গতবছর ভোটদানে বিরত থাকলেও এবার নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।
Published : 06 Mar 2024, 03:08 PM
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
২০২৪-২৫ মেয়াদের জন্য কার্যকরী কমিটি নির্বাচনের এই ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ১০টার পর; দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে তা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের বলেন, দুই দিনব্যাপী এ নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হবে। এরপর ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টরা জানান, ৫০টি বুথে একযোগে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এবার মোট ৭ হাজার ৮৮৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
গত বছর ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা নানা অভিযোগ তোলেন। ওই সময় তারা ভোট বর্জন না করলেও শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকেন। এরপর পুরো বছরজুড়ে তারা ওই ভোটে বিজয়ীদের সমালোচনা করে নানা কর্মসূচি পালন করেন। এই অবস্থার মধ্যেই এবার তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
সমিতির কার্যকরী কমিটির সভাপতি, দু’টি সহ-সভাপতি, একটি সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, দু’টি সহ-সম্পাদক দুটি এবং সাতটি কার্যকরী কমিটির সদস্য মিলিয়ে মোট ১৪টি পদে ভোট হচ্ছে হচ্ছে।
এখানে সাধারণত আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকেন। এর বাইরে এবার সভাপতি ও সম্পাদক পদে আরও দুজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদেও আছেন একজন।
আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির প্রার্থী হয়েছেন।
এই প্যানেল থেকে সাতটি সদস্য পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ খালেকুজ্জামান ভূইয়া, মাহমুদা আফরোজ, মো. বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি, সৌমিত্র সরদার ও রাশেদুল হক খোকন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি পদে মো. হুমায়ুন কবির ও সরকার তাহমিনা বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান ও মো. আব্দুল করিম।
সাতটি সদস্য পদে আছেন ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহী, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল।
এ্ই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে মো. ইউনুছ আলী আকন্দ ও মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান) স্বতন্ত্র হিসেবে লড়ছেন। আর সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথী ও ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া এবং কোষাধ্যক্ষ পদে মো. সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত বছরের ১৫ ও ১৬ মার্চ সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে ভাঙচুর, পুলিশের পিটুনি, হট্টগোল ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে ভোট হয়। ওই সময় বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা নির্বাচন বর্জনের ঘোষণা না দিয়ে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তোলেন। ওই নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতেই জয় পান আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবীরা।