মান্নান হীরার জন্মদিনে ‘আমাদের নাট্যচর্চায় যা নিয়ে কথা হয়’ শীর্ষক বক্তৃতা এবং ‘ময়ূর সিংহাসন’ নাটকের মঞ্চায়নের আয়োজন করছে আরণ্যক।
Published : 05 Jul 2024, 06:24 PM
নাটক মঞ্চায়ন ও স্মারক বক্তৃতা আয়োজনের মাধ্যমে প্রয়াত নাট্যকার মান্নান হীরার জন্মবার্ষিকী উদযাপন করবে আরণ্যক নাট্যদল।
আগামী ৭ জুলাই আরণ্যক নাট্যদলের সাবেক প্রধান সম্পাদক মান্নান হীরার ৬৭তম জন্মদিবস।
এ উপলক্ষ্যে ‘আমাদের নাট্যচর্চায় যা নিয়ে কথা হয়’ শীর্ষক বক্তৃতা এবং মান্নান হীরা রচিত ‘ময়ূর সিংহাসন’ নাটকের মঞ্চায়নের আয়োজন করছে আরণ্যক।
রোববার বিকলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘আমাদের নাট্যচর্চায় যা নিয়ে কথা হয়’ শীর্ষক বক্তৃতা দেবেন থিয়েটার বিষয়ক পত্রিকা আনর্তর সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক রহমান রাজু।
এদিন সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে মঞ্চায়িত হবে নাটক ‘ময়ূর সিংহাসন’। শাহ আলম দুলালের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে।
মান্নান হীরা ১৯৫৭ সালের ৭ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি আরণ্যক নাট্যদলের সাথে তার নাট্যযাত্রা শুরু করেন।
তিনি একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক ছিলেন। স্বাধীন বাংলাদেশে পথনাটক চর্চার পথিকৃৎ গণ্য করা হয় তাকে। ১৯৯৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। নাটক ক্যাটাগরিতে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এছাড়াও বাংলা একাডেমি থেকে শহীদ আকন্দ পদক, নাট্যদল থিয়েটার প্রবর্তিত জাকারিয়া স্মৃতি পদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।
মান্নান হীরা ২০২০ সালের ২৩ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।