জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বর থেকে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
Published : 25 Oct 2023, 03:42 PM
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদের কার্নিশে আটকে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার সকালে ময়মনসিংহের ত্রিশালের মাদ্রাসাতুল ইদকান নামের মাদ্রাসা ভবনের কার্নিশ থেকে তাকে উদ্ধার করা হয়। দশ বছর বয়সী শিশুটি ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, শিশুটি মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ভবনের পাঁচতলার ছাদের কার্নিশে উঠে আর নামতে পারছিল না।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করে দ্রুত তাকে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
“পরে ত্রিশাল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।”
উদ্ধারকাজে নেতৃত্ব দেন ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান।
সাদেকুর শিশুটিকে উদ্ধারের বিষয়টি তাদের নিশ্চিত করেছেন বলে পরিদর্শক আনোয়ার সাত্তার জানান।