দিনে তাপমাত্রা বাড়লেও রাতে শীতের অনুভূতি আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Published : 18 Jan 2024, 01:03 PM
এক সপ্তাহ পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝলমলে রোদের দেখা মিলেছে।
বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর অনেকটাই সরে গেছে, আকাশে হাসছে সূর্য।
গত ১১ ডিসেম্বর থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল দিনের আলো। সঙ্গে ঠান্ডা হাওয়া শীতের কষ্ট বাড়িয়ে দিয়েছিল। রোদ ওঠার পর দিনে শীতের তীব্রতা কমে এসেছে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বললেন, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে শুক্রবার দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
কিশোরগঞ্জ, নওগাঁসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
দিনে তাপমাত্রা বাড়লেও রাতে শীতের অনুভূতি আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বদিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; আর সর্বোচ্চ ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও থাকতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। তাতে বিমান চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হতে পারে।