দুই-এক দিনে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়বে, সে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Published : 08 Aug 2023, 08:46 PM
সপ্তাহব্যাপী টানা বৃষ্টি যে দুর্ভোগ বয়ে এনেছে চট্টগ্রাম অঞ্চলে, তা অবসানের আভাস এল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “আগামীকাল থেকে চট্টগ্রামের দিকে বৃষ্টি কমা শুরু করবে। শুধু চট্টগ্রাম না, ঢাকা এবং বরিশাল বিভাগেও বৃষ্টি কম হবে।”
অগাস্টের শুরুর দিন থেকে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে; ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৪৭ মিলি মিটার বৃষ্টিতে বন্দরনগরীর অনেক এলাকা তলিয়ে আছে।
টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ডুবে গাড়ি চলাচল বন্ধ হয়েছে মঙ্গলবার। বান্দরবান শহর তলিয়ে তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে কয়েকজনের মৃত্যুও হয়েছে।
দুই-এক দিনে চট্টগ্রামে পরিস্থিতির উন্নতির আশা দিলেও ভরা বর্ষায় বৃষ্টি একেবারে থেমে যাবে, তা হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর।
তিনি বলেন, “একবারে কমবে, এমন না। তবে ওই দিকের বৃষ্টি কমে গিয়ে উত্তরাঞ্চলের দিকে বাড়বে আর কী। আর, গরমের পরিমাণ স্বাভাবিকই থাকবে।”
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজশাহী বিভাগের বগুড়ায়, ২০৩ মিলিমিটার। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরের তেতুঁলিয়ায়, ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে কম ছিল ঢাকার টাঙ্গাইল এবং চট্টগ্রামের কুতুবদিয়ায়, ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বুধবার সারাদেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে
প্রবল অবস্থায় রয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে।
“সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং এর প্রভাবে বাংলাদেশের উপকূল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।”
চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে আগের মতো ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে, সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।