বরিশাল বিমানবন্দরে নামতে না পেরে একটি ক্যালিব্রেশন ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
কোনো উড়োজাহাজের যন্ত্রাংশ পরীক্ষা বা নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে এই ধরনের ক্যালিব্রেশন ফ্লাইট চালানো হয়। সেই কাজেই সেটি বরিশাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। কিন্তু সামনের চাকা ফেটে যাওয়ায় এবং বরিশালে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সেটি ঢাকায় চলে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, “বরিশাল থেকে একটি ক্যালিব্রেশন ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ড করার সংবাদ পেয়ে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পাঠানো হয়। ফ্লাইটটি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নিরাপদে ল্যান্ড করেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।”
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, “ছোট ওই উড়োজাহাজের নোজ হুইল (সামনের চাকা) ফেটে এ বিপত্তি হয়। শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। এটি একটি পরীক্ষামূলক (ক্যালিব্রশন) ফ্লাইট ছিল, কোনো যাত্রী ছিল না। উড়োজাহাজটি কোনো নির্দিষ্ট এয়ারলাইন্সের অন্তর্ভুক্ত নয়।