এ ঘটনায় কারো হতাহতের খবর না মিললেও পুরো হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছুটোছুটি করে সবাই নেমে আসেন নিচে।
Published : 19 Apr 2024, 02:28 PM
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় কারো হতাহতের খবর না মিললেও পুরো হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছুটোছুটি করে সবাই নেমে আসেন নিচে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সহকারী তালহা বিন জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর ১ টা ৪৭ মিনিটের দিকে হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগে আগুন লাগে।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ছুটে যায়। পরে সিদ্দিক বাজার এবং তেজগাঁও থেকে আরো দুটো ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় বেলা ২ টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন লাগার খবরে পুরো হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ বাচ্চাদের নিয়ে ভবন ছেড়ে নিচে নেমে আসেন সবাই। অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে উদ্বিগ্ন বাবা-মাদের হাসপাতালের প্রাঙ্গণে গরমের মধ্যে অপেক্ষা করতে দেখা যায়।
সাজেদা আক্তার রিমা নামের একজন ফেইসবুকে ওই সময়ের একটি ভিডিও পোস্ট করে লেখেন, “মানুষ আগুন থেকে বাঁচতে ছুটাছুটি শুরু করেছে।প্রিয়জনের সুরক্ষার জন্য চারিদিকে কান্নাকাটি।সবকিছু ফেলে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত সবাই।”
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বি ব্লকের পাঁচ তলায় আগুন লেগেছিল। তবে এখন নিয়ন্ত্রণে আছে। বি ব্লকের প্রতিটি তলায় আইসিইউ আছে। যেখানে আগুন লেগেছে সেখানেও আইসিইউ ছিল। আমরা রোগীদের সরিয়ে নিয়েছি। প্রত্যেককে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে দিয়েছি।”
আগুন নেভানোর কাজে যোগ দেওয়া নৌবাহিনীর ঘাঁটি হাজী মহসিনের লেফটেন্যান্ট কমান্ডার তানবিনুর রহমান বলেন, আইসিইউতে যত রোগী ছিল, তাদের এবং স্বজনদের সবাইকেই নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দীন জানান, ১ট ৫৫ মিনিটে হাসপাতালে পৌঁছে তারা দেখেন, কার্ডিয়াক বিভাগের আইসিইউ ইউনিটে এসিসহ বেশ কিছু ইকুইপমেন্টের আগুন জ্বলছে। তারা প্রথমে সেখান থেকে রোগী ও লোকজনকে বের করেন। পরে আগুন নির্বাপণ শুরু করেন।
কোত্থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি আইসিইউয়ের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এরপরেও আমরা তদন্ত করব।”