“প্রতিকেজি ৫০ টাকার আলু ৩৬ টাকায় নামানো হয়েছিল। কিন্তু এটি এখন আর কার্যকরি নাই। কারণ হলো হিমাগারকেন্দ্রিক সেই সিন্ডিকেটটি আবার সক্রিয় হয়েছে,” বলেন ভোক্তার ডিজি এ এইচ এম সফিকুজ্জামান।
Published : 16 Oct 2023, 04:24 PM
হিমাগারভিত্তিক ব্যবসায়ীরা সক্রিয় থাকায় নানা পদক্ষেপ নিয়েও আলুর সরকার নির্ধারিত দর কার্যকর করা যায়নি বলে মনে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
সোমবার কারাওয়ান বাজার টিসিবি ভবনের সামনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশেনের (বিপিএ) সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গত সেপ্টেম্বরে উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে সরকার আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকর নেই। সরকারি তদারকি প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিদিন অভিযান ও জরিমানা করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি।
অনুষ্ঠানে এই প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, “আলুর দামটা নিয়ন্ত্রণে আমরা অনেক চেষ্টা করেছিলাম। মুন্সীগঞ্জ থেকে এক হাজার টন আলু অনলাইন শপিং, সুপার শপগুলোতে দিয়েছিলাম। ৩৬ টাকা কেজিতে আলু বিক্রি করা গিয়েছিল। প্রতিকেজি ৫০ টাকার আলু ৩৬ টাকায় নামানো হয়েছিল। কিন্তু এটি এখন আর কার্যকরি নাই।
“কারণ হলো হিমাগারকেন্দ্রিক সেই সিন্ডিকেটটি আবার সক্রিয় হয়েছে।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই পরিস্থিতি বিবেচনায় বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ট্রাকসেল নিয়ে এগিয়ে আসতে পারে।
আলুর ক্ষেত্রে হিমাগারভিত্তিক ব্যবসায়ীরা ট্রাক সেল শুরু করলে আলুর দাম কমে আসবে বলে মনে করেন তিনি।