আগামী ৭ ডিসেম্বর হাবিবকে আদালতে হাজির করতে পুলিশের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
Published : 08 Nov 2023, 06:33 PM
বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আদেশ পেয়েও হাবিব নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ৭ ডিসেম্বর তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। ওই দিনই তার বিষয়ে পরবর্তী আদেশ দেবে আদালত।
বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করায় হাই কোর্টের একই বেঞ্চ হাবিবুর রহমান হাবিবকে গত ৬ নভেম্বর হাই কোর্ট হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে বলেছিল। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চায় হাই কোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে তার ব্যাপারে তথ্য জানাতে বলা হয়।
বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের জানান, আদালতকে তিনি বলেছেন যে, বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে জানিয়েছে, হাবিবুর রহমান হাবিবকে তার স্থায়ী এবং বর্তমান ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তারাও জানেন না।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের থেকে একথা শোনার পর এই বিএনপি নেতাকে হাজির করতে আইজিকে নির্দেশ দেয় আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব হাই কোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন-