মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতজনকে গ্রেপ্তার এবং ইয়াবা ও আইস উদ্ধার করেছে।
শুক্র ও শনিবার অভিযান চালিয়ে ঢাকা ও ফতুল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- রফিক উল্লাহ (২২), মোঃ সরওয়ার কামাল (২৩), ইমরান হোসেন (৩০), মোঃ মহসিন (৩২), মোঃ মিরাজ শেখ (৩৩), প্রান্ত ভট্টাচার্য (২৫) ও মামুনুর রশীদ মিম (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল ঢাকা ও ফতুল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম আইস এবং মাদক বিক্রির সোয়া তিন লাখ টাকা উদ্ধার করে।
গ্রেপ্তার সাতজনের মধ্যে অটোরিকশা চালক, মুদি দোকানদার, বাসের সুপারভাইজার, ইলেট্রিশিয়ান ও শ্রমিক রয়েছে।
তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।