মূল বেতন যাই থাকুক; ‘বিশেষ সুবিধা’ কোনো অবস্থাতেই এক হাজার টাকার কম হবে না।
Published : 18 Jul 2023, 08:24 PM
সরকারি চাকুরেদের মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও চলতি বছরের জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে অতিরিক্ত অর্থ পাবেন।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে পাঠান একটি চিঠিতে এতথ্য জানান হয়।
সরকারি চাকুরেদের জন্য চলতি বছরের জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করে এদিনই প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এরপরই এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে ওই চিঠি আসে।
চিঠিতে বলা হয়, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তবে বেতনের এই প্রবৃদ্ধি ১ হাজার টাকার কম হবে না।
গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা জানান।
সেই ঘোষণা বাস্তবায়নেই জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব- শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ডস বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ দেওয়া হল।