এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ৩৫৬৫ ইয়াবাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার সকালে মো. জাহিদ হোসেন (২৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে জাহিদের আচরণ সন্দেহজনক মনে হয় এপিবিএন গোয়েন্দা দলের।
এপিবিএন সদস্যরা তার দিকে এগিয়ে যেতেই জাহিদ দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলা হয়।
পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাহিদ পোশাকের পকেট থেকে ইয়াবা বের করে দেন।
জাহিদের বাড়ি কক্সবাজারের টেকনাফে।