ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-ধাওয়ি

কটূক্তিকে কেন্দ্র করে কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 12:34 PM
Updated : 2 March 2023, 12:34 PM

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-ধাওয়ি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি শফিকুল ইসলাম সাবু।

তিনি বলেন, “দুই কলেজের এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে বিভিন্ন ‘কটূ’ কথা বলে উত্ত্যক্ত করে আসছিল। এই উত্ত্যক্ত করা নিয়ে কয়েকদিন আগে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে বলে শোনা গেছে।

“বুধবার ঢাকা কলেজের সামনে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।”

বৃহস্পতিবারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওসি শফিকুল বলেন, “আজ দুপুরে আইডিয়াল কলেজের সামনে দিয়ে ঢাকা কলেজের একটি বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করে। এর প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে গিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে “

তখন দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে বলে তিনি জানান।

এ পরিস্থিতিতে সেখানে ঘণ্টা খানেক যানবাহন চলাচল বন্ধ থাকে উল্লেখ করে ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

“এই ঘটনায় নিজেদের মধ্যে দৌড়াদৌড়ি করতে গিয়ে কেউ আহত থাকতে পারেন। তবে একে অপরকে মাথায় আঘাত করে আহত করেছে এমন কোনো ঘটনা ঘটেনি।”

কোনো কলেজ প্রশাসনই থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছে ওসি শফিকুল।