বীকার করার উপায় নেই যে, ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিরপেক্ষতা, মামলা গ্রহণে অস্বীকৃতি ইত্যাকার নানা অভিযোগ পুলিশের বিরুদ্ধে করা যায়। কিন্তু আমার অভিজ্ঞতায়, পুলিশের বিরুদ্ধে জনগণের সবচেয়ে বড় অভিযোগ হল, পুলিশ তাদের সাথে সঠিক আচরণ করে না। বর্তমান সরকারের মাধ্যমে পুলিশকে জনগণ সম্মান দিচ্ছেন। তাই, পুলিশের জন্য জনগণকে সম্মান করার গরজ তাত্ত্বিক ও নৈতিক উভয় দিক দিয়েই বেড়ে গেল। জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের দেওয়া পদমর্যাদার ঋণ তাই জনগণকে মর্যাদা দিয়েই শোধ করতে হবে।(০১/০৮/২০১২)


















































-
- সকল দোয়ার রইল খোল, ওহে অতিথী!
-





































-
- Equations of Section 42R254, Equations of Section 33A2D17 or Terminus Equation
-

-
- বাংলাদেশ দলের কনিষ্ঠ সমর্থক
-










-
- শখের হাড়ি নকশা করায় ব্যস্ত সুশান্ত পাল
-














-
- আমরা কি তাদের জন্য কি কিছুই করতে পারিনা ? কেন পারিনা ?
-


-
- এই খালটি দখল করে তৈরি করা হয়েছে সিএনজি পাম্প। যথাযথ কতৃপক্ষের অনুমতি নিয়েই তৈরি হয়েছে এই স্থাপনা এটি সিএনজি পাম্প মালিক পক্ষের দাবী ।পাশের বক্স কালর্ভাটটি শুধু সাক্ষী হয়ে আছে একদিন এখানে একটি জলাধার ছিল।
-



-
- নীঝুম দ্বীপের নিশ্চুপ গহীনে
-












-
- প্রোগ্রামিং কন্টেস্টে বিজয়ী এই দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইইউটি আইসিটি কন্টেস্ট-এ অংশ নেয়।
-


-
- জাবিতে গত তিন মাস ধরে আইবিএ অনুষদের শিক্ষার্থীরা এভাবেই ক্লাস করছে
-
















-
- বৈশাখে শরতের কুয়াশা।
উত্তরাঞ্চলে এই বৈশাখেও শরতের মতো কুয়াশা পড়ছে। স্থানীয় মানুষজন একটু শঙ্কিত বিষয়টি নিয়ে।
ছবিটি রংপুরের সদর উপজেলার মহেশপুর গ্রাম থেকে তোলা।
-











-
- কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৩য় বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত র্যালী
-














-
- তত্ত্বাবধায়ক সরকারের অভিন্ন রূপরেখা ঘোষণা আ'লীগ জাপা জামায়াতের
-

-
- তত্ত্বাবধায়ক সরকারের অভিন্ন রূপরেখা ঘোষণা আ'লীগ জাপা জামায়াতের
-


-
- জাবির বিভিন্ন স্থানে এভাবেই কৃষ্ণচূড়ার ফুলে ভরে উঠেছে ক্যাম্পাস
-








-
- ইভটিজিংয়ের প্রতিরোধে নিজেকেই ইগিয়ে আসতে হবে। নিজেকেই হতে হবে সাহসী ও প্রতিবাদী।
-

-
- জাবি লেকের সুন্দর্য দেখে যে কারো মন ভরে উঠে
-

-
- ইভটিজিংয়ের প্রতিরোধে নিজেকেই ইগিয়ে আসতে হবে। নিজেকেই হতে হবে সাহসী ও প্রতিবাদী।
-




-
- গাজীপুরের কোন এক সুন্দর গ্রাম থেকে.
-







-
- র্যাগের আনন্দে উচ্ছাসিত ৩৪ ব্যাচের শিক্ষার্থীরা
-













-
- দুই জনের দুটি পথ দুটি দিকে গেসে বেকে!
-


-
- আজ আবার সেই পথে দেখা হয়ে গেল,ভাল আসো তো ?
-















-
- হরতালে লুন্ঠিত নারীর সম্মান
-












-
- ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ
-










-
- আমাদের আজরা। তিনি কি পন্নের মডেল নাকি তিনি পণ্য?
-

-
- অভিজাত ক্লাবে আমাদের এক বঙ্গ ললনা। স্বাধীনতার জন্য তার এত স্বাধীনতা! হাঁতে শরাবের বোতল।
-

-
- নারীবাদীরা কি এহেন কর্ম কাণ্ড কে প্রতিহত করবেন? নাকি নারী স্বাধীন বলে বগল বাজাবেন?
-

-
- এই সব পার্টি তে নারীরা যদি পন্নে রুপান্তরিত হয়ে যায় এবং পুরুষ করতিক নির্যাতন এর স্বীকার হয় তবে কি বিচার হবে সেই পুরুষদের?
-


-
- এটি ও নারীদের এক ধরনের স্বাধীনতা
-



















































-
- আমার ক্যামেরায়ঃ চা বাগানে সূর্যদয়
-

-
- Photo taken besides The Jamuna River in Rajnagar village under Noapara Union of Islampur Upazila
-


















-
- In the rainy season, colour varies in the sky.
-




-
- মা ঘোড়াটা ঘাস খাচ্ছে আর বাচ্চা ঘোড়াটা মায়ের দুধ।সত্যি জীবন কত সুন্দর!
-













-
- ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা সদরের সাথে বাবুগঞ্জ বাজারেররাস্তার এ বেহাল দশা। ঠিকাদার কাজ শুরু করেও শেষ করেনি।
-








-
- THE ECONOMIST INTELLIGENCE UNIT
-





-
- আহাম্মদ তার বাবা ফাহদের সাথে
-


-
- ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধনের জন্য আসবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট। এ উপলক্ষে নির্মিত তোরণ।
-












-
- সাংবাদিকদের মিলন মেলায় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন-ময়মনসিংহ-৪ সদর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, পৌর মেয়র ইকরামুল হক টিটু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
-

-
- শুক্রবার ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি'র আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মহফিল। যেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সকল সাংবাদিক।
-



-
- বনানিতে ছাত্র বিক্ষোভ চলাকালীন পুলিশি এ্যাকশন, ছবি: সিয়াম সারোয়ার জামিল
-





-
- হঠাৎ বৃষ্টি, প্রায় শুকিয়ে যাওয়া শাড়ির করুন পরিণতি।
-
























-
- সন্দ্বীপের ষ্টিমার ঘাটে সামান্য এই সাকোটি যা তৈরী করা হয়েছে একটি কাঠের পাটা দিয়ে। বর্ষার এই মৌসুমে এই সাকোটি পার হতে প্রতি যাত্রীকে গুনতে হয় ৫ টাকা। এই র্দূভোগের চিত্র যেন দেখার কেউ নেই !!!!!!!
-



















-
- আর কত শিশু মারা গেলে ওদের কান্না থামবে?
-



-
- চট্টগ্রামে শিল্পী ঢালী আল মামুনের উন্নত চিকিৎসার
দাবিতে মানববন্ধন
-













-
- দুর্নীতির এই মহীরূহকে ধাক্কা দিয়ে সরানো যাবে না
-






-
- চেতনায় আমার বাংলাদেশ, চেতনা নজরুল। আজ তাঁর ৩৫ তম মৃত্যুবার্ষিকী। তাঁর বিদেহী আত্তায় শান্তি বর্ষিত হোক।
-



-
- ছবিঃ তুরস্কের জাতীয় পতাকা
-



-
- অর্কিড প্লাজার সামনে একটা সাইনবোর্ড আছে 'No Parking' লেখা, তবুও…
-


-
- আমি এম. মিজানুর রহমান সোহেল
-


-
- জিপি মডেমে যেকোনো সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন !
-











-
- এক্সপেরিমেন্টাল বাংলা মুভি দ্যা সার্চ। হলিউডের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিছু কিছু জায়গাতে। ভালই লাগছে আমার দেশে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে মুভি তৈরি হচ্ছে। আশা করি ম্যনুয়াল এর হাত থেকে মুক্ত হবে বাংলা চলচ্চিত্র।
-


-
- অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে মন চায় ভারতের ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা পরিপূর্ণ ফিল সিটি রামুজি।
-


-
- টালিগঞ্জের বিখ্যাত নির্মাতা ঋতু পর্ণ ঘোষ!
-

-
- আমাদের ববিতা। সত্যজিৎ রায় এর আশনি সংকেত ছবিতে অভিনয় করে বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উচু করেছিলেন। পরে ফরাসি ভাষায় ও সেটি নির্মিত হয়। আর ফরাসি সেই ভার্সনের পোস্টার এটি।
-

-
- অশ্লীলতার সেই ভয়াবহ সময়ে আশার আলো দেখিয়েছিল মনের মাঝে তুমি।
-

-
- ব্লক বাস্টার মনপুরা। বাংলা চলচ্চিত্র কে ঘুরিয়ে দিয়েছে।
-




-
- থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর মেহেরজান ২ টি ছবিতে দর্শক পেয়েছে অন্য এক চলচ্চিত্র।
-

-
- নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা চলচ্চিত্র। এই ধরনের ফর্মেটে দর্শক আমাদের চলচ্চিত্র দেখতে চায়। ম্যানুয়াল নিপাত যাক!!
-


-
- তবুও আশা জাগায় মনের মানুষ এর মতন চলচ্চিত্র গুলো
-

-
- বাংলা এই কপি ছবিটি এই দেশের চলচ্চিত্র শিল্প কে নূতন এক প্রান এর সন্ধান দেয়।
-


-
- বাংলাদেশের চলচ্চিত্রের অশ্লীলতা নিয়েও লেখা হয়েছে বই।
-

-
- বাংলা সিনেমার তৎকালীন অশ্লীল যুগের একটি পোস্টার!
-

-
- অশ্লীলতার ভয়াবহতা কতটা গ্রাস করেছিল আমাদের চলচ্চিত্র শিল্প কে সেটি এই পোস্টার দেখলে অনুমেয়।
-






-
- ২০ – ২৫ % ধানের উৎপাদন বৃদ্ধি, অতি অল্প সময়ে অধিক পরিমাণ জমিতে ধান রোপণ করা যায়
-




-
- সন্ত্রাসীরা রাতে আধারে কেশবপুরের আটটি দোকান ঘর ভেঙ্গে মাটিতে মিশিয়ে দিয়েছে।
-





-
- অগ্নিদগ্ধ কলেজ ছাত্রী রুবিনা ইয়াসমিন রুনু, ইনসেটে উপরে রুবিনার পূর্বের ছবি, নিচে প্রতারক প্রেমিক সোহান
-

-
- শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রকাশনা
-




-
- অনিশ্চয়তার নিশ্চিত চাকরি!
-


-
- কেশবপুরের ক্ষুধার্ত হনুমান
-

-
- Hunger strike till death against injustice.
-

-
- Hunger Strike till death for Justice.
-

-
- Hunger Strike against mother organization of GENUSYS INC.
-





-
- Naylah Hossain Arthy, Bagerhat.
-










-
- পলি জমে জল ধারণ করার স্বাভাবিক ক্ষমতা হারানো ঢাকাতিয়ার বর্ষার রুদ্র মূর্তি ফি বছর বিলীন করে দেয় দুপারের বিস্তীর্ণ অঞ্চল
-

-
- ঢাকাতিয়ার খিলা অংশে প্রভাব শালীদের মাছের গের রুখে দিয়েছে নদীর মূল গতিপথ
-

-
- ঢাকাতিয়ার সূচীপারা খেয়া ঘাটের নদীর পাড় দখল করে গড়ে উঠা ইটভাটা আগুনে পুড়ছে ইট জলছে পরিবেশ পোড়া ইট একটু একটু করে এগিয়ে দখল করে নিচ্ছে নদীর অংশ।
-

-
- ঢাকাতিয়ার সূচীপারা ব্রিজের খেয়া ঘাটের পাড় গেসে গড়ে উঠা ইটভাটা বর্ষায় নদী আর ইটভাটা মিলে মিশে একাকার
-

-
- ঢাকাতিয়ার পাড় গেসে সবুজ ধানের খেত কি অপরূপ সবুজ ফসলের ক্ষেতের এই রূপ কিন্তু পানির অভাবে একদিন এখানেও হয়তো ধু ধু বালুর চর দেখা যাবে
-

-
- শুষ্ক মৌসুমে জল শুকিয়ে ডাকাতিয়ার শাহরাস্তি কালীগঞ্জ সূচীপারা পয়েন্ট দেখে বুঝা কঠিন এটি আসলেই নদী কিনা!
-

-
- ঢাকাতিয়ায় টানা জাল দিয়ে মাছ ধরতে নেমেছে স্থানীয় জেলেরা কিন্তু দেখে মনে হচ্ছে হাটু পানির কোনো জলাশয়!
-

-
- বাঙালির রসনা বিলাসের তৃপ্তি মিঠাতে ইলিশের খোঁজে মেঘনায় জেলেদের ইলিশ ধরার ইঞ্জিন চালিত বড় নৌকো।
-

-
- নদীর জলের শীতল পরশ নিতে নিতে ঘুরে আসতে পারেন চাঁদপুর থেকে। নদীর নাব্যতা কমে এমন বড় লঞ্চ গুলো এখন আর শাখা নদী ডাকাতিয়াতে প্রবেশ করতে পারেনা।
-

-
- চাঁদপুরের নদী অঞ্চলের মানুষেরা আজও নৌ পথে চলাচল করতেই ভালোবাসে।কারণ নদী যে ওদের জীবনের সাথে জড়িয়ে আছে।
-

-
- সারারাত ঢাকাতিয়ায় মাছ ধরে সকালে স্থানীয় বাজারে সেই তাজা মাছ বিক্রি করে চলে ওদের দু'বেলার দু মুঠো ভাত।এই নদিই যদি না থাকে তবে ওদের কি হবে?
-

-
- কোলাহল মুখর চাঁদপুর ঘাট একদিন হয়তো এই কোলাহল থেমে যাবে।
-

-
- ডাকাতিয়া নদীর বুকে পুরে দেয়া প্রথম পেরেক হাজীগঞ্জের ভগ্ন প্রায় পুরোনো ব্রীজ
-

-
- সারাদিনের কর্ম ব্যস্ততার পর মেঘনার তীরে সারি বাধা অলস নৌকো আমাদের পরের কোনও এক প্রজন্মের কাছে একদিন হয়তো এই দৃশ্য শুধুই রূপকথার গল্প হয়ে রয়ে যাবে!
-




-
- দেখে নিন চিনে নিন মানুষের রক্ত খেকো হায়নার মুখচ্ছবি।
-

-
- এই ছবি কি আমাদের মনে গণ হত্যার নির্মম কাহিনী স্মরণ করিয়ে দেয়না।
-

-
- এভাবেই তো সেদিন রাজাকারদের পতন ঘটেছিল বীর মুক্তিযোদ্ধাদের হাতে,আমরা তো তাদেরই সন্তান আমরা কি পারবোনা তাদের মত বীরত্বের পরিচয় দিয়ে এই দেশ থেকে রাজাকারের দোসর জামাত শিবির কে চির তরে এই দেশ থেকে বিদায় করতে?
-

-
- যদি জঙ্গি জামাত শিবির মুক্ত দেশ গড়তে না পারি তবে ৭১এর মত আবার এভাবেই মায়ের সামনে সন্তানকে নির্মমতার বলি হতে হবে।
-





-
- টক্ক সাপের ঘের মেপে দেখা হচ্ছে
-

-
- টক্ক সাপের দর্ঘৈ মাপা হচ্ছে
-






-
- নাম্বার প্লেটে নাম্বার নেই
-










-
- ডাস্টবিন থেকে উদ্ধার করা নবজাতকশিশু
-
















-
- ১৯৭১-এ এই নিরীহ বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর আল-বদর ও আল-শামস এর বর্বরতার শিকার। ঢাকার রায়েরবাজার এলাকা থেকে সে সময় তোলা ছবি।
ছবি: সংগৃহীত
-




-
- জীবনে তৃপ্তি পেয়ে আত্মহত্যা করল এক ভারতীয় দম্পতি!
-





-
- আজ একটি মেয়েকে তার পোশাক খুলে সম্পূর্ণ বিবস্ত্র করে রাস্তায় ছেড়ে দেয়া হয়েছে আমাদের প্রতিবেশি দেশ ভারতে।
-










-
- BABAR KASAM NIA ASCHI. SOBAIKE DEKHTESI…..
-

-
- stop barbarianism by the name of holy Qur'an
-







-
- hang them all immediately
-










-
- দুই প্রতিদন্ধির সৌজন্য বিনিময় – একটি সুন্দর উদাহরণ।
-


-
- দুই প্রতিদন্দির সৌজন্য বিনিময় – একটি সুন্দর উদাহরণ
-



-
- ১৮৫১ সালে জর্জ জ্যাকব হলিয়ক সর্বপ্রথম Secularism টার্মটি ব্যবহার করে
-

-
- সম্রাট Constantine-I সময় থেকে খ্রিস্ট ধর্মের অনেক প্রসার ঘটে
-

-
- ভ্যাটিকান সিটি- পোপের আবাসস্থল
-

-
- Niccolò Machiavelli- ধমনিরপেক্ষতা মতবাদের একজন জনক
-

-
- ফরাসি বিপ্লব- ইউরোপে ধর্মনিরপেক্ষতার পরিপুর্ন জয় নিয়ে আসে
-

-
- ১৮৫১ সালে জর্জ জ্যাকব হলিয়ক সর্বপ্রথম Secularism টার্মটি ব্যবহার করে
-

-
- সম্রাট Constantine-I সময় থেকে খ্রিস্ট ধর্মের অনেক প্রসার ঘটে
-

-
- ভ্যাটিকান সিটি- পোপের আবাসস্থল
-

-
- Niccolò Machiavelli- ধমনিরপেক্ষতা মতবাদের একজন জনক
-

-
- ফরাসি বিপ্লব- ইউরোপে ধর্মনিরপেক্ষতার পরিপুর্ন জয় নিয়ে আসে
-










-
- আওয়ামীলীগের পোস্টারে সবার উপর "আল্লাহ সর্বশক্তিমান" লেখা
-

-
- শেখ মুজিব- ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে কায়েম করেন
-

-
- জিয়াউর রহমান- সংবিধানে "ধর্মনিরপেক্ষতা"র বদলে "আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস" স্থাপন করেন।
-

-
- জিয়াউর রহমান- সংবিধানে ধর্মনিরপেক্ষতার বদলে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেন।
-

-
- আওয়ামীলীগের পোস্টারে সবার উপর আল্লাহ সর্বশক্তিমান লেখা
-

-
- আওয়ামীলীগের পোস্টারে সবার উপর আল্লাহ সর্বশক্তিমান লেখা
-










-
- কাঠের পুতুল হয়ে নাচছি আমি বেশ
স্বপ্ন হাতছানির রয়ে যায় রেশ,
এরই মাঝে শেষ হয় জীবন গল্পের শেষ…
-

-
- কাঠের পুতুল হয়ে নাচছি আমি বেশ
স্বপ্ন হাতছানির রয়ে যায় রেশ,
এরই মাঝে শেষ হয় জীবন গল্পের শেষ…
-


-
- আশুগঞ্জ থেকে আখাউড়া ৪৯কিঃমিঃ রাস্তায় ৪টি ব্রিজ ও ১৫টি কালভার্ট অকেজো করে ভারতের জন্য বাইপাস সড়ক।
-

-
- আশুগঞ্জে ভারতের জাহাজ।টোল ঘর নির্মান করা হয়েছে হাই হ্যালো করার জন্য,শুল্ক নেয়া অভদ্রতা( টাকা মন্ত্রী মাল মুহিত)।
-

-
- আশুগঞ্জ হতে আখাউড়া ৪৯ কিঃমিঃ পথে ৪টি ব্রিজ ও ১৫টি কালভার্ট ভারতের বিকল্প রাস্তার প্রয়োজনে এভাবেই নিস্কৃয় করে রাখা হয়েছে।ফলে কৃষক জলবদ্দতায় আবদ্ধ আবার পানির অভাবে খরায় আক্রান্ত
-











-
- বাংলাদেশে প্রায় ২০ প্রজাতির স্বাদু পানির কচ্ছপ রয়েছে। কিন্তু এদের অধিকাংশই আজ হুমকির সম্মুখীন।
-


-
- বাংলাদেশে প্রায় ২০ প্রজাতির স্বাদু পানির কচ্ছপ রয়েছে। কিন্তু এদের অধিকাংশই আজ হুমকির সম্মুখীন। বাসস্থলের অভাব, খাদ্য হিসেবে এদের ব্যবহার প্রভৃতি কারনে আজ বিলুপ্ত হতে চলেছে এদের অস্তিত্ব।
-

-
- ঢাকা শহরে একাধিক স্থানে কাছিম বিক্রির জন্য হাট বসে। ঢাকার শাঁখারীবাজার,তাতীবাজার, টঙ্গী, ফার্মগেটে কচ্ছপ ও কচ্ছপের মাংস বিক্রি করা হয়ে থাকে।
-



























-
- eid sokoler jibone boye anuk onabil anando.
-

-
- শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগে বৃহত ধস ।যার শেষ বিষ্ফোরনে।সরকার সেখানে অন্ধ ও বধির।।
-



























-
- XvKvi iv¯Ívq R¨vg -Gi GKwU Ab¨Zg KviY …
-













-
- রৌদ্রজ্জ্বল এক দুপুরে বারান্দায় শুকোতে দেয়া শাড়ির এবং এর ছায়ার বর্ণিল খেলা।
-


-
- আমরা চাই একটা শান্তিপূর্ণ বিশ্ব
-















-
- শীতের কাথা ছেরে রসের হাড়িতে
-














-
- মানচিত্রে টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ প্রতিদিনের সৌজন্যে
-





-
- মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন
-
















-
- নবান্ন হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব।
-









-
- শীত এল বলে, অগ্রনের এক সকালে, কুয়াশার চাদর সরিয়ে সূর্যকিরণ আত্বপ্রকাশ করছে চিরায়ত বাংলায়। কী অসম্ভব সুন্দর দৃশ্য, মনে হয় যেন বহুকাল বেঁচে থেকে উপভোগ করি রোদের আশ্চর্য স্পর্শ।
-

-
- শীত এল বলে; অগ্রানের এক সকালে ধান পাতা তার বুকে ধারন কলেছে শিশির বিন্দু। ধানক্ষেত জুড়ে এমনই কতশত বিন্দু গড়েছে ক্ষণিকের আস্তানা। হে ক্ষণিকের অতিথি, রোদ এলে উবে যাবে তুমি, কিন্তু থাকবে আমাদের মনে।
-

-
- অঘ্রানের এক শীতের সকাল। কুয়াশার চাদর সরিয়ে নিজের পথ করে নিচ্ছে সূর্য। বাংলার চিরায়ত গ্রামীন পরিবেশে এই দৃশ্য অপুর্ব সুন্দরভাবে ধরা দিল ক্যামেরার জোনালায়।
-

-
- একই অঙ্গে কত রূপ! আরও বেশি সতেজ, আরও নিকটবর্তী; রোদ তার সমস্ত উদ্যম নিয়ে প্রকাশিত হল আবার।
-

-
- ঘুম ভরা চোখে জানালা খোলে দেধি, আঙ্গিনায় বড় অজত্ন আর অবহেলায় বেড়ে ওঠা মোরগ ফুল স্থির চোখে তাকিয়ে রয়েছে। আর কী তোমাকেও আমি ভালবাসি এই বোধ নিয়ে তুলে পেললাম মোর ফুলের লাল ছবি।
-

-
- আঙ্গিনার ওপর পাশে রক্তজবার বুনো ঝোপ। তাতে ফুটে আছে একটি, দুটি, তিনটি রক্তজবা। মনে হলো এতক্ষন য়ারা কষ্ট করে ছবিগুলো দেকলেন, তাদেরকে দিয়ে যাই রক্তলাল শুভেচ্ছা। ভাল থাকবেন ব্লগার বন্ধুরা।
-























-
- ইরানী প্রেমিকের সাথে রুমানা
-

-
- প্রেমিকের উদ্দেশ্যে লেখা রুমানার চিটি
-






-
- মুক্তিযুদ্ধে নারীর অবদান অপরিসীম
-

-
- মুক্তিযুদ্ধের সূচনা নারীর ভূমিকা
-

-
- নারীর মুক্তিযুদ্ধে অংশগ্রহন
-













-
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া ।
-

-
- শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
-


-
- ফুলের তোড়ার মতো পোষ্টটিকে দেখবেন।
-

















-
- যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের
-




































































-
- Musmmot Rokeya Begum, Head of the English Department is giving a crest to the departed teacher, Suhas Chandra Chakravorty
-




-
- What runs but never gets tired?
Water
Author Unknown
-



-
- ডিগ্রী প্রদানকারী প্রতিষ্টান কতৃক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন
-








-
- ওরাও মানুষ, আছে মানবিক অধিকার
-












-
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারো অধিনায়ক পরিবর্তন হতে যাচ্ছে। বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিমকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। অধিনায়ক নির্বাচনের সংস্কৃতি অনুযায়ী সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নতুন অধিনায়ক হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। অধিনায়ক নির্বাচনে বিসিবি এবার চমক দিতে যাচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে বর্তমান বোর্ড সভাপতি লোটাস কামলই হতে যাচ্ছেন ক্রিকেট দলের নতুন অধিনায়ক। বিশ্বে এই প্রথম ক্রিকেট বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচিত করা হচ্ছে। ফলে দল আরো একজন অলরাউন্ডার পেতে যাচ্ছে। লোটাস কামাল বর্তমানে আশরাফুলের কাছে ব্যাটিং এবং শাহাদাত হোসেনের কাছে বোলিং শিখছেন। মুশফিকের কাছ থেকে কিপিংটাও শিখে নিচ্ছেন। যাতে করে দলের বিপর্যয়ে উইকেটের পেছনে থেকে হাল ধরতে পারেন।
এ বিষয়ে আমরা যোগাযোগ করি লোটাস কামালের সাথে। তিনি দৈনিক মগবাজারকে জানান, "সাকিবের পর মুশফিককে দিয়ে দেখলাম, সেও ব্যর্থ। নতুন কারো প্রতি আস্থা রাখতে পারছি না বলে নিজেই নেতৃত্বের ভারটা নিতে হচ্ছে।"
কুমিল্লার ছেলে লোটাস তার অধিনায়ক জীবনের প্রথম ম্যাচ খেলবেন প্রতিবেশী নোয়াখালী জাতীয় দলের সাথে। তাই রাত জেগে প্রতিপক্ষ খেলোয়াড়দের ভিডিও ফুটেজ দেখতে ব্যস্ত আছেন লোটাস কামাল। এখনো আনুষ্ঠানিক ঘোষনা না আসলেও নতুন অধিনায়ককে স্বাগত জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
-




-
- ঢাকার আরিচা থেকে তোলা এই ছবিটি। এক সময়ের প্রাণচঞ্চল ফেরী পারাপার এখন অনেকটাই নিস্তেজ।
-


-
- বাংলাদেশে জনদূর্ভোগের বাস্তব চিত্র
-


-
- মৃত্যুকালে বাবার রেখে যাওয়া গরু, কাঁথা ও খেজুর গাছ
-


























-
- মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খানের লাশের পাশে দাড়িয়ে মুনাজাত করছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সোবহান। এ সময় জামায়াতে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-














-
- প্রথমে বলে রাখি এই ছবিটা কোনরকম সম্পাদনা করা নয়। সম্পূর্ণ সম্পাদনা ব্যাতিত ছবি। আমি ব্যাপারটির ব্যাখ্যা হিসাবে আলোর প্রতিফলনকে দায়ী করছি আমার দৃষ্টিকোণ থেকে। আজ থেকে আনুমানিক ৭ দিন আগে ছবিটি তোলা হয় সম্ভবত সন্ধ্যা ৭ টার দিকে। আমি নিজেই তুলি ছবিটা। প্রচণ্ড ঠাণ্ডা থাকার কারনে টাইমার অপশন দিয়ে আমাদের বাসার সামনের মাঠের দেয়ালে রেখে ছবিটা তোলা হয় (কারন ঠাণ্ডায় হাত কাঁপছিল) । দেখে আসলে অনেক কিছুই মনে হয় বলেই আমি ছবিটি শেয়ার করছি সবার সাথে। আমি ছবিতোলার সময় মাঠে এমন কিছুই দেখি নাই যার রুপ এইরকম হতে পারে। বাসায় কম্পিউটারে নেবার সময়ও ব্যাপারটি আমার চোখ এড়িয়ে যায়। এর দুই একদিন পরে আবার এই ছবিটি কম্পিউটারে দেখার সময় প্রথম এই ব্যাপারটি আমি লক্ষ্য করি। অদ্ভুতভাবে আসা ঐ চোখের নিশানা প্রথমে আমাকে একটু ভাবিয়ে তুললেও পরবর্তীতে আমি অযৌক্তিক ব্যাখ্যার বদলে যৌক্তিক ব্যাখ্যাকেই (আলোর প্রতিফলন) কারন হিসেবে ধরে নেই।
-

-
- প্রথমে বলে রাখি এই ছবিটা কোনরকম সম্পাদনা করা নয়। সম্পূর্ণ সম্পাদনা ব্যাতিত ছবি। আমি ব্যাপারটির ব্যাখ্যা হিসাবে আলোর প্রতিফলনকে দায়ী করছি আমার দৃষ্টিকোণ থেকে। আজ থেকে আনুমানিক ৭ দিন আগে ছবিটি তোলা হয় সম্ভবত সন্ধ্যা ৭ টার দিকে। আমি নিজেই তুলি ছবিটা। প্রচণ্ড ঠাণ্ডা থাকার কারনে টাইমার অপশন দিয়ে আমাদের বাসার সামনের মাঠের দেয়ালে রেখে ছবিটা তোলা হয় (কারন ঠাণ্ডায় হাত কাঁপছিল) । দেখে আসলে অনেক কিছুই মনে হয় বলেই আমি ছবিটি শেয়ার করছি সবার সাথে। আমি ছবিতোলার সময় মাঠে এমন কিছুই দেখি নাই যার রুপ এইরকম হতে পারে। বাসায় কম্পিউটারে নেবার সময়ও ব্যাপারটি আমার চোখ এড়িয়ে যায়। এর দুই একদিন পরে আবার এই ছবিটি কম্পিউটারে দেখার সময় প্রথম এই ব্যাপারটি আমি লক্ষ্য করি। অদ্ভুতভাবে আসা ঐ চোখের নিশানা প্রথমে আমাকে একটু ভাবিয়ে তুললেও পরবর্তীতে আমি অযৌক্তিক ব্যাখ্যার বদলে যৌক্তিক ব্যাখ্যাকেই (আলোর প্রতিফলন) কারন হিসেবে ধরে নেই।
-
















-
- dhakar sokal belar office jatri
-













-
- ঠাকুরগাঁওয়ে বিএনপি'র বর্ধিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
-

















-
- স্বরাষ্ট্রমন্ত্রী: যেভাবে হামলা, সেভাবে মোকাবেলা
-















-
- ছবি: শেয়ার বাজারের ধসে সর্বস্ব হারিয়ে আত্নহত্যার পথ বেছে নিলেন মনিষার বাবা কাজী লিয়াকত আলী যুবরাজ (৩৫)
-

-
- ছবি: শেয়ার বাজারের ধসে সর্বস্ব হারিয়ে আত্নহত্যার পথ বেছে নিলেন মনিষার বাবা কাজী লিয়াকত আলী যুবরাজ (৩৫)
-

-
- পুকুরের উপর বড়ই গাছ… তাতে কি বড়ই খেতে পুকুরে পরি না কেন তবুও বড়ই খাবই….
-

-
- সেই বিএসএফ সিনড্রম-চাঁদপুরে গুলির পর গুরুতর আহত লিমনকে উলঙ্গ করে টেনে-হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
-






-
- নওগা, ধামইরহাট উপজেলার সান্তাল সাংস্ক্রতিক দল
-


-
- প্রেরণা সৃষ্টির ধ্বংসের নয়। প্রেরণা নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টির বিকাশের প্রেরণা। প্রেরণা আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার প্রেরণা। সর্বোপরি প্রেরণা অন্যায় ও শোষণের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রেরণা।
-














-
- a great work of nongarian
-














-
- মোবাইলের ছবি তারপরও ছেলের হাতের কারসাজি মনে হয় দাড়িয়ে আছি সেতুটি মাথায় নিয়ে।
-

-
- যমুনার বুকে নৌকায় আমরা ক'জন
-

-
- এই পোষ্টের বেশীরভাগ ছবি যিনি তুলেছেন সৈকত
-





-
- পার্কের বেহাল দশা। পার্কে ঢোকা টাকার শ্রাদ্ধ।
-


-
- যমুনার চরে বেড়ানোর মজাই আলাদা।
-

-
- দাড়িয়ে আছি চরে মনে হয় সেতুটি আমার চেয়ে ছোট।
-










-
- বড় পর্দায় পরীক্ষামূলক সম্প্রচার
-

-
- দেখুন ওদের চিনতে পারেন কিনা?
-

-
- সরাসরি সম্প্রচারের আয়োজন চলছে
-





-
- স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস
-

-
- স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস
-

-
- রক্তের সাথে সাদা পদার্থ ঘিলু বলে মনে হল
-

-
- সাংবাদিক দম্পতি খুনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা গতকাল মানববন্ধন করেন (বামে)
-














-
- প্রত্যন্ত অঞ্চলে বি,পি,এল খেলা দেখার প্রচেষ্টা।
-












-
- শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে ওরা
-


-
- উদীচী পরিচালিত আলোকময় নাহা সঙ্গীত বিদ্যায়তন এর পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান
-

-
- ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার
-

-
- ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় একজন জাপানী মহিলার অংশগ্রহণ
-

