সড়কে ঝরল এসবি কর্মীর প্রাণ

ঠিকানা পরিবহনের বাস জব্দের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2024, 02:29 PM
Updated : 29 March 2024, 02:29 PM

ঢাকার বকশিবাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মী নিহত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী তোফাজ্জল হোসেন এসবিতে ‘রিপোর্টার’ পদে কর্মরত ছিলেন বলে জানান সংস্থাটির পরিদর্শক (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জোন) মনিরুল ইসলাম।

তোফাজ্জল হোসেনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মুশফিকুর রহমান নামে ঠিকানা পরিবহনের এক যাত্রী। ওই বাসের পেছনের সিটে বসা ছিলেন তোফাজ্জল।

মুশফিকুর রহমান জানান, নারায়ণগঞ্জগামী বাসটি ফজলে রাব্বি হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তখন বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে তোফাজ্জল হোসেনের শরীরে পড়ে। তাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় আনার পর তোফাজ্জল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। হাসপাতালে মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

ঠিকানা পরিবহনের বাসটি জব্দের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।