নতুন শিক্ষাক্রম: ১০ বছর পর বড় পরিবর্তনের আশা শিক্ষামন্ত্রীর

রাতারাতি পরিবর্তন আসবে না, বলছেন দীপু মনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2022, 07:44 PM
Updated : 10 Oct 2022, 07:44 PM

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে এক দশক পর সমাজে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার ঢাকায় ব্র্যাকের এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “নতুন শিক্ষাক্রম যদি পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী পাঁচ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে শুরু করবো।”

নতুন শিক্ষাক্রমকে পরীক্ষা ও মুখস্ত নির্ভরতা থেকে বেরিয়ে অভিজ্ঞতাভিত্তিক শেখার মাধ্যমে পাঠ প্রক্রিয়াকে আনন্দময় করার উদ্যোগ বলছে সরকার।

চলতি বছর এ শিক্ষাক্রমের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। ধাপে ধাপে বাস্তবায়ন শেষে ২০২৫ সালে সম্পূর্ণ নতুন পাঠক্রমে পড়বে শিক্ষার্থীরা।

রাতারাতি যে এর সুফল পাওয়া যাবে না তা স্মরণ করিয়ে দিয়ে দীপু মনি বলেন, “যদি খুব ভালোভাবে করতে পারি, তাহলে আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে। তাদের মধ্য দিয়ে তাদের পরিবারে চিন্তাগুলো চলে যাবে, চর্চাগুলো চলে যাবে। এর মধ্য দিয়ে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি।”