তাদের মধ্যে ৩০৪ জনের বিষয়ে প্রতিবেদন দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
Published : 02 Jan 2024, 09:40 PM
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি ভাঙায় বিভিন্ন দলের প্রার্থীসহ ৪৮০ জনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপসচিব আব্দুছ সালাম জানান, সোমবার পর্যন্ত ৪৮০ জনকে শোকজের নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০৪টির প্রতিবেদন পাওয়া গেছে।
এবার ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি, ১১৯টি শোকজ করা হয়েছে। এছাড়া রংপুর অঞ্চলে ২৯টি, কুমিল্লায় ৬৮টি, ফরিদপুরে ২০টি, চট্টগ্রামে ৩৮টি, সিলেটে ১৬টি, বরিশালে ২৭টি, খুলনায় ৪০টি, রাজশাহীতে ৭৪টি ও ময়মনসিংহে ৪৯টি শোকজ করা হয়েছে।
এবারই প্রথমবারের মত ৩০০ আসনের প্রতিটির জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের নিয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এসব কমিটিই এ পর্যন্ত ৪৮০টি শোকজ করেছে।
নোটিসের জবাব পাওয়ার পর অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠায়।
সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা এবং বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন।
এছাড়া ডিসি-এসপিকে বদলির হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন।
এদিকে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে ইসি।