শিক্ষায় মেগা প্রকল্প হবে: দীপু মনি 

“অতিমারীতে অনেক সম্ভাবনাও তৈরি হয়েছে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 03:49 PM
Updated : 16 May 2023, 03:49 PM

মানসম্মত শিক্ষা নিশ্চিতে ‘মেগা প্রকল্প’ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

তিনি বলেছেন, "বাজেটে টাকা বাড়বে, আরও অনেক বাড়বে। এখন ভালো একটি শিক্ষাক্রম হয়েছে। শিক্ষক নিয়োগ ও তাদের উন্নয়নে আমরা কাজ করছি। আমরা এখন যেসব কাজ করছি, সেগুলো শেষ হলে বাজেট বাড়বে। আমি তো বলছি- শিক্ষায় একটি মেগা প্রজেক্ট হবে।" 

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দীপু মনি বলেন, “শিক্ষা ও মানবসম্পদ মিলিয়ে বাজেট শতকরা তিন ভাগের কাছাকাছি। এটাকে বাড়াতে হবে। টাকার অংকে হলে ২০০৭ সালে বিএনপি-জামায়াত আমলের শেষ বছরে আমাদের সারা দেশের বাজেট ছিল ৬০ হাজার কোটি টাকা। এখন আমাদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বাজেট প্রায় ৯০ হাজার কোটি টাকা। সেই অর্থে বিনিয়োগ অনেক বেশি।” 

বাজেটের পাশাপাশি অন্যান্য দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শুধু বাজেট বরাদ্দ নয়, টাকা নয়; আমার অনেক টাকা আছে- কারিকুলাম ভালো না, আউটকাম কি ভালো হবে? অনেক টাকা আছে, শিক্ষক ভালো না- তাহলে আউটকাম পাব না। 

“টাকা আছে, টেকনোলজি ব্যবহার করতে পারছি না; আবার টাকাও আছে, সব কিছু আছে- সঠিকভাবে ব্যবহার করতে পারছি না তাহলেও হবে না।" 

শিক্ষামন্ত্রী বলেন, "বৈশ্বিক অতিমারী করোনার প্রভাব শিক্ষায় পড়েছে। তবে লার্নিং লস বা গ্যাপ পূরণে সময় লাগবে। একটি বা দুটি শিক্ষাবর্ষে তা পূরণ হবে তেমন নয়। করোনাকালে অ্যাস্যাইনমেন্টের মাধ্যমে আমরা ৯৩ শতাংশ শিক্ষার্থীকে লেখাপড়ায় যুক্ত করতে পেরেছি। 

"…অতিমারীর কারণে আমাদের শিক্ষার্থীরা নিজেরা চেষ্টা করে শেখার যোগ্যতা অর্জন করেছে। প্রযুক্তি ব্যবহার শিখেছে। অনেক সম্ভাবনাও তৈরি হয়েছে।" 

অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (প্রাথমিক) এ কে এম রেজাউল হাসান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।