-
- উদীচী নটক বিভাগ পরিবেশিত নাটক ক্ষ্যাপা গাগলের প্যাচালের একটি দৃশ্য
-

-
- ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডাঃ প্রদীপ চন্দ্র কর
-





-
- Silene stenophylla গাছের চারা
-

-
- কাঠবিড়ালিরা তাদের আহরিত ফলগুলো গর্তের সবচেয়ে ঠাণ্ডা অংশে রেখেছিল
-

-
- পেট্রিডিসে ইন ভিট্রো টিস্যু কালচার পদ্ধতিতে ক্লোনাল মাইক্রোপ্রোপাগেশন
-












-
- আংকেল অনেরা বিয়াজ্ঞুনি উজ্ঞ উজ্ঞ টিয়া দিলি অ্যাঁর লাই একখান নোয়া পা কিনিত পাইজ্জুম। অ্যাঁই আবার হাঁটি হাঁটি মাদ্রাসাত জাইত পাইজ্জুম। অ্যাঁর হুজুরে কইয়ি যে অ্যাঁরার ফটিকছড়িত ৬ লাখ মানুষ আছে বিয়াজ্ঞুনি উজ্ঞ উজ্ঞ টিয়া দিলি অ্যাঁর চিকিৎসার টিয়ার অভাব অয়তুন। আংকেল অনেরাও উজ্ঞ উজ্ঞ টিয়া দ-ন আর বিয়াজ্ঞুনিরি কইয়িন অ্যাঁর চিকিৎসার লাই উজ্ঞ উজ্ঞ টিয়া দিতু। অনারার পেপারত অ্যাঁর কথাখান লেখি দিয়ুন বিয়াজ্ঞুনি জেন অ্যাঁর কথাখান জানে। (আংকেল আপনারা সবাই একটা একটা টাকা দিলে আমার জন্য একটা নতুন পা কেনা যাবে। আমি আবার হেঁটে হেঁটে মাদ্রাসায় যেতে পারবো। আমার হুজুরে বলছে আমাদের ফটিকছড়িতে ৬ লক্ষ মানুষ আছে সবাই একটি করে টাকা দিলে আমার চিকিৎসার টাকার অভাব হবে না। আংকেল আপনারাও একটি করে টাকা দেন আর সকলকে বলে দেবেন আমার চিকিৎসার জন্য একটি করে টাকা দিতে। আপনাদের পত্রিকায় আমার কথাটা লিখে দিবেন যেন সকলে আমার কথা জানে)। এই করুণ আবেদন ফটিকছড়ি খানার অন্তর্গত দৌলতপুর গ্রামের কুতুব শাহ বাড়ীর দিনমজুর আবুল হাসেমের শিশু কন্যা ফারজানা আক্তারের বয়স ৮/৯। একদিন এই ফারজানা আক্তার আর ১০টা শিশুর হেসে-খেলে সারা বাড়ী মাতিয়ে রাখতো, বই খাতা নিয়ে মাদ্রাসায় যেত। আজ সেই শিশু কন্যা ফারজানা আক্তার একটি পা হারিয়ে মরণ যন্ত্রণায় বিছাই কাতরাচ্ছে, আর যাকে কাছে পায় তাকে উপরোক্ত নিবেদন জানান এবং একটি টাকা দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করেন। এই ফারজানা আক্তার এমন ছিলেন না। একদিন এই ফারজানা আক্তারও ছিল আর ১০ টা শিশুর মতো সুস্থ সবল, বই খাতা নিয়ে যেত মাদ্রাসায় হঠাত তার শরীরে বাসা বাধে মরণ ব্যাধি রোগ ভোন ক্যান্সার, আঘাত হানে তার বাম পায়ে। নেমে আসে তার জীবনে কালো অন্ধকার। পায়ের অসহ্য যন্ত্রণায় তার আত্মচিৎকারে ভারী হতে থাকে আকাশ বাতাস। যে তাকে দেখতে যায় চোখের জ্বল বিসর্জন না দিয়ে ফিরে আসতে পারেনা। মেয়ের অসহ্য আর্তনাদে পিতা আবুল হাসেম ও মাতা পারভীন আক্তার ব্যাকুল কোথায় গেলে শান্তি পাবে তাদের আদরের কলিজার টুকরা মেয়েটি? ছুটে এর কাছে ওর কাছে ডাক্তারের কাছে নেওয়ার টাকা নেই, অবশেষে ১৫ অক্টোবর কিছু টাকা জোগাড় করে নিয়ে নাজিরহাট ফটিকছড়ি ক্লিনিকে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পরে ফারজানা আক্তারের বাম পায়ে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ভোন ক্যান্সার। ডাক্তাররা পরামর্শ দেন তাকে উন্নত চিকিৎসা করাইতে হবে, এই রোগের চিকিৎসা করাইতে অনেক টাকার প্রয়োজন। কোথায় তার দিনমজুর পিতা আবুল হাসেম এত টাকা। অবশেষে এলাকার হৃদয়বান মানুষের ১ – ১০০ টাকা সাহায্যের টাকায় নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, গত ২৯ অক্টোবর সহযোগী অধ্যাপক ডাক্তার জিল্লুর রহমানের তত্ত্বাবধানে সাত সদস্যের টিম গঠন করে অপারেশনের মাধামে কেটে ফেলতে হয় ফারজানার বাম পা। তাতে আবুল হাসেমের সাহায্যের টাকা থেকে খরচ হয় লক্ষাধিক টাকা। এরপরও ফারজানা বিপদমুক্ত নয়। ডাক্তার পরামর্শ দিয়েছেন প্রতি ২১ দিন অন্তর ৩টি থেরাফি দিতে হবে, এজন্য প্রয়োজন উচ্ছ মূল্যের ৩টি ইঞ্জেকশান। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকার অধিক। কোথায় পাবেন দিনমজুর আবুল হাসেম এত টাকা যার দিনমজুরীর আয় দিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়। বন্ধুরা আমরা কি পারি না? ফারজানা আক্তারের এই করুণ আবেদনে সারা দিতে। আমরা কি পারি না? একটি একটি টাকা দিয়ে ফারজানার জন্য একটি ফান্ড গঠন করতে। মনে করি ফারজানা আমার বোন বা আমার মেয়ে। আমাদের চোখের সামনে আমাদের বোন বা মেয়ে এভাবে আর্তনাদ করবে আর ভাই হয়ে বা পিতা হয়ে কিভাবে সহ্য করব। তাহলে একবার আসুন ফারজানাকে নিজ চোখে দেখুন। দেখি ফারজানার এই করুণ পরিণতি দেখে আপনি চোখের জ্বল ধরে রাখতে পারেন কিনা। যদি এই লেখাটা বা ফারজানার করুণ আবেদন আপনার একটুও আঁচর কেটে থাকে তাহলে আর দেরি না করে ফারজানাকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনার আশে-পাশের বন্ধুদের কাছ থেকে ফারজানার জন্য একটি করে টাকা নিয়ে একটি ফান্ড গঠন করুন তা ফারজানার পিতা আবুল হাসেমের ব্যাংক একাউন্ট 00650310017187 এন,সি,সি ব্যাংক, নাজিরহাট শাখায় জমা করুন। অথবা 01825 354313 মোবাইল নাম্বারে আবুল হাসেমের সাথে যোগাযোগ করুন।
-









-
- থলের মধ্যে মেছো বাঘের ছানা
-













-
- মধুপুরের শালবন রক্ষায় এগিয়ে আসুন
-











-
- উপরের ছবির পরের অংশ। লাইনটি এভাবেই অনেক দূর গেছে।
-

-
- বাঁশের খুটিটি দেওয়া হয়েছিল বিদ্যুতের তার ঝুলানোর জন্য। এখন সে নিজেই ঝুলে আছে। ছবিটি ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের এগার মাইল বাজারের ৩০০গজ উত্তর থেকে তোলা।
-

-
- এখানেও বাশের খুটি ব্যাবহার করা হয়েছে।
-

-
- পিডিবি'র সাথে তাল মেলাতে গিয়ে পল্লী বিদ্যুতও কম যায়নি। ছবিটি ফুলবাড়ীয়া উপজেলার দশমাইল বাজারের ২০০গজ পশ্চিম থেকে তোলা।
-






























-
- ছবিটি গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদ নূর হোসেনের। ইন্টারনেট থেকে সংগৃহীত।
-

-
- ছবিটি গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদ নূর হোসেনের। ইন্টারনেট থেকে সংগৃহীত।
-

-
- ছবিটি গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদ নূর হোসেনের। ইন্টারনেট থেকে সংগৃহীত।
-





-
- বিএনপির সফল মহাসমাবেশ। সূত্রঃ প্রথম আলো।
-















-
- মিরপুরে খেলা দেখতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা সহ প্রায় অনেকে নেতাই গেছেন। খেলা দেখছেন। দুই নেত্রী কী একসঙ্গে বসে দেশকে উৎসাহ দিতে পারতেন না? জানি তাঁরা করবেন না। অনেক চেষ্টাই তো হলো একসঙ্গে তাদের বসানোর। হলো কই? তারা যখন চাইবেন সেটা তখনই সম্ভব। কিন্তু তারা যে চাইছেন না! তারা কী যে চান সেটা কী আমরা জানি? আমাদের জানা উচিত মনে হয়।
-













-
- Bangladesh Sweden Polytechnic Institute এর সুইডিশ ছাত্রাবাসের ৩৩নং রুমের সামনে
-







-
- ২) রঙিন ডিজিটাল পাসপোর্ট এর শেষ পৃষ্ঠায় মলীন সাদা কালো সংসদ ভাবন ও জাতীয় লোগো শাপলা ।
-






-
- বিএসএফ'এর হাতে অরক্ষিত বেনাপোলের জনগণ।
-




-
- কপাল গুনে ওদের নাম হয়েছে পথশিশু। হয়ত অনেক কিছু থেকে ওরা বঞ্চিত। তবে শত দু]খের মাঝেও আনন্দের কমতি নেই ওদের।
-






-
- বাস পোড়ালেই কি জীবন পুন্রুদ্ধার হবে!
-

-
- মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ
-




-
- বাংলাদেশী গ্রামের একটি দল ১৮৬০ সালের ছবি
-

-
- ১৮৭৫ সালের পুরানা পল্টন, ঢাকা
-

-
- ১৮৬০ সালের গ্রামের মানুষের জীবনযাত্রা, কেরানীগঞ্জ, ঢাকা
-

-
- ১৮৮০ সালের বুড়িগঙ্গা নদীর তীরে, ঢাকা
-

-
- ১৯০৪ সালের চকবাজার মোড়, ঢাকা
-

-
- ১৯০৪ সালের চকবাজার মোড়, ঢাকা
-

-
- ১৯০৪ সালের চকবাজার মোড়, ঢাকা
-

-
- ১৯০৪ সালের চকবাজার মোড়, ঢাকা
-







-
- ৭ বছরের সুমন,ও ৯ বছরের আব্দুল আহাদের শরীরে নির্যাতনের ক্ষত
-








-
- বাংলাদেশের ফোটোগ্রাফির জগতে মাইল ফলক 'দৃক্' ও দক্ষিণ এশিয়া ফোটোগ্রাফি ইনস্টিটিউট 'পাঠশালা'-র স্থপতি ড. শহিদুল আলম, যিনি এবছর বাংলা ভাষার বিচারকও
-



















-
- Taste Papaya daily but it should be hormone free.
-












-
- কালো বেড়াল থলের ভেতর, দাদা কেন এখন কাতর?
-






-
- আমার বাবা মরহুম কাজী শাহাবুদ্দিইন মোঃ তোহা-র বাড়ি
-




-
- ব্লগারদের প্রতিবাদের ভাষা
-



-
- ব্লগারদের প্রতিবাদের ভাষা
-





















-
- ওপরের ছবিতে রশিতে ঝুলিয়ে যাকে পেটানো হচ্ছে তিনি খুলনা আজম খান কমার্স কলেজের ছাত্রদল নেতা মাহমুদুল হক টিটো। বামে দু'জন কনস্টেবল টিটোকে বাঁধা রশি টেনে ধরে আছেন। টিটোর ডানে দাঁড়ানো খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। থেমে থেমে টিটোকে পিটিয়ে তথ্য আদায়ের চেষ্টা করছেন তিনি। তার পেছনে চোখ বাঁধা অবস্থায় দাঁড়ানো বিএনপির আরেক কর্মী। রোববার বিএনপির হরতাল চলাকালে পিকেটিংয়ে অংশ নেওয়ার অপরাধে টিটোকে আটক করে খুলনা সদর থানার ভেতরে এনে তার ওপর এভাবেই নির্যাতন চালান ওসি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
-


-
- বোরহানুদ্দিন পীরের আস্তানা
-

-
- বোরহানুদ্দিন পীরের দখল করা ডিএনডি লেকের একাংশ
-

-
- মাননীয় প্রধান মন্ত্রীর দারিদ্রমুক্ত বাংলাদেশ
-


-
- মাননীয় প্রধান মন্ত্রীর দারিদ্রমুক্ত বাংলাদেশ
-











-
- কোন এক শেষ বেলায় ক্যামেরায় ধরণী
-



-
- আজ রবি বার ২৯ এপ্রিল-১২ ইলিয়াস আলীকে গুম থেকে উদ্ধারের দাবীতে বিএনপি কতৃক ডাকা ২য় দফার ১ম দিনের হরতালে সারাদেশের মত রাজধানীতেও শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত হচ্ছে। রাস্তায় সিমিত সংখ্যক যানবাহন যাতায়াত করছে। রাজধানীর শান্তিনগর মোড় থেকে তোলা ছবি।
-






-
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী ভিসিলীগকে নিয়ে ভিসিপন্থী শিক্ষকদের মানব বন্ধন। যারা সাংস্কৃতিক
জোটের কর্মীদের উপর হামলা চালিয়েছিল
-




-
- দুই পরিবারকে শান্তনা দেবার ভাষা আমাদের কাছে নেই
-




-
- জুরি অ্যাওয়ার্ড: সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সম্পর্কে বিভিন্ন অনুসন্ধানী নিবন্ধ রয়েছে আবু সুফিয়ানের ব্লগে৷ সাম্প্রতিক সময়ে তাঁর ব্লগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির খুনির দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি সম্বলিত বিভিন্ন নিবন্ধ প্রকাশ হয়েছে৷ মানুষের 'তথ্য জানার অধিকার'-কে নিশ্চিত করতে কাজ করছেন সুফিয়ান৷ অনুসন্ধানী নিবন্ধ লিখতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি, বার বার৷
-

-
- জুরি অ্যাওয়ার্ড: সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সম্পর্কে বিভিন্ন অনুসন্ধানী নিবন্ধ রয়েছে আবু সুফিয়ানের ব্লগে৷ সাম্প্রতিক সময়ে তাঁর ব্লগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির খুনির দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি সম্বলিত বিভিন্ন নিবন্ধ প্রকাশ হয়েছে৷ মানুষের 'তথ্য জানার অধিকার'-কে নিশ্চিত করতে কাজ করছেন সুফিয়ান৷ অনুসন্ধানী নিবন্ধ লিখতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি, বার বার৷
-













-
- গ্রামে পরিচিত বুতাম ফুলের মাঝে আটকে যাওয়ায় চিৎকার করছে।
-



-
- স্বামীর লাশের কফিনের উপর পড়ে কাদছে স্ত্রী
-

-
- লাশ বাড়ীতে পৌছার পর স্বজনদের আহাজারী
-


















-
- অন্ধকার রাত, চারদিক থেকে মানুষজন টর্চ লাইট জালিয়ে গান শুনতে আসছে।
-

-
- অন্ধকার রাত। আসরের পাশেই অস্থায়ী চুলা জালিয়ে চা বিক্র করছে কেউ কেউ।
-

-
- বাউল গানের আসর যিনি আয়োজন করেছেন তিনি আবার মাইজ ভান্ডারির ভক্ত। তাই একজনকে লাল কাপড়ে মোড়ানো পাতিলসহ বসিয়ে রেখেছেন। যেখানে অনেকেই টাকা দিয়ে যাচ্ছেন।
-

-
- গান গাইছেন পালা গানের বিখ্যাত শিল্পী ছালাম সরকার।
-

-
- মঞ্চের সামনে সদ্যকাটা ধানের ক্ষেতে বসে থাকা দর্শকদের একাংশ।
-

-
- পালা গান গাইছেন সুনাধন্য বাউল শিল্পী সুনীল কর্মকার।
-

-
- পালা গানের বাইরেও গান গেয়েছেন অনেক শিল্পী। তাদের একজন
-



















-
- অন্ধকার রাত আলোর ব্যবস্থাও অপ্রতুল। মাটিতে বসে গান শুনছে মাটির মানুষেরা। এরাই বাঙালি সংস্কৃতির রক্ষক।
-









-
- মাননীয় প্রধানমন্ত্রীকে অবমাননা করে ব্লগার আসিফ মহিউদ্দীনের মন্তব্য
-





-
- আপুনি ছাড়া জগতে সবই মিথ্যা…..
-











-
- koler mosa seller. He is alwayes happy man
-


-
- MYSTERY: Controversy Over Baby Born With Quran In Lagos
-










































-
- সাংবাদিকের উপর পলিশের একশন
-















-
- Toursinbd.com is an online tourism site, from where you can book hotel
-







-
- আমার ক্যামেরায় কুয়ালালামপুর শহর
-


-
- আমার ক্যামেরায় কুয়ালালামপুর শহর
-








































-
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি'র ওপর নতুন ভ্যাট আরোপ, আবারও ছাত্র বিক্ষোভের আশঙ্কা
২০১০ সালে শিক্ষার্থীদের বেতন-ফি'র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে রাস্তায় নামলে এভাবেই সাধারণ ছাত্রদের ওপর হামলে পড়েছিল র্যাব-পুলিশ বাহিনী।
-

-
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি'র ওপর নতুন ভ্যাট আরোপ, আবারও ছাত্র বিক্ষোভের আশঙ্কা
২০১০ সালে শিক্ষার্থীদের বেতন-ফি'র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে রাস্তায় নামলে এভাবেই সাধারণ ছাত্রদের ওপর হামলে পড়েছিল র্যাব-পুলিশ বাহিনী।
-

-
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি'র ওপর নতুন ভ্যাট আরোপ, আবারও ছাত্র বিক্ষোভের আশঙ্কা
২০১০ সালে শিক্ষার্থীদের বেতন-ফি'র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে রাস্তায় নামলে এভাবেই সাধারণ ছাত্রদের ওপর হামলে পড়েছিল র্যাব-পুলিশ বাহিনী।
-

-
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি'র ওপর নতুন ভ্যাট আরোপ, আবারও ছাত্র বিক্ষোভের আশঙ্কা
২০১০ সালে শিক্ষার্থীদের বেতন-ফি'র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে রাস্তায় নামলে এভাবেই সাধারণ ছাত্রদের ওপর হামলে পড়েছিল র্যাব-পুলিশ বাহিনী।
-





-
- Chittagong to Cox's bazar
-











-
- 'ব্লগারস ফোরাম' এর নিয়মিত প্রকাশনা ব্লগারগনের নির্বাচিত লিখা নিয়ে সাহিত্যপত্র "শব্দতরী" জুন'১২ সংখ্যা।
-









-
- সাংবাদিকদের ওপর মারমুখি ভূমিকায় এটিএন বাংলার কর্মীরা। ছবি : বাংলানিউজ
-

-
- হামলায় অংশ নেন মাহমুদুর রহমান, কেরামত উল্লাহ বিপ্লব, জ ই মামুন ও শওকত মিল্টন/
ছবি: একেএম মহসীন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
-

-
- হামলায় অংশ নেন মাহমুদুর রহমান, কেরামত উল্লাহ বিপ্লব, জ ই মামুন ও শওকত মিল্টন/
ছবি: একেএম মহসীন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
-


































-
- প্রচন্ড বৃষ্টিতে ঈদগাঁওয়ের বিভিন্ন স্কুল, রাস্তা ও ঘনবসতি পূর্ণ এলাকার হেলা দশা।
-


-
- আমার তোলা বিস্ময়কর ছবি
আমার দোকানে পিপড়াদের চিনি দারা আল্লাহর নাম লিখা
-












-
- কতই না সুন্দর হাসি।প্রাণের উচ্ছাস থেকে বেরিয়ে আসা এ অদম্য হাসির মূল্য কেউ কি দিতে পারবে?শুধুমাত্র আমাদের পদ্ম (ওয়াটার লিলি)জাতীয় ফুলই না,ওটা আমাদের পরিচয়ের প্রতিক,যার পরিচয়ে আমরা সারা বিশ্বে মাথা উচু করে দাড়িয়ে হাত নাড়িয়ে থাকি আর মুখদিয়ে কথা বলি।আমরা বাংলাদেশী,আমার দেশ বাংলাদেশ,আমার অহংকার বাংলাদেশ।
আসুন আমরা ওই অবুঝ-বালকের মতো না-করে,স্যালুট দিয়ে আমাদের দেশের জাতীয় প্রতিকটাকে সম্মান করতে শিখি।
-












-
- কতই না সুন্দর হাসি।প্রাণের উচ্ছাস থেকে বেরিয়ে আসা এ অদম্য হাসির মূল্য কেউ কি দিতে পারবে?শুধুমাত্র আমাদের পদ্ম (ওয়াটার লিলি)জাতীয় ফুলই না,ওটা আমাদের পরিচয়ের প্রতিক,যার পরিচয়ে আমরা সারা বিশ্বে মাথা উচু করে দাড়িয়ে হাত নাড়িয়ে থাকি আর মুখদিয়ে কথা বলি।আমরা বাংলাদেশী,আমার দেশ বাংলাদেশ,আমার অহংকার বাংলাদেশ। আসুন আমরা ওই অবুঝ-বালকের মতো না-করে,স্যালুট দিয়ে আমাদের দেশের জাতীয় প্রতিকটাকে সম্মান করতে শিখি।
-







