মধ্যরাতেই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
Published : 01 Mar 2024, 01:54 AM
রাজধানীর বেইলি রোডের ছয় তলা ভবনে আগুনে হতাহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার মধ্যরাতেই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
বাহিনীর মিডিয়া সেল জানায়, কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
কমিটিতে সংশ্লিষ্ট জোনের ডিএডি, সিনিয়র স্টেশন অফিসার ও ওয়ারহাউজ ইন্সপেক্টরকে রাখা হয়েছে।
তবে মিডিয়া সেলের বার্তায় কতদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে সে বিষয়ে প্রাথমিকভাবে বলা হয়নি।
বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ৪৪ মৃত্যু
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
দুই ঘণ্টা পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধারের তথ্য দেওয়া হয়। এরপরই আগুনের ভয়াবহতার চিত্র আসতে থাকে। একের পর এক হতাহতের খবর আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে।