সংস্থাটির প্রাঙ্গণে মঙ্গলবার ভোট হয়।
Published : 30 Jan 2024, 10:41 PM
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল নির্বাচনে সভাপতি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে ২০২৪-২০২৫ সালের কাউন্সিল নির্বাচন হয়। পরে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শরীফুল্লাহ ভূঁইয়া।
ভোটে সহ-সভাপতি পদে হাফিজা খাতুন, সাজাহান মিয়া ও ইয়ারুল কবীর; কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আবদুল মজিদ ও সম্পাদক পদে আবদুর রহিম নির্বাচিত হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন এ কে এম গোলাম রব্বানী, মাহবুবা নাসরীন, লুৎফর রহমান, সাদেকা হালিম, আশা ইসলাম নাঈম, আবদুল বাছির, নাজমা খান মজলিস, আবদুল করিম, শুচিতা শরমিন ও সাব্বীর আহমেদ।