শাবান মাসের চাঁদ দেখার পর শবে বরাতের তারিখ জানাবে ইসলামিক ফাউন্ডেশন।
Published : 11 Feb 2024, 10:07 AM
হিজরি শাবান মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে রোববার সন্ধ্যায়।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিতিতে এ সভার পরই শবে বরাতের তারিখ জানানো হবে।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, “বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হল।”
শাবান মাসের ১৪ তারিখ রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। মুসলমানরা এই রাতে ইবাদতে মশগুল হন।
সেইসঙ্গে শবে বরাত উপলক্ষে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ নানা ধরনের খাবার তৈরির চল রয়েছে। এসব খাবার দুঃস্থ-গরিবদের মাঝে বিরতরণের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে বাড়িতেও কেউ কেউ পাঠান।
বাংলাদেশে শবে বরাতের পরের দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।