-
-
কতই না সুন্দর হাসি।প্রাণের উচ্ছাস থেকে বেরিয়ে আসা এ অদম্য হাসির মূল্য কেউ কি দিতে পারবে?শুধুমাত্র আমাদের পদ্ম (ওয়াটার লিলি)জাতীয় ফুলই না,ওটা আমাদের পরিচয়ের প্রতিক,যার পরিচয়ে আমরা সারা বিশ্বে মাথা উচু করে দাড়িয়ে হাত নাড়িয়ে থাকি আর মুখদিয়ে কথা বলি।আমরা বাংলাদেশী,আমার দেশ বাংলাদেশ,আমার অহংকার বাংলাদেশ। আসুন আমরা ওই অবুঝ-বালকের মতো না-করে,স্যালুট দিয়ে আমাদের দেশের জাতীয় প্রতিকটাকে সম্মান করতে শিখি।
কতই না সুন্দর হাসি।প্রাণের উচ্ছাস থেকে বেরিয়ে আসা এ অদম্য হাসির মূল্য কেউ কি দিতে পারবে?শুধুমাত্র আমাদের পদ্ম (ওয়াটার লিলি)জাতীয় ফুলই না,ওটা আমাদের পরিচয়ের প্রতিক,যার পরিচয়ে আমরা সারা বিশ্বে মাথা উচু করে দাড়িয়ে হাত নাড়িয়ে থাকি আর মুখদিয়ে কথা বলি।আমরা বাংলাদেশী,আমার দেশ বাংলাদেশ,আমার অহংকার বাংলাদেশ। আসুন আমরা ওই অবুঝ-বালকের মতো না-করে,স্যালুট দিয়ে আমাদের দেশের জাতীয় প্রতিকটাকে সম্মান করতে শিখি।
-


















-
- হাইড্রফনিক্স সিস্টেমে সব্জি চাষ
-










































-
- ইরানের তৈরি ক্ষুদ্র সাবমেরিন
-















-
- প্রায় দেড়'শ বছর আগে ইংরেজী ১৮৬১ সালে বর্তমান বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে এ মসজিদটি নির্মিত হয়।
-


-
- অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) ও ছাত্রলীগ কর্তৃক ৭ সাংস্কৃতিক কর্মীকে হামলার বিচার দাবিতে জাবি সাংস্কৃতিক জোটের বিক্ষোভ মিছিল।
-

-
- কর্মবিরতি সহ অবরোধে সম্মিলিত শিক্ষক পরিষদের কয়েকজন।
-

-
- জাবির সম্মিলিত শিক্ষক পরিষদের অবস্থান ধমঘট
-



-
- (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)
-


-
- acraylic on paper, artist- master suman biswas
-















-
- amar mukhe bolar moto kicu nei.
-



























-
- নগরকান্দায় পিস্তল সহ ৩ যুবক গ্রেফতার
-














-
- The easiest solution of "traffic jam" of dhaka city
-

















































-
- শাহাবাগে আন্দোলন্রত শিক্ষার্থীবৃন্দ
ছবিঃ বি ডি নিউজ টুয়েন্টিফোর ডটকম
-

-
- শাহাবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ
ছবিঃ বি ডি নিউজ টুয়েন্টিফোর ডট কম
-













-
- বনানী ষ্টাফ রোড লেভেল ক্রসিং এ একজন মৌসুমী ভিক্ষুক
-





-
- Traffic plan for jam free road of Bijoy soroni, Farmgate, Khamarbari & IDB bhabon area
-


-
- আমার সোনার বাংলায় স্বর্গীয় ছায়া
-







-
- েকাচ বাবার সাথে serena-williams
-



-
- বিয়ে ব্যাবসায়ি দিলারা সুমি
-
































































-
- গ্যাসের শিখায় কঠিন লোহা পুড়িয়ে দিচ্ছে শিল্পের যোগান,
নিজের কোমল মন পুড়িয়ে চলছে কষ্টের জীবনযাপন।
—- শাহীন সানি
-

-
- গ্যাসের শিখায় কঠিন লোহা পুড়িয়ে দিচ্ছে শিল্পের যোগান,
নিজের কোমল মন পুড়িয়ে চলছে কষ্টের জীবনযাপন।
—- শাহীন সানি
-


-
- গ্যাসের শিখায় কঠিন লোহা পুড়িয়ে দিচ্ছে শিল্পের যোগান,
কোমল শরীর ও মন পুড়িয়ে চলছে কষ্টের জীবনযাপন।
—– শাহীন সানি
-

-
- গ্যাসের শিখায় কঠিন লোহা পুড়িয়ে দিচ্ছে শিল্পের যোগান,
কোমল শরীর ও মন পুড়িয়ে চলছে কষ্টের জীবনযাপন।
—– শাহীন সানি
-

-
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ'র সমাধী
-







-
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ'র সমাধী
-




-
- কি দেখছেন? পাট চাষে এইবার কৃষকের নাকি এই কাঠিই টিকেছে।
-










-
- * হাযেরা @ জান্নাত। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের বাসায় কাজে দেয়ার পূর্বে পাশের বাড়ির লোকদের মোবাইল এ তোলা ছবি।
-




-
- * দালাল রাহিমা বেগম এর স্বামী
-

-
- * এক সাথে কাজে যাওয়া, কথিত হারানোর পর উদ্ধার হওয়া, সম বয়সী, বর্তমানে গৃহিণী মাইনুর @ খুকু।
-


-
- This is my sister Popy. Burn by her husband. Her husband name Ziaur Rahman Morshed, He is counselor of Sonagazi Pourashova, Feni. My sister now under treatment of Dhaka Medical College ( Burn Unit). She is pregnant of 08 month. We are seeking legal support from government and NGO. Pls everybody help to stop survive and safe mother. For details pls call 01949281964
-

-
- Popy burn by her husband. Her husband counselor of Sonagazi Pourashova, Feni. Name Ziaur Rahman Morshed
-






-
- সরকার থেকে পালানোর চেষ্টা করছি: মুহিত………………………………………………
প্রিয় ভাই-বোনেরা, বলুন তো এটা কী তাঁর মনের কথা?
-







-
- গত ১০/০৯/১২ তারিখে বিএসআরআই ক্যম্পাসের এক সভা
-


-
- Who will punish the killer
-














































-
- ট্র্যাক্টর চালক শিশু লিটন জমি চাষ দিচ্ছে
-







-
- বাংলাদেশের পতাকার পাসে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
-








-
- এরাই কি সাগর রুনি হত্যাকারী ? সাগরের মা একে আরেক জজ মিয়া নাটক বলেছেন ।আপনি কি বলেন ?
-










-
- ছবিটি দুপচাঁচিয়া, বগুড়া এর ব্যস্ত ফুটপাত থেকে তোলা। শত মানুষের ভিড়ে কাঁদে বংলাদেশের ভবিষ্যত।
-


-
- ফুটপাতে বাংলাদেশের ভবিষ্যত
-

-
- ফুটপাতে বাংলাদেশের ভবিষ্যত
-












-
- এভাবে পীরের দরগা তৈরীর মাধ্যমে আসরের শুরু।
-



-
- যার জন্য মানত করা হয় তার মাথায় এভাবে কুলা বসিয়ে গানে গানে ঘরে পৌছে দেওয়াকে ভরা তোলা।
-

-
- ঘরে বা ঘরের কাছে বাড়ির আঙ্গিনায় আরেকবার মঙ্গল কামনা করে গান পরিবেশনরন মাধ্যমে সমাপ্তি।
-








-
- ঈশ্বরদীর নিগৃহিত শিক্ষক সমাজ অদ্যাবধি বিচার পায়নি, আপনি যদি এ ধরণের বিকৃত মানষিকতার অফিসারদের শাস্তি চান তাহলে আপনার যতটুকু করণীয় আছে করুন। প্রয়োজনে ঐ অফিসারকে বান্দরবন পাঠাতে সাহায্য করুন।
-

-
- ভ্রমণতীর্থ স্বরুপকাঠিতে তেজপাতাবনে কাবাব জলসা
-

-
- ভ্রমণতীর্থ স্বরুপকাঠির সন্ধ্যা নদীতে ঈদ ও লক্ষ্মীপুজার পূর্ন চাঁদ
-

-
- ভ্রমণতীর্থ স্বরুপকাঠির সন্ধ্যা নদীতে ঈদ ও লক্ষ্মীপুজার পূর্ন চাঁদ
-

-
- ভ্রমণতীর্থ স্বরুপকাঠির সন্ধ্যা নদীতে ঈদ ও লক্ষ্মীপুজার পূর্ন চাঁদ
-



















-
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘড় হতে দুই পা ফেলিয়া
-






-
- শোক প্রস্তাব গ্রহনের পর ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের শুরু।
-

-
- কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অধ্যাপক সেলিম
-

-
- কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি প্রবীর সরদার।
-

-
- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করছেন অধ্যাপক যতীন সরকার।
-

-
- জাতীয় সঙ্গীত পরিবেশন করছে উদীচী, ময়মনসিংহ পরিচালিত সঙ্গীত বিদ্যায়তনের ছাত্র/ছাত্রিরা।
-


-
- সংবর্ধিত গুণীজন ওস্তাদ এ কে এম শাহাবুদ্দিন খাঁ'কে ক্রেস্ট তুলে দিচ্ছেন উদীচী কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি প্রবীর সরদার।
-

-
- ঢোল বাজানোর মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
-

-
- সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২জন গুণীজন সংবর্ধনা প্রধান করা হয়। বক্তব্য রাখছেন ওস্তাদ এ কে এম শাহাবুদ্দিন খাঁ।
-


-
- নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করাচ্ছেন অধ্যাপক যতীন সরকার।
-


-
- উদীচী, ময়মনসিংহ জেলা সংসদ পরিচালিত আলোকময় নাহা সঙ্গীত বিদ্যায়াতনের ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন নিপা দে।
-

-
- বক্তব্য রাখছেন সম্মেলনের প্রধান বাংলাদেশ টেলিভিশনের মহা পরিচালক ম.হামিদ।
-

-
- শুভেচ্ছা বক্তব্য রাখছেন উদীচী, ময়মনসিংহ জেলা সংসদের সাধারণ সম্পাদক সারওয়ার কামাল রবীন।
-















































































































































-
- The symbolize of L.o.v.e, The Islands of Guernsey.
-

-
- Nil-Dariar-Prem. By Abdul Haye Amin.
-

-
- Abdul Haye Amin-(Sylheti Guru Rakal).
-




-
- নভেম্বর রংপুরে পুলিশের উপরে অতর্কিতে বোমা হামলা
-


















































-
- বিজয়ের মাসে কোন চোখে দেখব ?
-

-
- বিজয়ের মাসে কোন চোখে দেখব ?
-








-
- ১২-১২-১২'র সূর্য অস্ত…।
ছবিটি কক্সবাজার থেকে উঠানো।
-


-
- বিজয় দিবসে পতাকা হাতে উচ্ছ্বসিত খোকা।
-





-
- হাজীগজ্ঞ মডেল কলেজের শিক্ষক আবু ছায়েদ মজুমদার মামুন এর মাধ্যমে এক ছাএীর যৌন হয়রানির ছবি……………..
-













-
-
অন্যায়ের প্রতিবাদই গনতন্ত্রের প্রাণশক্তি
-



















-
- বাচানোর সব চেষ্টা করা হয়েছিল-ইনটারনেট ছবি
-

-
- এমন কান্না আর যেন কোন মানুষকে কাদতে না হয়-ইনটারনেট ছবি
-





























































-
- পুরান ঢাকার হাইকোর্ট এলাকায় মানবপ্রাচীর
-


-
- ইংলিশ রোড এলাকায় ১৮ দলীয় জোটের মানবপ্রাচীর
-


-
- পুরান ঢাকার হাইকোর্ট এলাকায় ১৮ দলীয় জোটের মানবপ্রাচীর
-

-
- পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় মানবপ্রাচীর
-




-
- প্রবাদ এ আছে ফল খেলে বল হয়। এখন কি সেই কথা চলে। যেই হারে ফলে ফরমালিন মিশাচ্ছে এখন বলা চলে ফল খেলে রোগ হয়।
-









-
- গৌহাটির জনপ্রিয় "মাখন ভোগ" মিষ্টির দোকানের ঘিয়ে ভাজা কচুরি ও মিষ্টি। সম্পূর্ণ দেশী ঘিয়ে ভাজা ও বানানো এই সব মিস্টি একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে।
-

-
- জি বাংলার সা রে গা মা পা – এর এক আসরে বিচারক রুনা লায়লা
-














-
- মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হনাদারদের সঙ্গে পাচাটা হায়েনা কসাই কাদের মল্লা
-


-
- বিবর্ণ আকাশ
১.
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কথাটা কি আসলেই সত্যি? নাকি শুধুই কথার কথা? হয়তো সত্যি, হয়তো না। ত্রপার খুব মন খারাপ। রাত অনেক গভীর হয়ে গেছে, তবু ঘুম আসছে না। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। শুধু বিশ্বাস থাকলেই যেকোনো কিছু মেলে না। পরম কাঙ্ক্ষিত কিছু পেতে ভাগ্যের জোরটাও অনেক লাগে। নিজেকে তার খুব দুরভাগ্যবতী মনে হচ্ছে।
চেহারাটাও ঠিক ভাবে দেখা হয়নি তার। তখন বিশ্ববিদ্যালয়ে প্রচুর গ্যাঞ্জাম চলছিল। ছাত্ররাজনীতি একটা সময় জাতির শক্তির উৎস থাকলেও, এখন তা হয়ে গেছে রাজনৈতিকদলগুলোর শক্তির উৎস। একটা সময় এই ছাত্রদের সাহসে সাহসী হয়ে বাঙ্গালী ভাষার জন্য জীবন বাজি রেখেছে, গন অভ্যুত্থান ঘটিয়েছে, স্বাধীনতা যুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে ঝাপিয়ে পড়েছে; কিন্তু আজ কোথায় সেই নৈতিকতা? ছাত্ররা এখন আর অন্যের দুঃখে দুঃখী হয় না। রাজনীতিতে যেভাবেই প্রবেশ ঘটুক, একটা পর্যায়ে ক্ষমতা সবার নেশায় পরিনত হয় আর যেকোনো ভাবে অর্থ হাতানো অভ্যাসে পরিনত হয়। সামনে নির্বাচন। আর তাই রাজনৈতিকদলগুলো এখন মরিয়া। আর তাদের সমর্থনে মাঠে ময়দানে হাতিয়ার হয়ে উঠেছে বেপরোয়া ছাত্ররা। এদের এখন বাছ-বিচার ক্ষমতা লোপ পেয়েছে। বুঝতেই পারে না, দলগুলো তাদেরকে শুধুমাত্র ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সেদিন কি করে যেন আচমকা দুই গ্রুপের ছাত্রদের মাঝে শুরু হয়ে গেল ধাওয়া, পাল্টা ধাওয়া। আর বিপক্ষের কাউকে যেখানেই পাওয়া যাচ্ছে, পিটিয়ে আধমরা করে দিচ্ছে দুই গ্রুপেরই সবাই। এসবের মাঝে সাধারন ছাত্রছাত্রীরাও মাঝে মাঝে হয়ে যাচ্ছিল বলির পাঁঠা। ত্রপা সবে ক্লাস শেষ করে বাইরে এসেছে বাসায় চলে যাবে বলে। সাথে বন্ধুরাও ছিল। ঠিক এমন মুহূর্তে শুরু হয়ে গেল মারামারিটা। চোখের পলকে ত্রপার বন্ধুবান্ধবরা নিজেকে বাঁচাতে যে যেখানে পারল গা ঢাকা দিল। ত্রপাও হয়তো একই কাজ করত; কিন্তু সে সুযোগ সে পেল না। কোত্থেকে একটা ঢিল এসে তার কপালে লাগল খুব জোরে। মাথা ফাটল, কি ফাটল না, দেখার সময়ও পেল না। সাথে সাথেই প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞানহীন অবস্থায় কতক্ষণ কাটিয়েছে জানে না। যখন জ্ঞান ফিরতে শুরু করল, অনুভব করল, একটা রিক্সায় সে। তার সাথে আরও একজন আরোহী আছে। আরোহীটা বার বার তাড়া দিচ্ছে রিকশাওয়ালাকে দ্রুত কোথাও যেতে। অর্ধ চেতন অবস্থাতেই ত্রপা পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিল। কিন্তু কিছুপরেই আবার জ্ঞান হারাল।
আবার যখন জ্ঞান ফিরল, নিজেকে আবিষ্কার করল একটা ক্লিনিকে। পাশে মা আর বাবা দাঁড়িয়ে। মাথায় তার ব্যান্ডেজ। সে উঠতে যাচ্ছিল, কিন্তু মাথা চক্কর দিয়ে উঠল সাথে সাথেই। ডাক্তার এবং বাবা-মা তাকে উঠতে মানা করে দিল।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় ত্রপা জেনেছে, একটা যুবক তাকে নিয়ে এসেছিল চিকিৎসার জন্য। যখন সংজ্ঞাহীন অবস্থায় ডাক্তারের জরুরি তত্ত্বাবধানে, ঠিক সেই সময় যুবক ত্রপার ব্যাগ হতে তার ফোন বের করে সেখান থেকেই ফোন করে বাসায় খবর জানায়। এরপর ডাক্তারের কাছে ত্রপার সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেছে সে। আর কখনও ফেরেনি।
প্রথম প্রথম ত্রপা সেই যুবক কে, সেটা নিয়ে মাথা ঘামাত খুব। বন্ধুদের কাছে বারবার জিজ্ঞেসও করেছে, তাকে কে উদ্ধার করেছিল। কিন্তু কারোর কাছেই কোন সন্তোষজনক জবাব পায়নি। পরিচয় জানার আকাঙ্ক্ষা কবে যে ভালবাসায় রুপান্তরিত হয়েছে, জানেই না ত্রপা। এখন সে শুধু যুবককে জানতেই চায় না, সাথে তাকে পেতেও চায় সারাজীবনের জন্য। কিন্তু কোথায় সে? কি তার ঠিকানা? দেখতে কেমন সে?
২.
ক্যাম্পাসে একটা নতুন রোমিও জুটেছে ত্রপার। অন্যসব রোমিওর চেয়ে এই ছেলেটা একটু খতরনাক টাইপের। নাম রিফাত। ছাত্ররাজনীতির একজন সক্রিয় ছোটখাটো নেতা। ত্রপা ক্যাম্পাসে ঢোকার পর থেকে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত ত্রপার পিছু লেগেই থাকে। তার রাজনৈতিক ছোট ভাইরা ত্রপাকে ইতোমধ্যে ভাবি বলে ডাকা শুরু করে দিয়েছে। রিফাত জুটে যাওয়াতে ত্রপার অবশ্য একটা উপকারই হয়েছে। ভয়ে অন্যসব রোমিও তার পিছু ছেড়ে দিয়েছে। জীবনের মায়া কার না আছে! রিফাত সম্পর্কে সবারই একটু আধটু জানা আছে। এমনিতে সে গায়ে পড়ে কারোর সাথে লাগতে যায় না, কিন্তু তার পায়ে পা লাগিয়ে কেউ বাধিয়ে দিলে বা তার কেউ কোন ক্ষতি করতে চাইলে ইহধামই ত্যাগ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা জেগে ওঠে দুঃসাহসীর।
কিন্তু রিফাত নিজেই একটা আতঙ্ক, যন্ত্রনা ত্রপার জন্য। প্রথম প্রথম সে নিজেও রিফাতকে ভয় পেত; কিন্তু ছেবলামির কারণে সে ভয় কোথায় হারিয়েছে ত্রপা নিজেই জানে না। এখন রিফাত সামনে আসলেই বিরক্ত লাগে। সে এখন ত্রপার জীবনে মূর্তিমান যন্ত্রনা!
আজ ত্রপা ক্লাস শেষ করে যেই বের হয়েছে, সাথে সাথে রিফাত সামনে হাজির। হাসি মুখে জানতে চাইল," কেমন আছ?"
"জি ভাল। আর কিছু?" বিরক্ত নিয়ে উত্তর করল ত্রপা।
"না। তুমি ভাল আছ, এটুকুতেই আমি সন্তুষ্ট।" দাঁতাল হাসি দিল রিফাত। ত্রপা সাথে সাথে পাশ কাটিয়ে চলে গেল রিফাতের। এদিকে ত্রপার সাথে বাকি বন্ধু-বান্ধবি যারা ছিল, তাদের তো একাকার অবস্থা। এদের মাঝে পণ্ডিতের অবস্থা সবচেয়ে খারাপ। প্যান্ট ভিজিয়ে ফেলার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। রিফাত আর কিছুক্ষণ থাকলে হয়তো, সেটা ঘটেই যাবে। কিন্তু সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকল না। ত্রপা চলে যেতেই সেও হাঁটতে শুরু করল। কিন্তু চলে যাওয়ার আগ মুহূর্তে ঠিকই পণ্ডিতকে হাতের ইশারায় একটু খানি জ্বালিয়ে গেল।
নাম তার আব্দুর রহিম। কিন্তু বন্ধুরা ডাকে পণ্ডিত বলে। একে সে বাঁচাল শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ের মানুষ, তার ওপর যেকোন কিছুতেই জ্ঞান দেয়ার একটা প্রবনতা সবসময় থাকে। একারণেই এমন নাম দিয়েছে বন্ধুরা। কিন্তু তার মুখ বন্ধ হয়ে যায় রিফাত সামনে পড়লেই। যমরাজ যদি সামনে আসে তাহলেও হয়তো এতটা ভয় পাবে না পণ্ডিত, যতখানি রিফাতের ক্ষেত্রে ঘটে।
৩.
কেউ হাঁটু দিয়ে নিচ থেকে, কেউ কনুই দিয়ে আবার কেউ লাথি-ঘুসি কষিয়ে শায়েস্তা করছে ছেলেটাকে। মার খাওয়া ছেলেটার নাম কায়সার। তার অপরাধ, সে ত্রপার ওড়না ধরে টান দিয়েছে আজ।
ক্লাসে দেরি হয়ে গেছে বিধায় দ্রুত রিক্সা ভাড়া মিটিয়ে ত্রপা ক্লাসের দিকেই এগিয়ে যাচ্ছে। পথিমধ্যে হঠাৎ ওড়নায় টান অনুভব করে পেছন থেকে। ফিরে দেখে কায়সার ওড়না টেনে ধরে হাসছে। এটাও ত্রপার একজন রোমিও। আর সব রোমিও রিফাতের ভয়ে নিজেকে গুটিয়ে নিলেও, কায়সার নেয়নি। নেবে কেন? সে কি রিফাতের চেয়ে কম কিছু? রিফাতের বিরোধী গ্রুপের একজন কর্মী সে। বয়সে রিফাতের চেয়ে ছোটই হবে। কিন্তু এখনই ধরাকে সরা জ্ঞান করতে চায়। এমতাবস্থায় চিৎকার দেয়া ছাড়া আর কিছুই করার মত খুঁজে পেল না ত্রপা। ফলাফলে কেউ এগিয়ে না এলেও কায়সার ওড়না ছেড়ে দিল। ত্রপা সাথে সাথে ক্লাসে চলে গেল। আর এখবর চেলাদের কানে কানে রিফাতের কানে গিয়ে পৌঁছল। আর যায় কোথায়! মহারাজা সৈন্য-সামন্তদের যেখানে থেকেই পারা যায় কায়সারকে জীবিত অথবা মৃত তার সামনে হাজির করতে নির্দেশ দিয়ে বসল। ছাত্র রাজনীতিতে ছোটভাইরা সবসময় বড় ভাইদের নির্দেশের জন্য মুখিয়ে থাকে। নির্দেশ দেয়ার কিছু সময়ের মাঝেই দেখা গেল চার-পাঁচজনে মিলে কায়সারকে ধরে আনছে, সাথে উত্তম-মধ্যমও চলছে।
মার চলার এক ফাঁকে কায়সার হঠৎ রিফাতের পা জড়িয়ে ধরল ক্ষমা পাওয়ার আশায়। ইতোমধ্যে সে তার অপরাধ জেনে গিয়েছে। রিফাত অন্য জিনিস। সে সহজে কাউকে ধরে না, আর ধরতে পারলে সহজে ছাড়ে না। অতএব ক্ষমা আর পাওয়া হল না কায়সারের। মারের একটা পর্যায়ে কায়সার সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তখন আবার রিফাতসহ বাকি সবাই তাকে তুলে নিয়ে দ্রুত হাসপাতালের পথ ধরল।
হাসপাতালে ডাক্তার কায়সারকে দেখেই আঁতকে উঠলেন। আশ্চর্য হয়েই বলে উঠলেন," ইস! কেমন করে হল?"
"আমরা মেরেছি।" নিরুত্তাপ গলায় জানাল রিফাত।
"কেন?" ডাক্তার সাহেব আরও বিস্মিত হয়ে গেছেন।
"মেয়েদের ওড়না ধরে টান মারে। মারব না তো কি আদর করব?" এবার একটু ঝাঁঝ নিয়েই জানাল রিফাত। সাথের বাকি সবাই চুপচাপ কথা শুনছে তার। শেষ জবাবে ডাক্তারের চেহারাও একটু কঠিন হয়ে উঠল। সে একটু গম্ভীর হয়ে বলল,"তাহলে মেরে আবার চিকিৎসা করাতে এনেছেন কেন? আর তাছাড়া দেশে ইভ টিজিঙের আইন আছে, পুলিশে দিলেও তো পারতেন।"
"আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দেশের প্রতিটা জনগনের অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার অধিকার আছে। ও অপরাধ করেছে, একারনে মার খেয়েছে। তাই বলে বিনা চিকিৎসায় রাস্তায় ফেলে দেব? আর বললেন না, পুলিশে দিতে? ওখানে দিলে তো ওর জীবনেরই বারটা বেজে যাবে। হয়তো বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারই করে দেবে। সামান্য একটা ওড়না টানের জন্য এত বড় সাজা কি হওয়া উচিত তার? তাই আমরাই সাজা দিয়ে দিলাম। জীবন থাকতে আর এমন কাজ করবে না শিক্ষা হয়ে থাকলে আবার জীবনটাও নষ্ট হল না ওর। নেন, আর কথা না বলে দ্রুত চিকিৎসা দেন। দেখছেন না, রক্ত পড়ছে?"
ডাক্তার কিছুক্ষণ বিভ্রান্তভাবে তাকিয়ে থাকলেন রিফাতের দিকে। কি বুঝলেন, তিনি নিজেই জানেন। তারপর দ্রুত হাতে চিকিৎসা শুরু করলেন।
৪.
ডাক্তারের হাতে কায়সারকে সোপর্দ করে রিফাত সোজা এসে ত্রপার সাথে দেখা করল। আজ এমনিতেই সকাল থেকে কায়সারের কারণে মনের অবস্থা ভাল ছিল না, তার ওপর এখন রিফাত সামনে, মেজাজটা আরও গেল বিগড়ে। তবু সে চুপ করেই থাকল।
"কায়সার আর কখনও তোমার ওড়না ধরে টান দেবে না।" সেই পুরনো দাঁতাল হাসি রিফাতের মুখে।
"কেন মেরে ফেলেছেন নাকি তাকে?" ত্রপার কণ্ঠে, চেহারায় বিরক্তি ছড়িয়ে পড়ল।
"ছি ছি, কি বল। আমি জীবনে মশা-মাছিই মারি নাই, মানুষ মারতে যাব কেন?"
"তাহলে কি করেছেন তাকে?"
"ধরে এনে ছ্যাচা দিয়ে দিয়েছি। এখন হাসপাতালে। কাটাগুলোতে ডাক্তার চিকিৎসা দিচ্ছে। দু-চারদিন লাগবে ঠিক হতে।" আবার সেই ভুবন ভোলান হাসি রিফাতের মুখে।
"আপনি আমার সামনে থেকে চলে যান। আর কখনও আমার সামনে পড়বেন না।" রাগ সামলাতে না পেরে ত্রপা চিৎকার করে বলে উঠল।
"সত্যি?" রিফাতের হাসি হারিয়ে গেছে। চেহারায় এখন কষ্ট আর অবিশ্বাস। ত্রপার কথা সে বিশ্বাস করতে পাচ্ছে না।
"হ্যা সত্যি। আপনার দুটো পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দেন।"
"আচ্ছা, আর কখনও সামনে আসব না। পেছন থেকে তোমাকে দেখব।"
"তাও দেখবেন না। আপনি আমার ত্রিসীমানায় থাকবেন না। আপনাকে আমার অসহ্য লাগে।"
মাথা নিচু করে রিফাত চলে গেল। কিছুই বলল না আর। ত্রপা তাকে আর কখনও সামনে আসতে মানা করেছে। ব্যাপারটা এখনও বিশ্বাস হচ্ছে না তার। চলার পথে তাই হয়তো একবার পেছন ফিরে তাকাল। ত্রপার চোখে তখনও আগুন ঝরে পড়ছে। রিফাত আবার মাথা ঘুরিয়ে নিল। চলে গেল দৃষ্টিসীমার বাইরে।
৫.
চারিদিকে খবরটা ছড়িয়ে পড়েছে। প্রথমে শোনার পর কেউই সহজে বিশ্বাস করতে পারেনি। এক কোথায় অসম্ভব বিশ্বাস করা। তবু সত্যি। ত্রপাও শুনল। সাথে সাথে স্মৃতির পাতায় ভেসে উঠল তার সামনে থেকে রিফাতের শেষ চলে যাওয়ার দৃশ্যটা। সেদিন বিকেলেই রিফাত পৃথিবী ছেড়েই চলে গেছে!
ত্রপার কাছে অপমানিত হয়ে রিফাত একা একাই হাঁটছিল রাস্তা ধরে। কখন যে বেখেয়ালে গলি টাইপ একটা রাস্তায় ঢুকে গেছে, নিজেই জানে না। হঠাৎ একটা গুলির আওয়াজ হল। সাথে সাথে লুটিয়ে পড়ল রিফাত। মুখ কুঁচকে গেছে। প্রচণ্ড ব্যাথায় কথা বলার চেষ্টা করেও পারল না। ক্ষণিকের জন্য অদৃশ্য কিছুর প্রতি হাত বাড়ানোর চেষ্টা করল হয়তো বাঁচার শেষ আশা নিয়ে। তারপরেই সব শেষ হয়ে গেল। নিথর হয়ে গেল দেহটা। যে একসময় কাউকে মারধর করলে বা তার চোখের সামনে আহত বা অসুস্থ অবস্থায় কেউ পড়ে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হত, সে আজ এক অজানা গলির মাঝে বিনা চিকিৎসায় আততায়ীর গুলিতে মারা পড়ল। গুলিটা সোজা হৃদপিণ্ড ভেদ করে চলে গেছে।
কিছুটা আনমনেই হাঁটছিল পথ সে। হঠাৎ জুনিয়র একটা ছেলেকে বাচ্চাদের মত কাঁদতে দেখে থমকে দাঁড়াল। ত্রপাকে দেখে ছেলেটাই কথা বলে উঠল কাঁদতে কাঁদতে,"খুশি হইছেন না। আর কেউ আপনারে জ্বালাইব না। রিফাত ভাই আর আপনার সামনে দাঁড়াইব না। আপনারে কেউ ডিস্টার্ব করলেও সে কিছু বলবে না।"
ছেলেটার কান্না দেখে ত্রপার চোখেও জল এসে গেছে। সে আজ কাঁদছে এমন একজনের জন্য যাকে কালই সামনে আসতে নিষেধ করেছিল পরম ঘৃণায়। অস্ফুট স্বরে বলে উঠল ত্রপা,"কি বলছ এসব!"
"কতবার যে ভাইরে বলছি, ভাই বইলা দেন, ভাই বইলা দেন। না সে কিছুতেই বলবে না। বিনিময়ে কি পাইল? শুধুই আপনের ঘৃণা।" ছেলেটা আপন মনেই কথা বলছে কান্না ভেজা গলায়।
"কি বলবে সে আমাকে?" ত্রপার ভেতর কেমন যেন কেঁপে উঠল।
"কি বলব মানে? সবাই জানে, আপনে এমন একজন রে খোঁজেন, যে আপনারে বাচাইছিল। রিফাত ভাইই ছিল সেই মানুষ। কিন্তু সে কখনই বলে নাই, আমাদেরকেও বলতে মানা করছিল।"
ত্রপার পায়ের নিচের মাটি সরে যেতে শুরু করেছে। একই শুনছে সে? এই রিফাতই তাকে বাঁচিয়েছিল! কেন বলেনি সে কখনও তা? উত্তর মিলল রিফাতের শোকে আপন মনে কথা বলে চলা ছেলেটার কাছেই।
"ভাই বলতো, দেখ, আমি যদি বইলা দেই, ও তো এমনিতেই চলে আসবে। তাহলে কি হবে? ওর জীবন বাচাইছিলাম বইলাই তার প্রতিদান নেয়া হয়ে যাবে না? আমি কি এতটা স্বার্থপর হইতে পারি, বল? ত্রপা যদি আমার হয়, তাইলে এমনিতেই হবে। ও রাজি হলেই আমি ওরে জানায়ে দেব, সে যারে খোঁজে, আমিই সে।"
ত্রপার চোখে এখন বন্যা বইছে। কখন যে কান্নায় আপন মনে কথা বলা ছেলেটার কাছে থেকে চলে এসেছে নিজেই জানে না! কোথায়, কোন পথে চলছে, তাও জানে না। বুকের ভেতর কষ্টগুলো আর থাকতে চাইছে না। দুমড়ে মুচড়ে পাজর ভেঙ্গে বেরিয়ে আসতে চাইছে! চোখের সামনে বারবার রিফাতের মাথা নিচু করে চলে যাওয়ার দৃশ্য, চলে যাওয়ার পথে একবার করুন চোখে পেছন ফিরে তাকানোর দৃশ্যগুলো ভেসে উঠছে! বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসের জোরেই হয়তো এসেছিল সে জীবনে, আবার তাকে নিজের ভুলেই হারিয়ে ফেলেছে ত্রপা।
ঝাপসা চোখে আকাশের পানে চাইল একবার। হয়তো রিফাতকে খুঁজতেই আকাশের বুকে দৃষ্টি মেলল সে। মরে গেলে নাকি মানুষ আকাশে চলে যায়! একদল পাখি উড়ে যাচ্ছে অজানা কোথাও। সবই ঠিক আছে আকাশে। তবু আকাশটা আজ খুব বিবর্ণ!
সমাপ্ত
-




-
- আমি জাহাঙ্গীরনগরে পড়েছি এবং কখনো কোনো বাজে র্যাগিংয়ের শিকার হইনি
-









-
- দুঃস্বপ্নের ডুবুরী সেজে অন্ধ আবেগে কুড়াই কিছু মুহূর্ত এই গোধূলীতে।
-










-
- কসাই কাদের মোল্লা পাকিস্তানি জল্লাদদের সঙ্গে @গোল চিহ্ঞিত@
-






















-
- A gang vandalized their house and abducted their 17 years old daughter and the court ordered to recuse the girl and repair the house but not yet the daughter has got back.
-




-
- শাহবাগে আমরা সবাই এক দল – বাংলাদেশ
-



































-
- প্রতিবাদী ছাত্রীদের একাংশ
-


-
- ত্রিশালের সংসদ সদস্য আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করেন
-














-
- বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ছে শাহবাগের প্রজন্ম চত্বরের চেতনা
-







-
- হে পথিক !
আর কতকাল আমায় শিকল পরিয়ে রাখবে । দেখেছি, তোমাদের দেখেছি ৪১ বছর আগে আমায় দিলে জন্ম, দিলে না আমাকে একটু মুক্ত বাতাসে উড়তে । খেয়েছি কত গালি আর অপমান…………।
হে পথিক !
এত বছর পরে বুঝি আমায় মুক্ত করতে এই প্রজম্ম জেগে উঠেছে ।
নতুন রুপে বাংলাদেশ আসছে বাংলাদেশ থাকবে, এই পতাকা উড়ছে এই পতাকা মুক্ত দেশে উড়বেই ।
জয় বাংলা ।
-









































-
- Don't lead the country toward clash of the nation
-

-
- তৈরি kore করে রাখা ফুলের তোরা
-






-
- অনুষ্ঠানের এক পর্যায়ে হাত উঠিয়ে প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে সংহতি জানায় শিক্ষার্থীরা।
-

-
- বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক।
-

-
- শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হচ্ছে।
-

-
- সনদ পত্র হাতে সকল অংশগ্রহনকারী।
-




-
- অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রব।
-

-
- অতিথিদের সাথে প্রতিযোগিতায় পুরুস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা।
-











-
- একাত্তরের গনহত্যা:যা জামায়াত দল-রাষ্ট্রগতভাবে করেছে
-












































-
- রাস্তায় জীবনের নিরপত্তা কোথায়?
-
















































-
- শিল্পী সাইফুল ইসলাম ক্যামেরাবন্দী করেছে অামার ছবি
-














-
- ছবিটি প্যারিসের Château de Vincennes থেকে তোলা।মোর্শেদ ফটোগ্রাফি
-








-
- স্থান: আটিয়া, টাঙ্গাইলডিভাইস: প্যানাসনিক লুমিক্স
-












-
- ছবিটি আইফেল টাওয়ার থেকে তোলা
-
















































































































































-
- Founder Chairman, Social Investment Bank Ltd.
-












-
- অামি ও অামার ডাক্তার – উইসান – এসোসিয়েট প্রফেসর – হরাইজন ক্যান্সার ক্লিনিক, বামরুংগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটাল
-

-
- তাজমহলের সামনে 2011 সালের নভেম্বর
-


-
- প্রিয় চট্টলা শহরের হোটেল প্যভেলিয়নের জানলাদৃশ্য
-































































-
- ছবিগুলো শেয়ার করলাম, এগুলো মেইন নিউজ এ অ্যাড করলে খুশি হব…
-





















-
- নাম নাজানা ঝোপঝাড়ে ফোটা বুনোফুল…….
-








































-
- সাহিত্যবোধ ও জীবনবোধ যে একে অপরের সাথে কিভাবে যুক্ত, এই কবিতা তারই প্রতিবিম্ব।
-

















-
- শিশির ভেজা নরম রোদে গা এলিয়ে দেই রোদের তাপে উষ্ণ ছোঁয়ায় হারিয়ে ফেলি খেই
-






















































































-
- গ্রেট করমোরেন্ট বাংলায় যাকে বলে মহা পেটুক
-




























-
- জানি আলো আসবেই অন্ধকার ভেদ করে,সপ্ন গুলো আলোর মুখ দেখবেই……।
-





























































































































-
- আর তো নয় বেশীদিন, মিলবো এবার দুজনে…
-






























































-
- Prachyo Palash, Film Maker
-

















-
- নিশ্চয়ই ও খুশি হয়নি, মুখ দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
-

















































































-
- মারা যাওয়ার আগে শিশুটি তার দেহ মানব কল্যাণের জন্য দান করে যাওয়া ডাক্তাররা মাথা নত করে শ্রদ্ধ্যা জ্ঞাপন করতেছেন
-


































































-
- জেনে নিন আপনার আজকের রাশিফল,
-




























-
- ৩ হাজার মন্দির নিয়ে গড়া বাগান শহর, মায়ানমার
-















































































































-
- sere bangla national stadium Dhaka
-































































































-
- নেশা করে পড়ে আছেন বাস স্টপে
-






-
- গরমে স্বস্তির খোঁজে। ১০। ০৯। ২০১৫
-







































-
- http://dreamylight.net.au
-




































-
- মনের সুখে লুঙ্গি পড়ে মার্কেটের বাইরে বসে আছেন দেশি ভাই
-











-
- মিরসরাইয়ের গজারিয়া গ্রামের সড়কের কর্দমান্ত দৃশ্যটি যেন সারা দেশের অংশবিশেষ
-

-
- মিরসরাইয়ের গজারিয়া গ্রামের একটি কর্দমাক্ত সড়ক
-






















-
- Man leaves Hair Transplant Center with mustache on head.
-














































































-
- মাননীয় খাদ্যমন্ত্রী সমীপে !
-



-
- দীপাবলি উপলক্ষে আলোয় সেজেছে কলকাতার প্রাচীন নিউ মার্কেট।
-











































-
- আমি মানুষ, তাই স্বপ্ন বুনি মানুষ নিয়ে..
-





-
- এক্টিব সিটিজেনস ইউথ লিডার্সশীপ ট্রেইনিং
-





















-
- আমার বাবা প্রবীণ শিক্ষাবিদ ও ইতিহাসবেত্তা আলহাজ্ব মোঃ মহফিল হোসেন গত ২৩ নভেম্বর ২০১৫ সোমবার বিকাল তিনটায় না ফেরার দেশে চলে গেছেন। পরের দিন বেলা ১১টায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তারঁ মায়ের পাশেই তারঁ দাফন সম্পর্ণ করা হয়। তার নামাজে জানাযায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো: দেলদার হোসেন, ধামইরহাট এম,এম, কলেজের অধ্যক্ষ মো: শহীদুল ইসলাম, ধামইরহাট পৌরসভার সাবেক প্রশাসক মোঃ মহাবুবার রহমান চৌধুরী চপল, বর্তমান মেয়র মোঃ আমিনুর রহমান, উমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাব্বের রহমান চেধৈরিী মনা, এ্যাডভোকেট আইয়ুব, বর্তমান চেয়ারম্যান হেলাল হোসেন, পাগল দেওয়ান ফাজিল মাদ্রসায় অধ্যক্ষ মো: আইয়ুব হোসেন, দুর্গাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: ইদ্রীস আলী, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানি শিক্ষক মো: মুকুল হোসেন, চকময়রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রাব্বানী, রাজশাহীর হেতেমখাঁ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব হোসেন সহ বহু শিক্ষক ও সমজা সেবক ও রাজনীতিক উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্জ্ব শহীদুজ্জামার সরকার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আলহাজ্জ্ব মহফিল হোসেন ছিলেন গ্রমীণ সালিশের দৃষ্টান্ত। মৃত্যুকালে তিনি এক স্ত্রী তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।
-











































-
- A student & parttime web and android app developer….From Chuadanga, Bangladesh
-






































-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-


-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-














-
- "I am not handsome but I can give my hand to someone who need help… Because beauty is required in heart not in face…."
-









































-
- ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক স্কলারগণ।
-





-
- বগুড়ার দই-এটাকে বলে সড়ার দই
-

-
- বগুড়ার দই-এটাকে বলে বারকির দই বগুড়ার আঞ্চলিক ভাষায় ইহার নাম ডুঙ্গি
-






































-
- দিনের আলোতে বাতির ব্যবহার।
-






































-
- বসন্তের প্রকৃতি। ছবিটি ফরিদপুরের কানাইপুর থেকে তোলা হয়েছে ।
-






-
- ঢাকার ওভারব্রীজে লাগানো হয়েছে ফুল গাছ ।
-






















































-
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যন্সার আক্রান্ত শিক্ষার্থির সাহায্যার্থে কন্সার্ট
-



-
- বাংলাদেশের জন্য শুভকামনা!
-














-
- কালো কুচকুচে পানি আর দুর্গন্ধে একাকার"
-






-
- 'মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক'- কিশোরগঞ্জের একটি পার্কের নাম। পার্কটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কুঁড়েরপাড় নামের একটি ছোট্ট অজপাড়াগাঁয়ে বিশাল এলাকাজুড়ে পার্কটি গড়ে উঠেছে।
-




-
- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের কুড়ের পাড় গ্রামে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ও নির্মানাধীন দেশের প্রথম স্বাধীনতা পার্ক 'মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক'।ছোট্ট অজপাড়াগাঁয়ের বিশাল এলাকাজুড়ে এ পার্কটি গড়ে উঠছে।অ্যাডভোকেট নূরুজ্জামান ইকবাল এর ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত হচ্ছে এ পার্কটি ।
-


































-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-




















-
- মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল এর চেয়ারম্যান শহিদুল ইসলাম কবির
-







































































































































-
- নিরাপদ মাতৃত্ব দিবস র্যালীতে একজন নার্সের সেলফি প্রাকটিস
-








































-
- 'ই' আকৃতির নতুন একাডেমিক ভবন
-


-
- নারী নিরাপত্তা রক্ষীদের একজন
-










































































































-
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
-















-
- সম্প্রতি রংপুরের একটি গ্রাম থেকে তোলা।
-





























































-
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি অংশে নেই যানজট। ছবিটি ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় গৌরীপুর বাস স্ট্যান্ডের ফুটওভারব্রীজ থেকে তোলা।
-





















-
- Syed Iftekhar Alamসৈয়দ ইফতেখার আলম
-



















-
- সন্ত্রাসের স্পনসর পাকিস্তান: বিপুল সমর্থন আমেরিকায়
-



-
- বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়া
-























































































-
- US President Barack Obama speaks to the press on Ukraine outside the Oval Office at the White House in Washington, DC, on July 21, 2014. Russia must stop Ukrainian separatists tampering with the site of the Malaysian airline disaster, Obama insisted Monday, saying the chaos at the scene was an "insult" to the families of the dead. AFP PHOTO/Jewel Samad
-
























































-
- কক্সবাজারে সুর্যাস্তের সময়
-

-
- সিঙ্গাপুর স্যান্টোসা প্রবেশদ্বারে লেখক
-
















-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- ????????????????????????????????????
-

-
- একটি বাংলাদেশ……নয় শুধু জনতার …………..তুমি বাংলার প্রকৃতির
-
















-
- BEST INTERIOR DESIGN COMPANY IN BANGLADESH
-








-
- গাছের শাখায় আটকে থাকা অতীতগুলো
-














































































































































-
- একজন মানুষ মহৎ হয়ে উঠেন তাঁর কর্মগুণে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা তাঁদের কর্ম, ধ্যান-জ্ঞান, অর্জন সবকিছু উৎসর্গ করেন দেশের স্বার্থে ,মানুষের কল্যাণে। নিঃস্বার্থভাবে করেন মানুষের উপকার, দেশের কল্যাণ । তাঁরা কর্তব্য কাজে ফাঁকি না দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।এমনই একজন হলেন দেশশ্রেষ্ঠ উপজেলা প্রশাসক ,সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা।
-

-
- Sri Lankan All Ceylon Jamiyyathul Ulama (ACJU) Mufti, M.I.M. Rizwe (L) chats to the Ven Prof Bellanwila Wimalaratana Thera during a joint press conference by Buddhist monks and Islamic clerics in Colombo on March 11, 2013. Islamic clerics announced the withdrawal of a halal labelling system for food in Sri Lanka on Monday "in the interests of peace" after protests from Buddhist hardliners on the Indian Ocean island. AFP PHOTO/Ishara S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)
-




























-
- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ পেয়ে জাতীয় পর্যায়ে ১ম হওয়ায় গত ২৯জানুয়ারি ঢাকাস্হ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।
-

















-
- গোলাপ ফুলের রুপই কেমন যেন অহংকারী ভাব
-




























-
- মাননীয় এডমিন এই ছবি টা আমার ভুলে আপলোড হইছে দয়া করে ডিলেট করে দেন ।
-




-
- বালুচরে শুয়ে আছেন এক পর্যটক
-


-
- চরের উদ্দেশ্যে যেতে হলে নৌকাতে চড়তে হবে
-

-
- নদীর চরে হাটু পানিতে দাঁড়িয়ে জলকেলি
-




-
- বাগদা, গলদা, ও পার্শ্বে মাছের পোনা ধরছে (আইনগতভাবে নিষিদ্ধ) জেলেরা।
-


-
- নদী সংলগ্ন চরে বাগদা-গলদার পোনা ধরছে গাঁয়ের নারী
-









-
- Engr. Zunaid AhmedCell: +88-01915029002
-





















































-
- এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের সাথে ডিসি হিলে। সাথে আছেন চট্টগ্রামের দুই সাংবাদিক শৈবাল আচার্য এবং মিজানুল ইসলাম।
-

-
- ডিসি হিলের মুক্তমঞ্চে শিল্পীরা পারফর্ম করছেন 'বসন্ত উৎসব'র অনুষ্ঠানে। তখন কানায় কানায় পূর্ণ গ্যালারি।
-

-
- অনুষ্ঠান নেই। তবু বিকেলের ডিসি হিলে এসেছেন প্রকৃতিপ্রেমীরা।
-

















































































































-
- জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (বাংলাদেশের প্রথম বেসরকারী মেডিক্যাল কলেজ ) এর প্রতিষ্ঠাতা ও ইসলাম গ্রুপের পুতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জহুরুল ইসলামের কবর। (স্থান : কিশোরগঞ্জের ভাগলপুর)
-










-
- বন উজাড় করে চাষাবাদের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত
-
















































-
- কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা।
-


-
- তুমি মনে রেখো একফালি রোদ / এসে রেখেছিল সব অনুরোধ…
-










-
- অসম্ভব সুন্দর মেঘ-পাহাড়ে ঘেরা দালাত এয়ারপোর্ট
-




-
- চিত্র ১: The Johari Window (Mullins, 2005)
-














-
- বৃষ্টিতে ভেজা খড়ের পালা।দুই দিকে তার সবুজ ঘাসে ঘেরা।ছবিটি তুরাগ থানাধীন কামার পাড়া এক কৃষকের বাড়ি থেকে কমেরা বন্দী করা হয়।আনুমানিক সকাল ১১টার দিকে ।ছবিঃআসাদুজ্জামান লিটন
-









-
- কাঠ ফাটা রোদ জীবন সংগ্রামী মানুষের ছুটে চলা ।ছবিটি বিমান বন্দর রেলষ্টেশন থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ক্যামেরা বন্দী করি আমি মোঃ আসাদুজ্জামান লিটন
-

















-
- জ্যৈষ্ঠ মাসের শুরুতেই বাজারে উঠেছে সুস্বাদু মিষ্টি ফল লিচু ।জ্যৈষ্ঠ মাসের শুরুতেই বাজারে উঠেছে সুস্বাদু মিষ্টি ঈশ্বরদীর লিচু । আকারে ছোট হলেও স্বাদে মন্দ নয় ঈশ্বরদীর লিচু । লিচু বিক্রেতার তথ্য অনুযায়ি প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায় । উত্তরা জয়নাল মার্কেট ফল বাজার থেকে ছবিটি ক্যাসেরা বিন্দী করাহয় দুপুর ১টা১০ মিনিটের দিকে ।ছবিঃআসাদুজ্জামান লিটন ।
-

-
- জ্যৈষ্ঠের শুরুতে সাতক্ষীরার হীমসাগর আম দিয়ে টইটুম্বুর হয়ে আছে ফলের দোকান গুলি ।সাতক্ষীরার হীমসাগর আম প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা দ্বরে বিক্রি করছে বিক্রেতারা ।তবে মাসের মাঝা মাঝি সময় হওয়ার ফলে বেচা বিক্রি একটু কম এছাড়া স্বাদে ও গন্ধে কিছুটা কমতি রয়েছে। ছবিটি উত্তরা ৬নং সেক্টর আলাউল এভিনিউ থেকে ক্যামেরা বন্দী করা হয় ।সময়ঃ দুপুর ১টা ০০ মিনিট ।ছবিঃআসাদুজ্জামান লিটন
-

-
- ????????????????????????????????????
-










-
- দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিশু শ্রেণী থেকে নিম্ন-মাধ্যমিক,মাধ্যমিক, বিদ্যালয়,কলেজ গুলিতে দীর্ঘ দিন যাবত এক শ্রেণীর শিক্ষক/শিক্ষিকারা বাণিজ্যিক ভিত্তিতে কোচিং পরিচালনা করে আসছেন।এটি বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে অভিভাবক ও শিক্ষার্থীরা কোচিং বাণিজ্যের সাথে যুক্ত শিক্ষকদের কাছে পুরপুরি ভাবে জিম্মি যার ফলে পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে এবং এর ব্যয় বহন করতে পরিবারের অভিভাবক-গন হিমশিম খাচ্ছেন অনেকে ব্যয় ভার বহন করতে না পেরে ছেলে,মেয়েদের পড়াশুনাই বন্ধ করে দিচ্ছেন ।এছাড়া অনেক শিক্ষক শ্রেণী কক্ষে পাঠদানে মনোযোগী না হয়ে কোচিং এ বেশি সময় দিচ্ছেন সুধু তাই নয় পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে পৌঁছে দিচ্ছে কোচিং করা শিক্ষার্থীদের হাতে অপর দিকে পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে অনৈতিক ভাবে সাহায্য করছে ভালো ফলা ফল করার জন্য ।এক্ষেত্রে দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এ সম্পর্কে মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৭৩৬৬/২০১১ এর অধ্যাদেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোচিং বাণিজ্য বন্ধে একটি গেজেট নোটিফিকেশন বা অন্য কোনরূপ আদেশ প্রদানের নির্দেশনা রয়েছে ।
রাজধানী ঢাকার উত্তরা সহ সারা দেশের স্কুল,কলেজ গুলিতে চলছে অবৈধ কোচিং বাণিজ্য । শিক্ষক শিক্ষিকারা কোন রকম ভাবে শ্রেণী কক্ষে ঢুকেই রুটিনের বিষয় অনুযায়ী কোন রকম পাঠদান শেষ করেন ।এর ভিতরে একবারের জন্য ভাবেন না ক্লাসের সকল শিক্ষার্থী কি পড়ানো বিষয় বস্তু বুঝে অন্তস্থ করতে পেরেছে কিনা । ছুটির ঘণ্টা বাজার সাথে সাথে সকল শিক্ষার্থীরা বেরিয়ে যায় । অতঃপর ঐ শ্রেণী কক্ষে শুরু হয় কোচিং যা সম্পূর্ণ অবৈধ বলে সরকার ঘোষিত |
একাধিক স্কুল ও কলেজের অভিভাবকদের সাথে কথা বলি ।এ বিষয়ে সাবিনা ইয়াসমিন (শিক্ষার্থীর অভিভাবক) বলেন বর্তমানে শিক্ষক,শিক্ষিকাদের কাছে যদি আলাদা ভাবে কোচিং করানো না হয় তাহলে সেই শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে কম নাম্বার আসে ।সুধু তাই নয় ঐ সব শিক্ষক শিক্ষিকারা অভিভাবক ও শিক্ষার্থী উভয়ের সাথে খুবই অশোভন আচরণ করেন ।
৩য় শ্রেণীর অপর একজন অভিভাবক বলেন আমরা প্রতিটি অভিভাবকই চাই আমাদের সন্তানেরা ভালো ফলাফল করুক মানুষের মত মানুষ হোক কিন্তু অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে সাধ থাকলে ও স্কুলে কোচিং করানো আমার সাধ্যের বাহিরে ।তবে এ থেকে শিক্ষার্থীদের ভিতরে ভেদাভেদের সৃষ্টি হচ্ছে ।
'শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধ নীতিমালা -২০১২'চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালা না মানলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে জড়িত শিক্ষকের বেতনের সরকারি অংশ (এমপিও) বাতিল বা স্থগিত করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদানের অনুমতি বাতিল করা হবে। তবে নীতিমালা -২০১২ এর ২নং কলামে উল্লেখ্য আছে "শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শ্রেণী সময়ের মধ্যে কোন শিক্ষক,শিক্ষিকা কোচিং করাতে পারবেন না নীতিমালা -২০১২ এর ২নং কলামের অনুচ্ছেদ (ক) মোতাবেক বলা আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বে বা পরে শুধুমাত্র অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
নীতিমালা -২০১২ এর ১৩ নং কলামে বলা হয়েছে কোচিং বাণিজ্য বন্ধে প্রণীত নীতিমালার প্রয়োগ এবং এ ধরনের কাজকে নিরুৎসাহিত করার জন্য সরকার সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ।
এত আইন এত শাস্তির বিধান থাকা সত্যেও সমাজের সবচেয়ে মূল্যবান ও সন্মানিয় পেষায় নিয়জিত থাকা শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীগণ মানছেন না এই সব আইনের নীতিমালা বরং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষগণ স্কুলে কোচিং করেনা এমন অভিভাবকদের উদ্দেশ্য করে বিভিন্ন সময় বলে থাকেন "আপনার সন্তান আমাদের টার্গেটে" এ কথার সঠিক কোন যুক্তি বা অর্থ আছে কিনা তা আমার জানা নেই।
তবে কি আবার কোন মধ্যবিত্ত পরিবারে শিক্ষার্থী যাদের মেধা থাকা সত্ত্বে ও টাকার অভাবে কোচিং করতে পারছে না তাই পরীক্ষায় আশানুরূপ ফলাফলও করতে পারছেনা আর হতাশ হয়ে লজ্জায় আত্মহত্যা পথ বেছে নিচ্ছে অথবা মাদকের নিকষ কালো অন্ধকার পথে ধরে হারিয়ে যাবে ।এ সব পরিস্থিতির দ্বায়-ভার কার কে নিবে ?সরকার নাকি ঐ সব শিক্ষক শিক্ষিকা-গন ।
-



















































-
- মিন্টু শাহজাদা। গায়ক, কবি, লেখক।
-

























-
- মান্নান,ঢাকা শহরে এসেছেন ভাগ্য পরিবতর্নের জন্য । কঠিন পরিশ্রমের কাজ রিক্সা চালিয়ে তার ভাগে্যর পরিবর্তন ঘটাতে চান | ছবি: মনিরুল আলম
-

















-
- June 05, 2017- Dhaka, Bangladesh – A boy try to clean a west, where rotten fruits dumps on the riverbank of Buriganga on the eve of World Environment Day in Dhaka, Bangladesh, 05 June 2017. A large swathe of the Buriganga River, which is the lifeline of the capital, has turned pitch-black with toxic waste, oil and chemicals flowing into it from industrial units. The water became extremely polluted and represents a health hazard for the riverbed communities. © Monirul Alam
-

































-
- ????????????????????????????????????
-












-
- ১৪৩৮ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় চাঁদ দেখা কমিটি ।
-














-
- বগুরার সারিয়া কান্দি থেকে নদীর অপরুপ এই মনোমুগ্ধকর দৃশ্য যেন চোখ জুড়িয়ে যায়।ছবিঃসংগৃত
-








-
- টিএএসআই মোঃ মাতলুবের রহমান কর্তৃক ৪০০ ক্যান বিয়ার উদ্ধার ।
-

















-
- সাদা পাথর তার উপর স্বচ্ছ পানির টলমলে শব্দ যেন কাঁনে বাজে।এ যেন প্রকৃতির দারুন অনুভূতি।
-

-
- সাদা পাথর তার উপর স্বচ্ছ পানির টলমলে শব্দ যেন কাঁনে বাজে।এ যেন প্রকৃতির দারুন অনুভূতি।
-

-
- সাদা পাথর তার উপর স্বচ্ছ পানির টলমলে শব্দ যেন কাঁনে বাজে।এ যেন প্রকৃতির দারুন অনুভূতি।
-

-
- সাদা পাথর তার উপর স্বচ্ছ পানির টলমলে শব্দ যেন কাঁনে বাজে।এ যেন প্রকৃতির দারুন অনুভূতি।
-








-
- গ্রামের পাল তোলা নৌকা যখন হারাতে বসেছে,তখনেই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যাতায়াত করছেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানির ব্রম্মপুত্র নদের বাসিন্দারা।
-

-
- গ্রামের পাল তোলা নৌকা যখন হারাতে বসেছে,তখনেই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যাতায়াত করছেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানির ব্রম্মপুত্র নদের বাসিন্দারা।
-








-
- গাইবান্ধার কামারজানীর চর এলাকায় এভাবেই দুগ্ধজাত গাভী চরাচ্ছেন এক কৃষক।
-











-
- হিরোশিমা কার্প মাজদা স্টেডিয়ামে দর্শকে টইটুম্বুর
-





-
- গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর ব্রহ্মপুত্র নদের ভাঙন চিত্র ১
-

-
- গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর ব্রহ্মপুত্র নদের ভাঙন চিত্র ৭
-

-
- ছবিটি আগারগাঁও ৬০ ফিট থেকে তোলা।ছবিঃ মুহাম্মদ মুনির হাসান
-

-
- গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর ব্রহ্মপুত্র নদের ভাঙন চিত্র ৫
-


-
- গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর ব্রহ্মপুত্র নদের ভাঙন চিত্র ১
-

-
- গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর ব্রহ্মপুত্র নদের ভাঙন চিত্র ৪
-

-
- গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর ব্রহ্মপুত্র নদের ভাঙন চিত্র ২
-

-
- ১০০ টাকার বাতি নিয়ে টেবিলে বসে বাতি বিক্রেতা জহিরুল ইসলাম।
-








-
- ভাঙ্গছে নদী ! আর এরই সাথে শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন।তাই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে অনেকেই এই সর্বনাশা নদীর পাড়ে বসে মাথায় হাত রেখে নিজের ভাগ্যকেই দোষারোপ করছেন।ছবিটি গাইবান্ধার কামারজানী গোঘাট গ্রাম থেকে তোলা।
-





























-
- আদম-হাওয়ার সৃষ্টি, প্রলোভন এবং স্বর্গ থেকে বিতাড়ন
-









-
- সফল অপারেশনের পর শুইয়ে রাখা হয়েছে আলাদা দুই শিশুকে
-

-
- সফল অপারেশনের পর শুইয়ে রাখা হয়েছে আলাদা দুই শিশুকে। তখন তাদের মুখে হাসি
-








-
- বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সিলেট (ছবি আহাম্মেদ শরীফ)
-

-
- বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সিলেট (ছবি আহাম্মেদ শরীফ)
-

-
- বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সিলেট (ছবি আহাম্মেদ শরীফ)
-

-
- বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সিলেট (ছবি আহাম্মেদ শরীফ)
-
































-
- I was in Korean Folk Village 한국민속촌, South Korea.
-

























-
- ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের একাংশ! বিকেলের বিনোদন নিতে,শহরের মানুষের কাছে এখন এই জাগাটি প্রথম পছন্দ
-









































-
- বগুড়ায় ট্যুরিস্ট পুলিশ অফিসে বগুড়া ট্যুরিস্ট ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
-

-
- বাংলাদেশের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশু
-
































































-
- খাবার পেয়ে উল্লসিত কার্প মাছ- বঙ্গবন্ধু সাফারী পাক, গাজীপুর।
-









-
- হা হা কারে ওরা এ যেন ওদের দেখার মত কেউ নেই।
-

-
- পড়ন্ত বিকালে রাজধানীর ফার্মগেটের ইন্দ্রিরা রোডে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রানের অর্থ সংগ্রহ করছে মানযিল শিল্পি গোষ্ঠি ও দারুল আরকাম মাদ্রাসার প্রতিনিধিরা।
-

-
- পড়ন্ত বিকালে রাজধানীর ফার্মগেটের ইন্দ্রিরা রোডে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রানের অর্থ সংগ্রহ করছে মানযিল শিল্পি গোষ্ঠি ও দারুল আরকাম মাদ্রাসার প্রতিনিধিরা।
-

-
- পড়ন্ত বিকালে রাজধানীর ফার্মগেটের ইন্দ্রিরা রোডে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রানের অর্থ সংগ্রহ করছে মানযিল শিল্পি গোষ্ঠি ও দারুল আরকাম মাদ্রাসার প্রতিনিধিরা।
-

-
- পড়ন্ত বিকালে রাজধানীর ফার্মগেটের ইন্দ্রিরা রোডে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রানের অর্থ সংগ্রহ করছে মানযিল শিল্পি গোষ্ঠি ও দারুল আরকাম মাদ্রাসার প্রতিনিধিরা।
-

-
- পড়ন্ত বিকালে রাজধানীর ফার্মগেটের ইন্দ্রিরা রোডে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রানের অর্থ সংগ্রহ করছে মানযিল শিল্পি গোষ্ঠি ও দারুল আরকাম মাদ্রাসার প্রতিনিধিরা।
-

-
- পড়ন্ত বিকালে রাজধানীর ফার্মগেটের ইন্দ্রিরা রোডে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রানের অর্থ সংগ্রহ করছে মানযিল শিল্পি গোষ্ঠি ও দারুল আরকাম মাদ্রাসার প্রতিনিধিরা।
-


































-
- ছবিটি প্রথম আলো থেকে নেয়া
-























































































-
- Kashmiri villagers collect water chestnuts on their boats from the waters of Wular Lake at Bandipora, about 65 km (40 miles) north of Srinagar August 13, 2012. Water chestnuts are locally known as "singada" and are eaten either raw, boiled or grounded into flour after they are dried. REUTERS/Danish Ismail (INDIAN-ADMINISTERED KASHMIR – Tags: ENVIRONMENT FOOD SOCIETY)
-
















-
- জুতা আবিষ্কারের প্রথম দিককার নকশা
-




-
- চিত্র : যার জন্য রাতের আলিঙ্গন ভুলে মাঝে মাঝে কবি হয়ে যাই।
-





















































-
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের 'র্যাগ ডে'।
-

-
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের 'র্যাগ ডে'।
-

-
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের 'র্যাগ ডে'।
-

-
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের 'র্যাগ ডে'।
-

-
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের 'র্যাগ ডে'।
-

-
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের 'র্যাগ ডে'।
-






















































-
- শিশুদের জন্য যানবাহনে বসার অাসন বরাদ্দ জরুরী।
-

















-
- Magazine Pin Binding Output Setting
-


-
- গোলাপ গ্রামের মাঝে গোলাপ হাতে তিথী রাণী বক্সী
-










-
- কোন একদিন সিলেট রেলওয়ে ইস্টিশনে।
-















































-
- লিখতে থাকবো জীবনভর ইনশাআল্লাহ
-




-
- এটা বাংলার পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া ইউনিয়নের গগন গ্রামের একটা পুল। যা দীর্ঘ দুই বছর ধরে সংস্কারহীন
-












































-
- ২০১৪ সালের নির্বাচন বর্জন ও প্রতিহতের নামে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা
-




-
- দিনের শেষে নিজ গন্তব্যে পাখি।
-




















-
- কেন্দ্রীয় শহিদ মিনার ঢাকা
-









-
- শিক্ষা নামক মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশু
-


























































































-
- চিনি কম দিয়ে লিকার চা খাওয়া স্বাস্থের জন্য ভালো।তবে আসুন আজ থেকেই দুধ চা পরিহার করি, চিনি পরিহার করি।
-

-
- পরীক্ষায় জিপিএ-৫ পেতেই হবে—বড়দের এ ধরনের আবদারে নানামুখী চাপে শিশুরা বিধ্বস্ত।
-







-
- ছবিটি স্থানীয় পত্রিকার সাংবাদিক শিবলী সরকারের তোলা।
-






-
- CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90
-












-
- ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা ওয়াপদা রেস্ট হাউস প্রাংগনেই ৪র্থ বেংগল আনুষ্ঠানিক বিদ্রোহ ঘোষনা করে।
-






































-
- চলছে বিআরটি এর কাজ আর তাতে করে রাস্তায় প্রচন্ড জ্যাম
-



-
- পায়ে হাটার কোন ব্যাবস্থাও নেই
-

-
- গভির রাত পর্যন্ত রাস্তায় প্রচন্ড জ্যাম
-



-
- নিরবতাশান্ত জলেসবুজের স্নিগ্ধছায়াতলে
-























-
- ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় শব-ই-বরাত
-


-
- ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় শব-ই-বরাত
-

























-
- রাশেদ আহমেদের 'মৃত্যকূপ খেলা'
-








-
- "একজন রিকশাচালক আফাজ উদ্দিনের গল্প"
-








-
- সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
-

-
- হাটু জলে বিড়ম্বনায় পথচারীরা
-

-
- সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
-














-
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া গাছে ফুটন্ত রক্তিম কৃষ্ণচূড়া ফুল….
-

-
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া গাছে ফুটন্ত রক্তিম কৃষ্ণচূড়া ফুল….
-

-
- রাস্তার উপরে ঝড়ে পরা কৃষ্ণচূড়া…
-




















































-
- প্রতিবন্ধকতা আটকাতে পারেনি মোজাহিদকে
-



































-
- একজন দর্শনার্থী ছবি তোলায় ব্যস্ত
-























-
- বরিশালের কীর্তনখোলা নদী সূর্যাস্তের সময় তোলা একটি ছবি
-
































































-
- আমি হাসি, আক্রন হাসলে আমায় সুন্দর লাগে। :/
-










-
- তাহেরীয়াহ মাদ্রাসা হায়াদারগন্ঞ্জ বাজার,রায়পুর,লক্ষীপুর
-



































-
- মনো কারাগারে নিজের করিয়া কয়েদি মুক্তির স্বাদ খুজি আমি অন্যেরে দোষিয়া ।
-




















































-
- শিশুরা ঝুঁকি নিয়ে ভাঙা পুল পার হচ্ছে।
-

-
- বলদিয়া ইউনিয়নের কাইলান্তরি গ্রামের একটি কাঠের পুল।
-














-
- এক সময়ের জনপ্রিয় সিমেনা দেখার যন্ত্র।
-





































-
- CIID personnel seize gold from the Apan Jewellers showroom at Mouchak after the owners fail to provide proof of purchase.
-


































































































-
- রিফাত খুনের আসামী নয়ন বন্ডের ক্রসফায়ারে নিহতহবার পর তা মা বলেনকোথায় আজ এমপি পুত্র? যে কথায় কথায় বলত আন্টিআপনার ছেলের কিছু হবেনা।কোথায় আজ থানা পুলিশ? যারা আমার লাজুক নয়ন কেআজকের নয়ন বন্ড বানিয়েছে?থানা পুলিশ প্রতিদিন আসত আমার বাড়িতেতারা সারারাত নয়ন আর রিফাত ফরাজী ও রিসান ফরাজীরসাথে আড্ডা দিত।রাতভর নেশা করত। হেরুইন ইয়াবা সেবন করত।মাঝে মাঝে মেয়ে নিয়ে আসত আমার বাড়িতেসারারাত ফুর্তি করত, কোথায় আজ সেইসব পুলিশ?আমি মা হয়েও ছিলাম অসহায়, একবার আমি নিজেথানায় অভিযোগ করছিলাম পরে পুলিশ তা নয়ন কেজানিয়ে দেয়, তারপর নয়ন আমাকে মারধর করেবাড়ি থেকে বের করে দেয়। আমি তিনদিন বাড়িতেআসতে পারিনি।মিন্নীকে নয়ন ডিস্টার্ব করত একথা ৪মাস আগে মিন্নী নিজেওআমাকে বলছিল।আমি মিন্নীকে বলছিলাম একটা ভাল ছেলে দেখে বিয়েকরে নাও তাহলে হয়তো আর ডিস্টার্ব করবেনা।রিশান ফরাজী আর রিফাত ফরাজীর মাদক ব্যাবসার আরছিনতাই চাঁদাবাজি আমার নয়ন শুধু দেখাশুনা করত।তারা দুজন ই আগে রিফাত কে কুপিয়েছেকই তাদের একজন তো গ্রেফতার হয়েছে কিন্তুআমার নয়নের মত ক্রসফায়ার দেওয়া হয়নি।তাদের খালু জেলা চেয়ারম্যান বলে?যেই পুলিশ আমার নয়ন কে সন্ত্রাস বানিয়েছে তারাইআমার নয়নের বিরোদ্ধে আজ কথা বলছে।আমি নয়নের মৃত্যুতে কোন অভিযোগ করবনা কিন্তুযে পুলিশেরা আমার লাজুক নয়ন কে আজকের নয়নেপরিণত করেছে আমি তাদের বিচার চাই।তাদের বিচার না হলে ঘরে ঘরে এরা নয়ন জন্ম দিবে।রিফাতকে খুন করার দুদিন আগের রাতেও দুজন পুলিশআমার ঘরে নয়নের সাথে আড্ডা দিয়েছিল ৩ ঘন্টা।আমি অসুস্থ শরীর নিয়েও তাদের জন্যে খাবার বানিয়েছিলাম।তারা আমার সামনেই মদ খেয়েছে।যারা নয়নদের মত ছেলেদেরকে দিয়ে খারাপ কাজে করায় বা ওদেরকে খারপ পথে এনেছে এই সমাজে বা এই দেশে তাদের কোন বিচার হয়না??
-




















































-
- কক্সবাজার থেকে মহেশখালী যেতে এই জেটি এই নৌপথ
-





















































-
- সুজন শর্মা বাংলাদেশ গণমাধ্যম জগতের একজন নিরলস সংবাদপত্র
-
























































-
- সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুরক্ষার আওতায় সুবিধাভোগী একজন প্রবীণ নাগরিকের নির্মল হাসি; ছবিঃ মোতালেব রায়হান
-

-
- কক্সবাজারের রামু উপজেলার একজন প্রবীণ নাগরিকের নির্মল হাসি; ছবিঃ মোতালেব রায়হান
-































































































































































-
- ২/৩ ঘন্টা বৃস্টির পরের দৃশ্য – ঈসা খা লেন, মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা
-





-
- লংমর্চ নেত্রকোনার বারহট্রায়। দড়িয়ে আছে গাড়ী বহর চলছে গণসংযোগ।
-

-
- কক্সবাজার সমুদ্র সৈকতে সেনা সদস্যের বেপরোয়া আচরণ
কক্সবাজার সমুদ্র সৈকতে সেনা সদস্যের বেপরোয়া আচরণ : শিশু ও মহিলাসহ ৫ পর্যটক এবং ২পুলিশ সদস্যকে মারধর…, সমুদ্রে স্নানরত পর্যটক তরুণী লিলির শরীরের উড়না ধরে টানাটানি করলে প্রতিবাদ করে তার ভাগিনী লতা। লতাকেও লিলির মতো তার শরীরের কাপড় টেনে প্রকাশ্যে জোর পূর্বক জড়িয়ে ধরার চেষ্টা চালায়। সেময় তারা ২জন চিৎকার করলে ক্ষিপ্ত হয়ে তাদেরকে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে পিঠিয়ে আহত করে। ওসময় ঘটনাটি দেখতে পেয়ে লিলির বড় ভাই হানিফ ও ভগ্নীপতি আলী আকবর ছুটে এসে লিলি ও লতাকে সেনা সদস্যদের হাত থেকে ছাড়িয়ে নিতে চাইলে তাদেরকেও পেঠাতে থাকে।
-










