বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়নে ভূমিকার জন্য ২০২২ সালে ডা. শেহলিনা আহমেদকে এই সম্মাননা দেওয়া হয়।
Published : 31 Jan 2024, 08:22 PM
ব্রিটিশ রাজের দেওয়া ‘মেম্বার অব দি অর্ডার অব দি ব্রিটিশ এম্পায়ার’ বা এমবিই খেতাব গ্রহণ করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের সাবেক কর্মী ডা. শেহলিনা আহমেদ।
ব্রিটিশ হাই কমিশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তার হাতে পদক তুলে দিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়নে ভূমিকার জন্য ২০২২ সালে এই অ্যাওয়ার্ডের জন্য তার নাম ঘোষণা করা হয়েছিল।
২০০৯-২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কার্যক্রমের নেতৃত্ব দেন শেহলিনা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে (ডিএফআইডি) ১৩ বছরের ক্যারিয়ারে শেহলিনা আহমেদ বাংলাদেশের দরিদ্র ও বঞ্চিত মানুশের জীবন মানের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা কার্যক্রম বাস্তবায়নে অনন্য ভূমিকা রেখেছেন।
হাই কমিশনার বলেন, “প্রয়াত রানী এলিজাবেথের পক্ষ থেকে ডা. শেহলিনা আহমেদকে সম্মাননা তুলে দিতে পেরে আমি আনন্দিত।
“তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আনন্দের। তার অসাধারণ কাজ আমি দেখেছি। বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিবর্তনে এবং আমাদের দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে তিনি দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছেন।”