“মারে মারছে, বাবারে লাথি দিয়ে ফেলে দিছে এর আগে। আজ মাদকের টাকার জন্য বাড়ির লোকজনকে ঘরে আটকে সিলিন্ডারের চাবি খুলে দিয়ে আগুন ধরিয়ে দিছে।”
Published : 18 Dec 2023, 06:34 PM
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের একটি বাসায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় তাদেরই একজন সিলিন্ডার ছেড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন পুলিশ ও স্বজনরা।
পরিবারটির সেই সদস্য মাদকাসক্ত এবং টাকার জন্য তিনি ওই ঘটনা ঘটিয়েছেন বলে স্বজনদের ভাষ্য।
সোমবার সকাল ৯টার দিকে কেরাণীগঞ্জের কাইটাইল এলাকায় একটি চারতলা ভবনের নিচ তলায় পাঁচজন দদ্ধ হন, দেয়াল ধসে পড়ায় আহত হন ভবন লাগোয়া রাস্তার দুই পথচারী।
হাসপাতালে ভর্তির পর দগ্ধদের স্বজনরা জানিয়েছিলেন, রান্নাঘরের চুলার গ্যাস থেকে ‘বিস্ফোরণ’ হয়েছিল ওই বাসায়।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, ওই পরিবারের মাদকাসক্ত ছেলে সিলিন্ডারের গ্যাস ছেড়ে আগুন লাগিয়ে দিলে বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন উমা চক্রবর্তী (৭৫), তার মেয়ে বীনা রানী (৫০), ছেলে দেবা চক্রবর্তী (৩৫), পুত্রবধূ লিপি চক্রবর্তী (২৬) ও নাতি পিনাট চক্রবর্তী (১৪)।
দগ্ধ লিপি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন, বাকি চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, “এখানে থাকা দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।”
জানতে চাইলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম বলেন, “উমা চক্রবর্তীর ছেলে দেবা চক্রবর্তী মাদকাসক্ত। তিনিই সিলিন্ডার ছেড়ে ঘরে আগুন লাগিয়ে দেন বলে আমরা জেনেছি। তারা সবাই এখন দগ্ধ হয়ে হাসপাতালে। অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ।”
দেবার ভাই সঞ্জয় চক্রবর্তী সকালে ঘটনাটিকে দুর্ঘটনা বলেছিলেন। বিকালে থানা পুলিশের ভাষ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই দেবা চক্রবর্তী মাদকাসক্ত। প্রায়ই টাকার জন্য পরিবারের লোকজনকে মারধর করত।
“মারে মারছে, বাবারে লাথি দিয়ে ফেলে দিছে এর আগে। আজ মাদকের টাকার জন্য বাড়ির লোকজনকে ঘরে আটকে সিলিন্ডারের চাবি খুলে দিয়ে আগুন ধরিয়ে দিছে।”
শিশু পিনাট দগ্ধ হওয়ার বিষয়ে তার বাবা সঞ্জয় বলেন, “আমি ছিলাম ফতুল্লায়। আমার ছোট পোলাডারেও ঘরে আটকায়া রাখছিল ও। আমরা ব্যবস্থা নিমু নিমু করতে করতে আইজকা এই ঘটনা ঘটায়া ফেলল।”
বিস্ফোরণে ওই ঘরের দেয়াল ভেঙে যায়। সেই দেলায় গায়ে পড়ে আহত পথচারী তাপস (২৭) ও ঝাল মুড়ি বিক্রেতা পরান (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।