-
- শাহবাগের ফুলের দোকানে ফুলের তোরা তৈরি করছে দুকানিরা
-

-
- শহীদ মিনারের সামনে সকলে ফুল দিতেছে
-




-
- মোহনগঞ্জ গাড়ী থেকে নেমে মিছিল করে এগিয়ে যাচ্ছি আমরা।
-

-
- খুব ভয়ংকর একটা সময় পারকরছি আমরা । এখনি উচিত সচেতন হওয়া। নারী নির্যাতনটা থামাতে এখনি যদি আমরা পদক্ষেপ না নেই, তাহলে কে জানে কাল হয়তো আমার প্রিয়জন রাস্তায় বিপদে পরবে। একটু সচেতন হউন সবাই। আর নারী মেম্বারদের বলছি, আমাদের সংস্কৃতি অনেক সুন্দর, সুন্দর আমাদের দেশের পোশাক । আপনারা কি জানেন এই দেশের শতকরা ৮০% মানুষ মেয়েদের শারীতে দেখতে ভালোবাসে । তাহলে কেন আমারা অন্য দেশের সংস্কৃতি চালচলন অনুকরন করব…??? আমাদের সামান্য সচেতনতাই পারে এই দেশটাকে ভয়ংকর এক দুর্যোগের হাত থেকে বাচাতে । আপনি কি আসবেন এই পথে…??
আমাদের প্রতিবেশী দেশ নিজের সংস্কৃতি ভুলে গিয়ে যে ভুল করেছে সেই একই ভুল আজ আমরাও করছি,( ধর্ষণের রাজধানী দিল্লি / ধর্ষণের শহর দিল্লি! )। তবে আর আমরা কবে সতর্ক হব? আজ আমাদের দেশে নারী নির্যাতন ভয়াবহ পর্যায়ে। তবে কি আমরাও একই পথে হাঁটতে থাকব? নাকি বদলে যাব?
নারী জাতির জন্মই যেন হয়েছে নির্যাতিত হওয়ার জন্য। নারীদের যেন নির্যাতিত হওয়ার জন্যই পাঠানো হয়েছে পৃথিবীতে। প্রতিদিন হাজার হাজার নারী নির্যাতিত হচ্ছেন তাদের নিজ পরিবারে। শুধু ২০১১ সালের সেপ্টেম্বর মাসে যেসব নারী নির্যাতিত হয় তাদের খণ্ডচিত্র তুলে ধরা হলো—
েপ্টেম্বর মাসের ৩ তারিখ পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, জামাতার অত্যাচারে বিষপানে আত্মাহুতি দেন বাগেরহাটের শিপ্রা দাস। শিপ্রা দাসের দশম শ্রেণীতে পড়া মেয়ে সাথী দাসকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে সৌরভ নামের এক বখাটে যুবক। কিন্তু এক মাসের মধ্যে তার মোহ কেটে যায়। নিয়মিত অত্যাচারের শিকার হয় সাথী। একপর্যায়ে তালাক দেয়ার হুমকি দেয় তাকে। ফিরে আসে মা'র কাছে। বাড়িতে এসে সৌরভ মা-মেয়ে দু'জনকে মারধর করে। জামাতার হাতে লাঞ্ছিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন শিপ্রা দাস। একই দিন গাজীপুরে কলেজশিক্ষক দ্বারা লাঞ্ছিত হয় এক কলেজছাত্রী। ৮ সেপ্টেম্বর বরিশালের উজিরপুরে বাকপ্রতিবন্ধী এক রমণী ধর্ষিত হন। তিনি এক সন্তানের জননী ও স্বামী পরিত্যক্তা। গ্রাম্য সালিশে তার সম্ভ্রমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ হাজার টাকা। এ টাকা নিতে রাজি না হলে তাকে আরও তিন হাজার টাকা দেন। শুধু তাই নয়, তার পরিবারকে সমাজচ্যুত করার হুমকিও দিয়েছে ধর্ষকরা।
৯ সেপ্টেম্বর শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী।
১০ সেপ্টেম্বর জামালপুরের ইসলামপুরে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এক গৃহবধূ। যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে প্রেমের টানে জামালপুরের ইসলামপুরে এসে সুখের সংসার বাঁধেন কামরুন নাহার শিল্পী। কিন্তু সুখের সংসার আর ভোগ করা হলো না তার। পাষণ্ড স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে লাশ হয়ে বাবার বাড়ি ফিরতে হলো তাকে।
১২ সেপ্টেম্বর সোমবার পাবনার ঈশ্বরদীতে স্বামী জুয়ার টাকা না পেয়ে নৃশংসভাবে হত্যা করে তার স্ত্রীকে। স্থানীয় সূত্র জানায়, হাতেম আলী প্রতিদিনের মতো শনিবার রাতে জুয়া খেলে গভীর রাতে বাড়ি ফিরে স্ত্রী ববিতা খাতুনের কাছে জুয়া খেলার জন্য আরও টাকা চান। স্ত্রী তাকে টাকা দিতে না চাইলে তাকে বেদম পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে সে আবার জুয়া খেলতে যায়। ভোরে খেলা শেষে বাড়ি ফিরে স্ত্রীর মৃত্যু দেখে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রকাশের চেষ্টা করে। কিন্তু ময়নাতদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। একই দিনে বান্দরবানের লামা উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। তিন দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ নানা অজুহাত দেখিয়ে মামলা নেয়নি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের সময় হাতেনাতে ধরে ফেলে ধর্ষকদের। ১৩ সেপ্টেম্বর খবরে প্রকাশ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করেছে যৌতুকলোভী স্বামী। বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। রাজশাহীর তানোরে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে সেই স্কুলের গণিতের শিক্ষক। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষিত হতে হয় সেই কিশোরীকে। সিলেটের ওসমানী নগরে দাবিকৃত এক লাখ টাকা যৌতুক না দেয়ায় নির্যাতিত হয়েছে এক গৃহবধূ। ১৪ সেপ্টেম্বর নীলফামারীর জলঢাকাতে যৌতুকের দাবি মেটাতে না পারায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। গাইবান্ধার সাঘাটাতে গর্বের সন্তান নষ্ট না করায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বেধড়ক পিটিয়ে খুন করেছে এক গৃহবধূকে। বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি বাড়িতে ছয় সদস্যের একদল ডাকাত হামলা চালায়। ডাকাতি করার সময় তারা ওই বাড়ির গৃহবধূকে ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে ৫০ হাজার টাকা ও প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
নড়াইলের লোহাগড়ায় এক ধর্ষিতা মামলা করায় ধর্ষক ক্ষিপ্ত হয়ে ধর্ষিতার পায়ের রগ কেটে দিয়েছে।
মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণ দিতে হলো সাতক্ষীরার এক তরুণীকে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণধর্ষণের শিকার এক নারী। কুমিল্লার দাউদকান্দিতে বখাটেদের অস্ত্রের আঘাতে স্কুলছাত্রী ক্ষতবিক্ষত।
১৫ সেপ্টেম্বর যৌতুক না পাওয়ায় ঝিনাইদহ সদর উপজেলায় সাজিয়া খাতুন নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় প্রতিবন্ধী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
চট্টগ্রামের হাটহাজারীতে রোজি আক্তার নামের দুই সন্তানের জননীকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়। দফায় দফায় তাকে নির্যাতন করে অনাহারে তিন দিন গৃহবন্দি রাখা হয়। পরে তাকে পুলিশ উদ্ধার করে। রোজি আক্তার জানান, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে খুশি করার জন্য তাকে দফায় দফায় যৌতুক দিতে হয়েছে। কিন্তু স্বামীর মন ভরাতে পারেনি। পরে প্রতিবাদ করলে তাকে নির্যাতনের শিকার হতে হয়।
বাগেরহাট পল্লীতে হতদরিদ্র এক মহিলা যৌন হয়রানির শিকার হয়েছে। বিনা মূল্যে ছাগল প্রদানের কথা বলে ডেকে নিয়ে তাকে যৌননিপীড়ন করা হয়।
১৯ সেপ্টেম্বর রাজশাহীর বাঘায় এক সেনাসদস্যের বিরুদ্ধে প্রতিবেশী এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিধবা ধর্ষিত হয় বলে জানা গেছে। ধর্ষণের ঘটনায় প্রভাবশালীরা সালিসের নামে টাকা খেয়ে ধর্ষককে নামেমাত্র জরিমানা করে ছেড়ে দিয়েছে। এদিকে রূপগঞ্জে ধর্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেয়া হয়।
রাজশাহীর উল্লিখিত সেনাসদস্য কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং পরে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
২০ সেপ্টেম্বর শরীয়তপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করেছে এক বখাটে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক তালাকপ্রাপ্ত মহিলাকে ধর্ষণ করেছে স্থানীয় বখাটে যুবক। দিনাজপুরের কাহারোল উপজেলায় যৌতুকের দাবি মেটাতে অক্ষম হওয়ায় নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। ফরিদপুরে অগ্নিদগ্ধে নিহত ছোট ভাইয়ের লাশ দেখতে যাওয়ায় চিরতরে বন্ধ হয়ে গেছে শ্বশুরবাড়ির দরজা। ২১ সেপ্টেম্বর নরসিংদীর মনোহরদীতে যৌতুকের বলি হয়েছেন এক গৃহবধূ। যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রংপুরের বদরগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে বেদম প্রহারে মৃত্যুমুখে পতিত করেছেন এক পাষণ্ড স্বামী। ২৩ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুরে যৌতুক না দেয়ায় স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ।
সুনামগঞ্জের ছাতকে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। বাবা-মাকে ঘরে বেঁধে রেখে বাড়ির বাইরে নির্জন স্থানে নিয়ে আট লম্পট পালাক্রমে তাকে ধর্ষণ করে। ময়মনসিংহের গৌরীপুরে চাচার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভাড়া করা একদল সন্ত্রাসী বেধড়ক পিটিয়ে স্বামী পরিত্যক্ত এক মহিলার শরীর ক্ষতবিক্ষত করে দেয়। তার হাত-পা ভেঙে দেয়া হয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে বখাটেদের উত্পাতে আত্মহননের পথ বেছে নেয় এক কলেজছাত্রী।
২৫ সেপ্টেম্বর যশোরে যৌতুকলোভী স্বামীর পিটুনীতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েও রক্ষা পেল না এক গৃহবধূ। স্বামীর বিরুদ্ধে যৌতুক ও মারাধরের দায়ে মামলা করায় হাসপাতালের বেডেই তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে শ্বশুরবাড়ির লোকজন। অন্যদিকে চাঁদপুরের মতলবে যৌতুকের জন্য স্ত্রীকে পানিতে চুবিয়ে মেরেছে আরেক পাষণ্ড। কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে গুরুতর আহত করেছে।
২৬ সেপ্টেম্বর সাভারে এক বখাটের বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুধু ধর্ষণই করেনি, মোবাইলে ভিডিও করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দিয়েছে। পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পা কেটে ফেলেছে এক পাষণ্ড।
২৭ সেপ্টেম্বর বরিশালের আগৈলঝাড়ায় বাসর রাতের দৃশ্য বাজারে ছেড়েছে এক লম্পট শিক্ষক।
কত আশা নিয়ে একটি সংসার বাঁধার আশায় বিশ্বাস করে বিয়ে নামক লিখিত সম্পর্কে আবদ্ধ এক নারী। জীবন-যৌবন তুলে দেয় তার হাতে, কিন্তু সেই পুরুষটাই যখন তাদের মেলামেশার দৃশ্য ভিডিও করে বাজারে ছাড়ে, তখন কী আর করার থাকে তার। তার ওপর পাত্র যদি হয় শিক্ষক, তাহলে তো কথাই নেই।
২৮ সেপ্টেম্বর নিজের পছন্দমত বিয়ে করেও সুখ জোটেনি নবাবগঞ্জের খাদিজার। নিজের পছন্দে বিয়ে করেও তিন মাসের মাথায় যৌতুকের দায়ে তাকে নির্যাতিত হতে হয়। দিনাজপুরের এক নির্যাতিত মহিলাকে সাহায্য করতে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা।
২৯ সেপ্টেম্বর কুমিল্লার নাঙ্গলকোটে যৌতুক এবং পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হয়েছেন চার সন্তানের জননী। নোয়াখালীর বেগমগঞ্জে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে ঘর থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করে একদল সশস্ত্র সন্ত্রাসী।
৩০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গায় যৌতুকের দাবিতে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী।
এভাবেই প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছেন নারী জাতি। আদিকাল থেকে বর্তমান ডিজিটাল যুগেও কমেনি নারী নির্যাতন, বরং বেড়েছে দ্বিগুণ হারে। শারীরিক-মানসিক দু'ভাবেই নির্যাতিত হয় আমাদের মা-বোনদের। এর কি কোনোদিন সুরাহা হবে না? অশিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত, মহাশিক্ষিত সব পরিবারেই নির্যাতিত হতে হয় নারীদের। শুধু নির্যাতনের ধরনে পার্থক্য, এই যা। এক ডাক্তার মহিলাকে তার বেতনের পুরোটাই তুলে দিতে হয় স্বামীর হাতে। এটা কি এক ধরনের নির্যাতন নয়? স্বামীর মন রাখতে চাকরিও ছেড়ে দিতে হয় অনেক নারীকে। এটা কি এক ধরনের নির্যাতন নয়? ছোটবেলা থেকেই খুব ভালো গান গান সেলিনা, কিন্তু বিয়ের পর তাকে ছেড়ে দিতে হয় গান গাওয়া, হারমোনিয়ামটা পর্যন্ত ভেঙে ফেলে তার স্বামী। এটা কি এক ধরনের নির্যাতন নয়?
নির্যাতন নির্যাতনই, তা শারীরিক বা মানসিক যা-ই হোক। তাই এই নির্যাতন রুখতে দেশে কঠোর আইন প্রণয়ন করা জরুরি। আর আইনের আশ্রয় নিতে গেলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়। এর জন্যও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা জরুরি।
( ধর্ষণের রাজধানী দিল্লি / ধর্ষণের শহর দিল্লি! ; খরটা দেখতে এই লিংক এ ক্লিক করুন!!! ; ধর্ষণের রাজধানী দিল্লি / ধর্ষণের শহর দিল্লি!")
কক্সবাজার সমুদ্র সৈকতে সেনা সদস্যের বেপরোয়া আচরণ
কক্সবাজার সমুদ্র সৈকতে সেনা সদস্যের বেপরোয়া আচরণ : শিশু ও মহিলাসহ ৫ পর্যটক এবং ২পুলিশ সদস্যকে মারধর…, সমুদ্রে স্নানরত পর্যটক তরুণী লিলির শরীরের উড়না ধরে টানাটানি করলে প্রতিবাদ করে তার ভাগিনী লতা। লতাকেও লিলির মতো তার শরীরের কাপড় টেনে প্রকাশ্যে জোর পূর্বক জড়িয়ে ধরার চেষ্টা চালায়। সেময় তারা ২জন চিৎকার করলে ক্ষিপ্ত হয়ে তাদেরকে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে পিঠিয়ে আহত করে। ওসময় ঘটনাটি দেখতে পেয়ে লিলির বড় ভাই হানিফ ও ভগ্নীপতি আলী আকবর ছুটে এসে লিলি ও লতাকে সেনা সদস্যদের হাত থেকে ছাড়িয়ে নিতে চাইলে তাদেরকেও পেঠাতে থাকে।
-


-
- আমিও স্বপ্ন দেখি কিন্তু তা শুধুই স্বপ্ন
-



-
- শহীদ মিনারের সামনে ফুল দিয়ে সাজানো হচ্ছে
-


-
- মোহনগঞ্জের পথসভায় বক্তব্য রাখছেন নেতৃবৃন্দ
-






-
- দুপুরের খাবার খাচ্ছেন আনু মোহাম্মদ স্যার
-



-
- বাংলা বর্ণমালা হাতে একদল ছাত্র ছাত্রী শহীদ মিনারে
-


-
- গ্যস ক্ষেত্রের কাছাকাছি হতদরিদ্র মানুষের ঘর।
-

-
- আমাদের প্রতিবেশী দেশ নিজের সংস্কৃতি ভুলে গিয়ে যে ভুল করেছে সেই একই ভুল আজ আমরাও করছি,( ধর্ষণের রাজধানী দিল্লি / ধর্ষণের শহর দিল্লি! )। তবে আর আমরা কবে সতর্ক হব? আজ আমাদের দেশে নারী নির্যাতন ভয়াবহ পর্যায়ে। তবে কি আমরাও একই পথে হাঁটতে থাকব? নাকি বদলে যাব?
-


-
- দলে দলে ফুল দিতে যাচ্ছে শহীদ মিনারে (এটা পলাশীর মোর থেকে তুলা সকাল ৫.৪৫ মিনিটে )
-


-
- যেখানে লংমার্চ শেষ হয় সেই বাদশাগঞ্জের পাশে কংশ নদী পার হওয়ার জন্য একটি সাকু
-

-
- কক্সবাজার সমুদ্র সৈকতে সেনা সদস্যের বেপরোয়া আচরণ : শিশু ও মহিলাসহ ৫ পর্যটক এবং ২পুলিশ সদস্যকে মারধর…, সমুদ্রে স্নানরত পর্যটক তরুণী লিলির শরীরের উড়না ধরে টানাটানি করলে প্রতিবাদ করে তার ভাগিনী লতা। লতাকেও লিলির মতো তার শরীরের কাপড় টেনে প্রকাশ্যে জোর পূর্বক জড়িয়ে ধরার চেষ্টা চালায়। সেময় তারা ২জন চিৎকার করলে ক্ষিপ্ত হয়ে তাদেরকে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে পিঠিয়ে আহত করে। ওসময় ঘটনাটি দেখতে পেয়ে লিলির বড় ভাই হানিফ ও ভগ্নীপতি আলী আকবর ছুটে এসে লিলি ও লতাকে সেনা সদস্যদের হাত থেকে ছাড়িয়ে নিতে চাইলে তাদেরকেও পেঠাতে থাকে।
-



-
- বাদশাগঞ্জে সমাবেশের একাংশ
-


-
- বাদশাগঞ্জে সমাবেশে সুনেত্র ঘোষণা পাঠ করছেন আনু মোহাম্মদ স্যার
সূত্র:
১।দৈনিক মানব জমিন, ৩১ জুলাই, ২০১২। নিম্নের ওয়েব লিংকে পাওয়া যাবে: http://mzamin.com/details.php?nid=MTYwMDI=&ty=MA==&s=MjU=&c=MQ==
২।দৈনিক যুগান্তর, ২৫ জুলাই, ২০১২। নিম্নের ওয়েব লিংকে পাওয়া যাবে:
http://jugantor.us/enews/issue/2012/07/25/news0929.htm