Published : 06 May 2024, 06:40 PM
শরীয়তপুরে বাইক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও এসএ টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি কেএম রায়হান কবীর মারাত্মক আহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে শরীয়তপুর পৌর এলাকার দাসাত্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রতিনিধি নাছির আহাম্মেদ আলী জানান।
তিনি জানান, রোববার সকাল ১০টার দিকে সংবাদ সংগ্রহের কাজে জেলা শহর থেকে বাইকে নড়িয়া উপজেলায় যান সাংবাদিক রায়হান কবীর। সেখান থেকে দুপুর ১টার দিকে শহরে ফেরার পথে শরীয়তপুর-কলাবাগান সড়কের দাসাত্তা মোড়ে একটি ইজিবাইক রায়হানের বাইকটিকে ধাক্কা দিলে তিনি বাইক থেকে পাকা সড়কে ছিটকে পড়েন। এতে তার তিনটি দাঁত ও গলার নিচের একটি হাড় ভেঙে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রায়হান কবীরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানান নড়িয়ার স্থানীয় সাংবাদিক নাছির আহাম্মেদ আলী।