বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।
Published : 28 Jan 2024, 10:56 AM
ঢাকার জাতীয় জাদুঘরে শুরু হতে যাচ্ছে প্রবাসী শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের মাসব্যাপী প্রদর্শনী। ‘শাহাবুদ্দিন : এ রেট্রোস্পেক্টিভ ১৯৭৩-২০২৩' শীর্ষক এ প্রদর্শনীতে শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শন করা হবে, যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার বিকাল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে হবে উদ্বোধনের আনুষ্ঠানিকতা।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ফ্রান্স প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীর বিশেষ প্রদর্শনীটি উদ্বোধনের পরদিন সবার জন্য সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)