বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বাবলী গরু চুরির মামলায় কারাগারে

ধামরাইয়ের বিভিন্ন জায়গায় কয়েকটি গরু চুরির তদন্তে বাবলীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2022, 05:18 PM
Updated : 3 Nov 2022, 05:18 PM

বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে গরু চুরির মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সেই সঙ্গে শাহাদাৎ হোসেন নামের এক আসামিকে একদিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী আশরাফুজ্জামান এসব আদেশ দেন।

এ মামলায় গ্রেপ্তার আরেক আসামি আরিফুল ইসলামের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিচারিক হাকিম শেখ মুজাহিদুল ইসলাম।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা জানান, তিন আসামিকে আদালতে হাজির করা হলে আরিফুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এছাড়া শাহাদাৎ হোসেনের সাত দিনের রিমান্ড এবং বাবলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বাবলীকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য রোববার দিন ঠিক করেছেন বিচারক।

সম্প্রতি ধামরাইয়ের বিভিন্ন জায়গায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এসব চুরির মামলার তদন্তে নেমে ছাত্রলীগ নেত্রী বাবলীর সম্পৃক্ততা পায় পুলিশ। গত বুধবার সাভার পৌরসভার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার ধামরাই থানা পুলিশ।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের এ শিক্ষার্থীকে বৃহস্পতিবার ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

Also Read: গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা ছাত্রলীগ নেত্রী