ঢাকার যাত্রাবাড়ীর দনিয়ায় থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক অটোরিকশার চালক এবং এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার ভোর ৫টার দিকে দনিয়া কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এএসআই মোহাম্মদ এরশাদ আলী জানান।
নিহতরা হলেন– অটোরিকশার চালক মো. পলাশ (৫০) এবং যাত্রী মো. মমিন (৪২)। আহত শাহআলী (৩৫) ও সুমনকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
এএসআই এরশাদ বলেন, মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে অটোরিকশায় তিন মাছ ব্যবসায়ী যাত্রাবাড়ীর আড়তে যাচ্ছিলেন। দনিয়া কলেজের সামনের সড়কে দ্রুত গতির অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়।
তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন আহত হন। পরে অটোরিকশা কেটে তাদের বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত শাহআলীর স্ত্রী মুক্তি বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার স্বামী এবং তার সঙ্গী ব্যবসায়ীরা প্রতিদিনই যাত্রাবাড়ীর আড়তে এসে মাছ কিনে নিয়ে মুক্তারপুরে বিক্রি করতেন। অটোরিকশা চালক পলাশ সম্পর্কে শাহআলীর খালু।
নিহত দুজনের দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এএসআই এরশাদ আলী জানিয়েছেন।