রুইলুই পাহাড়ে পথের দুধারে সারি সারি ভাসমান দোকান, রিসোর্ট, কটেজের নানান রঙের দৃষ্টিনন্দন স্থাপনা। মাথার উপর খোলা আকাশ ছাড়া দুপাশের প্রাণ প্রকৃতি দেখা ক্রমশ দুরূহ হয়ে উঠছে। তাই ভ্রমণ পিপাসুরা আসেন হেলিপ্যাডের আশপাশ থেকে প্রকৃতি দেখতে। এখান থেকে ছোট-বড় পাহাড় দেখা বেশ উপভোগের।
সূর্যাস্তের সময় হেলিপ্যাডের নিচের রাস্তার ধার ঘেঁষে সারি সারি স্ট্রিটফুডের ভ্যান, রুইলুই পাহাড়ের দোকানপাট ও স্থাপনাগুলোর আলোকসজ্জা দেখা যায় । বোঝার উপায় নেই জায়গাটা ভূপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় কোনো উপত্যকা নাকি নাগরিক জীবনের জঞ্জালে ভরা কোনো অলিগলি।
অদূরের কংলাক পাহাড়ে যাতায়াত আগের চেয়ে অনেক সহজ হয়েছে এমন ভাষ্য স্থানীয়দের। সেখানেও রয়েছে নানান রিসোর্ট-কটেজ।
লুসাই গ্রামে পর্যটকরা ঐতিহ্যবাহী পোশাকে ছবি তুলতে পারেন নির্ধারিত সময় ও অর্থের বিনিময়ে।
প্রকৃতির উপর শোষণ বাড়তে থাকলেও, ঘুরতে আসা অনেকের কাছে সান্তনা এই আগেকার দুর্গম সাজেক দেশ-বিদেশের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি citizen.journalism@bdnews24.com ঠিকানায় ইমেইল করুন।