সব মিলিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজার ম্যাজিস্ট্রেট দায়িত্ব পাচ্ছেন।
Published : 28 Dec 2023, 04:24 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ভোটের দুই দিন আগে থেকে পাঁচ দিনের জন্য আরো এক হাজার ৯০৪ জন নির্বাহী হাকিম চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ওই চিঠি পাঠান।
তফসিল ঘোষণার পর ২৮ নভেম্বর থেকে ভোটের মাঠে আচরণবিধি প্রতিপালনে সাড়ে সাতশর বেশি নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন। ২৯ ডিসেম্বর থেকে মাঠে নামছে আইন শৃঙ্খলাবাহিনী। এমন পরিস্থিতিতে আট বিভাগে আরও এক হাজার ৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাহিদা দেওয়া হল।
চিঠিতে বলা হয়, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন নির্বাচনি এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধের জন্য এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে, বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা প্রয়োজন।
আট বিভাগে বর্তমানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন এক হাজার ১৬২ জন। এর মধ্যে ৭৫৪ জনকে এরই মধ্যে ভোটের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
এখন ঢাকা বিভাগে ৩৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭৬ জন, সিলেট বিভাগে ১৪৪ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, খুলনা বিভাগে ১৮৩ জন ও রংপুর বিভাগে ২৮২ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি।
নির্বাহী হাকিমদের দু'টি ব্যাচে বিভক্ত করে প্রথম ব্যাচে ৩১ ডিসেম্বর ও দ্বিতীয় ব্যাচের কর্মকর্তাদের ২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচনী অপরাধ আমলে নেওয়ার জন্যে ৬৫৩ জন বিচারিক হাকিম ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন তিনশ সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন। আরও ৩০০ বিচারিক হাকিম এখন নির্বাচনী অনুসন্ধান কমিটিতে দায়িত্ব পালন করছেন।
সব মিলিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে আড়াই সহস্রাধিক নির্বাহী হাকিম এবং প্রায় এক হাজার বিচারিক হাকিম নিয়োগ পাচ্ছে।
পুরনো খবর
নির্বাচনি আচরণবিধি: ৮০০ নির্বাহী হাকিম মাঠে নামছেন মঙ্গলবার
ভোটের মাঠে সেনা নামছে ২৯ ডিসেম্বর, পরিপত্র জারি