কাতারের অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি কাতারে যান।
Published : 11 Feb 2024, 09:10 PM
কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কাতারে তিনদিনের সরকারি সফরে তিনি ১৮তম এএফসি এশিয়ান কাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখেন এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন।
কাতারের অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ৭ ফেব্রুয়ারি এই সফরে যান।
আরও পড়ুন