দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি সেন্ট মার্টিনে ভেসে আসে বলে ভাষ্য বিজিবির।
Published : 05 Jul 2024, 06:31 PM
‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে’ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য ও ৩১ রোহিঙ্গাকে নিয়ে টেকনাফের সেন্ট মার্টিনে ভেড়া ট্রলারটি ফিরে গেছে।
শুক্রবার বিকাল ৫টায় ইঞ্জিন সচল হওয়ার পর ট্রলারটি ফিরে যায় বলে সেন্ট মার্টিন দ্বীপে বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন জানিয়েছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় মিয়ানমারের ট্রলারটি ৩৩ জন নিয়ে শুক্রবার সকালে সেন্ট মার্টিন দ্বীপে ভেসে আসে।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ট্রলারটিতে ৩১ রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী এবং ১১ জন শিশু।
“আর বিজিপির দুই সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। দুই জনের হাতে অস্ত্রও ছিল।”
রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে ইউপি চেয়ারম্যান মুজিবুর বলেন, “ট্রলারটি বৃহস্পতিবার বিকালে মংডু শহর থেকে যাত্রা করে। মিয়ানমারের জলসীমায় থাকা নৌ বাহিনীর জাহাজে করে তাদের সিটওয়ে শহরে যাওয়ার কথা ছিল।
“তবে যাত্রা করার কিছুক্ষণ পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ অবস্থায় প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম সৈকতে চলে আসে।”
ফিরে যাওয়ার আগ পর্যন্ত তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির হেফাজতে ছিলেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “খবর পেয়েছি, তারা দ্বীপে বিজিবির হেফাজতে আছেন। তবে বিজিবি এ বিষয়টি এখনও আমাকে কিছু জানায়নি।”
এর আগে ৯ জুন মিয়ানমারে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।
২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরে ছিলেন ১৭৩ জন বাংলাদেশি। একই সঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।
১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।
২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় আর ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা বিজিবির হেফাজতে ছিলেন।
আরও পড়ুন:
মিয়ানমার থেকে ফিরলেন ৪৫ বাংলাদেশি, গেলেন ১৩৪ বিজিপি ও সেনা সদস্য