ঢাকায় বুথে ঢুকে টাকা লুটের সময় বাধা পেলে কুপিয়ে নিরাপত্তা কর্মীকে হত্যা করার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
Published : 22 Apr 2024, 09:42 PM
রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বলছে, ইউটিউব দেখে বুথ ডাকাতির চেষ্টা করেছিল ওই যুবক।
সোমবার আরিফুল ইসলাম নামের ওই যুবককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে তাকে কবে ও কোথা থেকে গ্রেপ্তার করা হয় সেসব তথ্য জানানো হয়নি।
এদিনে দুপুরে ডিএমপির সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ওই যুবক বিভিন্ন ব্যবসায় লোকসান দিয়ে একবার কিডনি বিক্রি করতে চেয়েছিল। ঋণগ্রস্ত ওই যুবক পাওনাদারদের চাপে পরিবার ও স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় আত্নগোপনেও ছিল দীর্ঘদিন।
গত ১০ এপ্রিল ভোরে গুলশান থানাধীন শাহজাদপুরে প্রগতি সরণির মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই কর্মীকে হত্যার পর ওই বুথ ভেঙে টাকা নেওয়ার চেষ্টা চালানো হয়।
গোয়েন্দা কর্মকর্তা হারুন বলেন, হত্যাকাণ্ডের সময়কার সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার কয়েকদিন পরই আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, “গত ১০-১২ বছর ধরে বিভিন্ন অফিস ও বাসাবাড়ির আসবাবপত্র পরিবহনের কাজ করত আরিফুল। পরে ইট, বালি, পাথর সরবরাহের ব্যবসা শুরু করে। এসব ব্যবসায় তার প্রায় ১৫ লাখ টাকা লোকসান হয়। এরপর সে একটি কিডনি বিক্রির কথা বলে মিরপুর এলাকায় লিফলেটও ছাড়ে।”
রাজধানীতে এটিএম বুথের প্রহরীকে হত্যা
ডিএমপির ডিবি প্রধান বলেন, পরে পাওনাদারদের চাপে রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার সময় আরিফুল ইউটিউবে বুথ ডাকাতির দৃশ্য দেখে সেখান থেকে শেখা সহজে টাকা আয় করার সিদ্ধান্ত নেয়।
“এজন্য রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাংকের বুথ পর্যবেক্ষণ করে নিরাপদ হিসাবে মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের বুথ লুট করার সিদ্ধান্ত নেয়।”
ঘটনার বর্ণনা করে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে হাতুড়ি, শাবলসহ অন্যান্য সরঞ্জাম কিনে ওই বুথে যায়। সেখানে নিরাপত্তা কর্মীর বাধার সম্মুখীন হলে তাকে ওইসব অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে আরিফুল। পরে ১০-১২ মিনিট বুথ ভাঙ্গার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে মিরপুরের বাসে করে চলে যায়।