এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
Published : 09 Oct 2023, 11:02 AM
রাজধানীর কাকরাইলে কুরিয়ার প্রতিষ্ঠান এসএ পরিবহন কুরিয়ারের গুদামে লাগা আগুন ঘণ্টাখানেক চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এ বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা।
এর আগে সকাল ১০টার দিকে কাকরাইলের চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
পরে ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, “গুদামে পার্সেলের মধ্যে আতশবাজি বা পটকা ধরনের কিছু থেকে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এস এ পরিবহনের প্রধান কার্যালয়ে আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা দেখা যায়নি। তদন্তের পর বলতে পারব- আগুন নেভানোর জন্য তাদের কী রকম ব্যবস্থা ছিল।”
আগুন লাগার কারণ জানতে চাইলে রেজাউল করিম বলেন, “অনেক কারণে আগুন লাগতে পারে। ধূমপান কিংবা কী কারণে আগুন লেগেছে এটা আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে, তদন্ত করে পরবর্তীতে বলতে পারব।”