গত ২৩ অগাস্ট এনামুল বাছিরকে জামিন দিলেও কাগজপত্রে জটিলতা থাকায় পরদিন তা প্রত্যাহার করে নিয়েছিল আদালত।
Published : 07 Sep 2022, 12:43 PM
ঘুষ লেনদেনের মামলায় আট বছরের দণ্ড পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির জামিন চেয়ে ফের হাই কোর্টে আবেদন করেছেন।
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চের বুধবারের কার্যতালিকার ১১৫ নম্বরে আবেদনটি শুনানির জন্য রয়েছে।
এনামুল বাছির তার আইনজীবী ফারুক আলমগীর চৌধুরীর মাধ্যমে মঙ্গলবার হাই কোর্টে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
গত ২৩ অগাস্ট এনামুল বাছিরকে জামিন দিয়েছিল বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চ। কিন্তু তার মূল আপিল আবেদনের সাথে জামিন আবেদন না থাকার বিষয়টি ধরা পড়লে পরদিন জামিন প্রত্যাহার করে নেয় আদালত।
হাই কোর্ট গত ১৩ এপ্রিল এনামুল বাছিরের আপিল শুনানির জন্য গ্রহণ করে। সেই সাথে তার ৮০ লাখ টাকা অর্থদণ্ড স্থগিত করে বিচারিক আদালতের যাবতীয় নথি তলব করে আদালত।
একই মামলায় তিন বছরের দণ্ডিত পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গত এপ্রিলে জামিন দিয়েছিল হাই কোর্ট।
একটি মামলা থেকে বাঁচার আশায় দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান। পরে তাদের দুজনকেই বরখাস্ত করা হয়।
ওই মামলার রায়ে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম দুইজনকে সাজা দেন।
রায়ে মিজানকে দণ্ডবিধির ১৬৫ ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর এনামুল বাছিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ৩ বছর বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি মুদ্রা পাচার আইনের ৪ ধারায় ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৮০ লাখ জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়।
আরও পড়ুন-
এনামুল বাছিরের জামিন একদিন পর প্রত্যাহার
দণ্ডিত এনামুল বাছির জামিন পেলেন হাই কোর্টে
ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন
ডিআইজি মিজানের শাস্তি চেয়ে দুদকের আপিল গ্রহণ, নথি তলব